আশিকি থ্রি-তে গাইবেন ইন্ডিয়া আইডল-এর ঋষি সিং! কুমার শানুর বড় ঘোষণা

Last Updated:

Rishi Singh: আশিকি থ্রি-তে প্লে ব্যাক করবেন ঋষি সিং!

#মুম্বই: এবার কি তবে বলিউডের পথে ইন্ডিয়ান আইডল কাঁপানো ঋষি সিং!
বলিউডের মেলোডি কিং, কুমার শানু, সম্প্রতি ঘোষণা করেছেন, তিনি তাঁর আসন্ন প্রজেক্ট আশিকি থ্রি-র গানের জন্য নতুন কণ্ঠ খুঁজে পেয়েছেন। ইন্ডিয়ান আইডল ১৩-র প্রতিযোগী ঋষি সিংকে নিয়ে আশার কথা শোনালেন কুমার শানু।
advertisement
advertisement
কুমার শানু সম্প্রতি এই রিয়েলিটি শো-তে নয়ের দশকের সুপারহিট রোমান্টিক সিনেমা আশিকির সাফল্য নতুন করে উদযাপন করতে হাজির হয়েছিলেন। মুক্তির পর সিনেমাটি ৩২ বছর পূর্ণ করেছে। এই ছবির পার্ট ২ ২০১২ সালে মুক্তি পেয়েছিল। প্রধান চরিত্রে শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনয় করেছিলেন। এবার আশিকি ৩ —তে কার্তিক আরিয়ানকে দেখা যাবে। অনুরাগ বসু পরিচালিত এই ছবি পরের বছর মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
advertisement
এদিকে, কুমার শানু এদিন ঋষি সিংয়ের মুখে পুরনো একটি গান শুনে মুগ্ধ হয়ে যান। আশিকি সিনেমা থেকে তাঁর হিট গান সানসো কি জরুরাত এবং দিল কা আলম পরিবেশন করেছিলেন ঋষি সিং। আর তাঁর গলায় সেই গান শুনে অবাক হয়ে যান কুমার শানু।
ঋষি তাঁর গান শেষ করার পর কুমার শানু বলেছিলেন, মনে রাখার মতো পারফরম্যান্স। ঋষির কণ্ঠ এতই ভাল লেগেছিল তাঁর যে তিনি আশিকি ৩-তে তাঁকে প্লেব্যাক করাতে পারেন বলেও জানান।
advertisement
এদিন কুমার শানু ছাড়াও বলিউড অভিনেতা রাহুল রায়, দীপক তিজোরি এবং অনু আগরওয়াল ছিলেন। অভিনেতা গিটার বাজান,  কুমার শানু এদিন ঋষির সঙ্গে গাইতে শুরু করেন। দর্শকরাও নস্ট্যালজিক হয়ে পড়েন।
অন্যান্য প্রতিযোগীরাও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। তাঁদের মধ্যে বিদীপ্তা চক্রবর্তী, অনুষ্কা পাত্র, দেবস্মিতা রায়, সোনাক্ষী কর, সেঁজুতি দাস, সঞ্চারী সেনগুপ্ত, চিরাগ কোতওয়াল, বিনীত সিং, নবদীপ ওয়াদালি, শিবম সিং, কাব্য লিমায়ে এবং রুপম ভরানাহ অন্যতম।
advertisement
ইন্ডিয়ান আইডল সিজন ১৩-র বিচারক নেহা কক্কর, হিমেশ রেশমিয়া এবং বিশাল দাদলানি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আশিকি থ্রি-তে গাইবেন ইন্ডিয়া আইডল-এর ঋষি সিং! কুমার শানুর বড় ঘোষণা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement