Kunal Ghosh As Anil Biswas: কুণালের অনিলায়ন! সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদকের ভূমিকায় বড় পর্দায় তৃণমূল নেতা? বিরাট চমক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
১৯৯০-এর দশকে সাড়া ফেলে দেওয়া মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান কাণ্ডের উপর ভিত্তি করেই নতুন ছবি তৈরি করছেন পরিচালক অরিন্দম শীল৷
সাংবাদিক থেকে রাজনীতিক, আবার মাঝেমধ্যে তাঁকে দরাজ গলায় গান বা ফুটবল পায়ে মাঠে নেমে পড়তেও দেখা গিয়েছে৷ এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ আরও বড় খবর হল, প্রথমবার বড় পর্দায় পা দিয়েই কঠিন চ্যালেঞ্জ নিয়ে নিয়েছেন তৃণমূল নেতা৷ কারণ সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাসের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে তাঁকে৷
১৯৯০-এর দশকে সাড়া ফেলে দেওয়া মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান কাণ্ডের উপর ভিত্তি করেই নতুন ছবি তৈরি করছেন পরিচালক অরিন্দম শীল৷ মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধানের ঘটনার অবলম্বনে সাহিত্যিক দীপান্বিতা রায় ‘অন্তর্ধানের নেপথ্যে’ নামে একটি বই লেখেন। সেই কাহিনির আধারে অরিন্দমের নতুন ছবি ‘কর্পূর’। সেই ছবিতেই একটি রাজনৈতিক দলের রাজ্য সম্পাদকের চরিত্রে দেখা যাবে কুণালকে৷ ছবির পরিচালক বা কুণাল নিজে অনিল বিশ্বাসের নাম না করলেও ওই চরিত্র যে সিপিএমের প্রবাদ প্রতীম প্রাক্তন রাজ্য সম্পাদকের উপর নির্ভর করেই তৈরি করা হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না৷

advertisement
এ দিনই ছবির লোগো এবং ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে৷ সেই সূত্রেই সামনে এসেছে ছবির চরিত্রে কুণালের সম্ভাব্য লুকের ছবি৷ এই ছবি হবে রাজনৈতিক থ্রিলার ঘরানার৷ কুণাল ছাড়াও এই ছবিতে লালবাজারের হোমিসাইড শাখার অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে৷ ছবিতে থাকছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ও৷ তাঁকে দেখা যাবে একটি সংবাদমাধ্যমের সম্পাদকের ভূমিকায়৷
advertisement
advertisement
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায় ১৯৯৭ সালে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। রাজ্যে তখন বাম আমল। এই ঘটনা রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছিল। মূলত ১৯৯৭ এবং ২০১৯ সালের সময়কাল তুলে ধরা হবে চিত্রনাট্যে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 9:22 PM IST