১৮ লক্ষের ঘড়ি তাঁর সঙ্গে, মুম্বই বিমানবন্দরে শাহরুখের গতিরুদ্ধ, রেহাই ৬.৮৩ লক্ষ টাকা জরিমানা দিয়ে

Last Updated:

Shahrukh Khan stopped at Mumbai Airport : ব্যক্তিগত চার্টার্ড বিমানে সংযুক্ত আরব আমিরশাহীর শারজা থেকে শুক্রবার রাতে মুম্বই ফেরার পর বিপত্তিতে পড়েন সুপারস্টার

ব্যক্তিগত চার্টার্ড বিমানে সংযুক্ত আরব আমিরশাহীর শারজা থেকে শুক্রবার রাতে মুম্বই ফেরার পর বিপত্তিতে পড়েন সুপারস্টার
ব্যক্তিগত চার্টার্ড বিমানে সংযুক্ত আরব আমিরশাহীর শারজা থেকে শুক্রবার রাতে মুম্বই ফেরার পর বিপত্তিতে পড়েন সুপারস্টার
মুম্বই : মুম্বই বিমানবন্দরে শাহরুখ খানের গতি রুদ্ধ করল শুল্ক দফতর৷ ব্যক্তিগত চার্টার্ড বিমানে সংযুক্ত আরব আমিরশাহীর শারজা থেকে শুক্রবার রাতে মুম্বই ফেরার পর বিপত্তিতে পড়েন সুপারস্টার৷ এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের সূত্র থেকে জানা যাচ্ছে শাহরুখের কাছে ১৮ লক্ষ টাকা মূল্যের ঘড়ি ছিল৷ জানা গিয়েছে জরিমানাস্বরূপ ৬ লক্ষ ৮৩ হাজার টাকা কাস্টম ডিউটি দেওয়ার পর ছাড় পান শাহরুখ৷ তাঁর সঙ্গে বিমানবন্দরে অপেক্ষা করতে হয় ম্যানেজার পূজা দাদলানী এবং টিমের অন্যান্য সদস্যকেও৷
শারজায় একটি ইভেন্টে যোগ দিয়ে শুক্রবার রাতে মুম্বই ফেরেন শাহরুখ৷ তাঁকে নিয়ে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ল্যান্ড করে একটি প্রাইভেট জেট৷ জানা গিয়েছে যখন শাহরুখ ও তাঁর সঙ্গীরা টার্মিনাল থেকে বার হচ্ছিলেন, তখন তাঁদের মালপত্রের মধ্যে ১৮ লক্ষ টাকার বহুমূল্যের ঘড়ির সন্ধান পাওয়া যায়৷
সূত্র থেকে জানা যাচ্ছে, শুল্ক দফতরের কাজকর্ম শেষ হওয়ার পর শাহরুখ ও তাঁর ম্যানেজার বিমানবন্দর থেকে বেরনোর অনুমতি পান৷ তবে তাঁর দেহরক্ষী-সহ টিমের অন্যান্য সদস্য রাতভর মুম্বই বিমানবন্দরেই ছিলেন বলে শোনা যাচ্ছে৷ জিজ্ঞাসাবাদের পর সকালে তাঁদের বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয় ৷
advertisement
advertisement
প্রসঙ্গত শারজায় শাহরুখ গিয়েছিলেন এ বছরের শারজা আন্তর্জাতিক বইমেলায় যোগ দিতে৷ আন্তর্জাতিক চলচ্চিত্র ও সংস্কৃতিতে তাঁর অবদানের জন্য এই বইমেলায় তাঁকে ‘গ্লোবাল আইকন অব সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করা হয়৷ প্রসঙ্গত আগামী বছর শাহরুখ বড় পর্দায় ফিরছেন ‘পঠান’-সহ তিনটে ছবিতে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
১৮ লক্ষের ঘড়ি তাঁর সঙ্গে, মুম্বই বিমানবন্দরে শাহরুখের গতিরুদ্ধ, রেহাই ৬.৮৩ লক্ষ টাকা জরিমানা দিয়ে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement