Arijit Singh-Kumar Sanu: অরিজিতের সুরে গান গাইলেন এক জনপ্রিয় বাঙালি গায়ক! জানেন তিনি কে
- Published by:Sanchari Kar
Last Updated:
Arijit Singh-Kumar Sanu: আগাগোড়াই শানুর পছন্দের তালিকায় রয়েছেন অরিজিৎ। তাই তাঁর সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া করতে চাননি শানু।
কলকাতা: কুমার শানু এবং অরিজিৎ সিং। দুই প্রজন্মের দুই গায়ক। এ বার একসঙ্গে কাজ করলেন তাঁরা। সম্প্রতি সংবাদমাধ্যমকে নিজেই এ কথা জানালেন শানু।
ইন্ড্রাস্ট্রির অগ্রজের জন্য গান তৈরি করলেন অরিজিত। তাঁর সুরে হিন্দি গানটি গেয়েছেন কুমার শানু। তিনি বললেন, "অরিজিৎ সঙ্গীত পরিচালক। আমি গায়ক। খুব সুরেলা একটা গান তৈরি করেছে ও। খুব ভাল ভাবে রেকর্ড হয়েছে।"
অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ কুমার শানু। তাঁর কথায়, "অরিজিতের আরও একটা দিক এটা। খুব ভাল গান কম্পোজ করেছে। খুব ভাল লেগেছে আমার।"
advertisement
advertisement
আগাগোড়াই শানুর পছন্দের তালিকায় রয়েছেন অরিজিৎ। তাই তাঁর সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া করতে চাননি শানু। তাঁর কথায়, "অরিজিৎ গান তৈরি করলে তো তা সুরেলাই হবে। ও গান গাওয়ার প্রস্তাবটি দিতেই আমি রাজি হই।"
advertisement
এক সময়ে বলিউডে একটানা কাজ করেছেন শানু। তাঁর ঝুলিতে অসংখ্য সফল গান। এখনও তিনি কাজ নিয়ে ব্যস্ত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 8:19 PM IST