১৮ লক্ষের ঘড়ি তাঁর সঙ্গে, মুম্বই বিমানবন্দরে শাহরুখের গতিরুদ্ধ, রেহাই ৬.৮৩ লক্ষ টাকা জরিমানা দিয়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Shahrukh Khan stopped at Mumbai Airport : ব্যক্তিগত চার্টার্ড বিমানে সংযুক্ত আরব আমিরশাহীর শারজা থেকে শুক্রবার রাতে মুম্বই ফেরার পর বিপত্তিতে পড়েন সুপারস্টার
মুম্বই : মুম্বই বিমানবন্দরে শাহরুখ খানের গতি রুদ্ধ করল শুল্ক দফতর৷ ব্যক্তিগত চার্টার্ড বিমানে সংযুক্ত আরব আমিরশাহীর শারজা থেকে শুক্রবার রাতে মুম্বই ফেরার পর বিপত্তিতে পড়েন সুপারস্টার৷ এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের সূত্র থেকে জানা যাচ্ছে শাহরুখের কাছে ১৮ লক্ষ টাকা মূল্যের ঘড়ি ছিল৷ জানা গিয়েছে জরিমানাস্বরূপ ৬ লক্ষ ৮৩ হাজার টাকা কাস্টম ডিউটি দেওয়ার পর ছাড় পান শাহরুখ৷ তাঁর সঙ্গে বিমানবন্দরে অপেক্ষা করতে হয় ম্যানেজার পূজা দাদলানী এবং টিমের অন্যান্য সদস্যকেও৷
শারজায় একটি ইভেন্টে যোগ দিয়ে শুক্রবার রাতে মুম্বই ফেরেন শাহরুখ৷ তাঁকে নিয়ে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ল্যান্ড করে একটি প্রাইভেট জেট৷ জানা গিয়েছে যখন শাহরুখ ও তাঁর সঙ্গীরা টার্মিনাল থেকে বার হচ্ছিলেন, তখন তাঁদের মালপত্রের মধ্যে ১৮ লক্ষ টাকার বহুমূল্যের ঘড়ির সন্ধান পাওয়া যায়৷
সূত্র থেকে জানা যাচ্ছে, শুল্ক দফতরের কাজকর্ম শেষ হওয়ার পর শাহরুখ ও তাঁর ম্যানেজার বিমানবন্দর থেকে বেরনোর অনুমতি পান৷ তবে তাঁর দেহরক্ষী-সহ টিমের অন্যান্য সদস্য রাতভর মুম্বই বিমানবন্দরেই ছিলেন বলে শোনা যাচ্ছে৷ জিজ্ঞাসাবাদের পর সকালে তাঁদের বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয় ৷
advertisement
advertisement
প্রসঙ্গত শারজায় শাহরুখ গিয়েছিলেন এ বছরের শারজা আন্তর্জাতিক বইমেলায় যোগ দিতে৷ আন্তর্জাতিক চলচ্চিত্র ও সংস্কৃতিতে তাঁর অবদানের জন্য এই বইমেলায় তাঁকে ‘গ্লোবাল আইকন অব সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করা হয়৷ প্রসঙ্গত আগামী বছর শাহরুখ বড় পর্দায় ফিরছেন ‘পঠান’-সহ তিনটে ছবিতে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2022 4:28 PM IST