Laapataa Ladies Star Chhaya Kadam: গোসাপ থেকে সজারু! বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর মাংস খেয়ে ঘোর বিপাকে ‘লাপতা লেডিজ’-এর মঞ্জু মাঈ! হতে পারে কঠোর শাস্তি!

Last Updated:

Laapataa Ladies Star Chhaya Kadam: রীতিমতো আইনি কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এই দাপুটে অভিনেত্রীকে৷ কিরণ রাও পরিচালিত ছবিতে অভিনয় প্রশংসা কুড়িয়ে নেওয়া শিল্পীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর মাংস খেয়েছেন৷ ভারতে যা দণ্ডনীয় অপরাধ৷

শিল্পীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর মাংস খেয়েছেন
শিল্পীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর মাংস খেয়েছেন
মুম্বই : মানুষ একা থাকার মজাটা একবার পেয়ে গেলে আর কারওর সঙ্গে থাকতে চায় না-তাঁর মুখে এই সংলাপ তুমুল জনপ্রিয় হয়েছিল৷ ‘লাপতা লেডিজ’-এর সেই মঞ্জু বাঈ ওরফে ছায়া কদম এবার ঘোর বিপাকে৷ রীতিমতো আইনি কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এই দাপুটে অভিনেত্রীকে৷ কিরণ রাও পরিচালিত ছবিতে অভিনয় প্রশংসা কুড়িয়ে নেওয়া শিল্পীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর মাংস খেয়েছেন৷ ভারতে যা দণ্ডনীয় অপরাধ৷
মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থার করা এক অভিযোগের ভিত্তিতে ছায়াকে সমন পাঠিয়েছে মহারাষ্ট্রের বন দফতর৷ করা হবে আইনি তদন্ত৷ ফ্রি প্রেস জার্নালকে উদ্ধৃত করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলেয়ার সোসাইটি একটি অভিযোগ দায়ের করেছে ঠানের চিফ কনজারভেটর অব ফরেস্টস অ্যান্ড ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে৷
advertisement
আরও পড়ুন : সবুজ ফলের রস ১ ফোঁটা! পলকে বন্ধ চোঁয়া ঢেকুর! গ্যাস অম্বলের পেট ফাঁপা চুপসে যাবে নিমেষে! ছুমন্তরে সারবে পেটের রোগ
অভিযোগ, ছায়া দাবি করেছেন তিনি মাউস ডিয়ার (বিলুপ্তপ্রায় ইঁদুরে হরিণ), খরগোশ, বন্য শূকর, গোসাপ এবং সজারুর মাংস খেয়েছেন৷ বন্যপ্রাণ সংরক্ষণ আইন, ১৯৭২-এর আওতায় এই প্রতিটি প্রাণীই সুরক্ষিত৷ ফলে এদের মাংস খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ৷ অভিযুক্ত ছায়া কদম এবং এই ঘটনায় তাঁর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দাবি করেছে অভিযোগকারী স্বেচ্ছাসেবী সংস্থা৷ এই কাণ্ডে অভিযুক্ত চোরাশিকারি বা নিষিদ্ধ বন্যপ্রাণীর মাংস সরবরাহকারীদেরও সন্ধানের চেষ্টা চলছে৷
advertisement
advertisement
তদন্তকারী আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁরা অভিনেত্রী ছায়া কদমের সঙ্গে যোগাযোগ করেছেন৷ শিল্পী জানিয়েছেন তিনি এখন পেশাগত কারণে বাইরে আছেন৷ তাই চার দিন পর মুম্বইয়ে ফিরবেন৷ তদন্তকারীদের মুখোমুখি হওয়ার আগে তিনিও আইনি সাহায্য নিচ্ছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Laapataa Ladies Star Chhaya Kadam: গোসাপ থেকে সজারু! বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর মাংস খেয়ে ঘোর বিপাকে ‘লাপতা লেডিজ’-এর মঞ্জু মাঈ! হতে পারে কঠোর শাস্তি!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement