Kriti Sanon: কৃতী স্যাননের এক নতুন প্রতিভা ফাঁস! নেটিজেন ভিডিও দেখে বলছে ' এ তো দারুণ!
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Kriti Sanon : বলিউডে পাকাপাকি জায়গাও বানিয়ে ফেলেছেন। কিন্তু এবার একদম এক নতুন প্রতিভা প্রকাশ পেল।
#মুম্বই: অভিনেত্রী কৃতী স্যানন (Kriti Sanon) এর আরো এক প্রতিভা প্রকাশ পেল। মডেলিং থেকে কেরিয়ার শুরু। তারপর অভিনয়। অভিনয়ে ইতিমধ্যে দর্শকদের মন জয় করে ফেলেছেন অভিনেত্রী। বলিউডে পাকাপাকি জায়গাও বানিয়ে ফেলেছেন। কিন্তু এবার একদম এক নতুন প্রতিভা প্রকাশ পেল। সম্প্রতি একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন কৃতী স্যামন। সেখানে দেখা যাচ্ছে, গান গাইছেন অভিনেত্রী। এবং বেশ সুরেই গাইছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে পরিচালক অমর কৌশিক ও গোয়ার এক গায়ক বর্স বে র সঙ্গে বসে গান বাজনা করছেন। জনপ্রিয় ছবি জব উই মেট এর একটি গান গাইছেন তিন জনে। ভিডিওর ক্যাপশনে কৃতী লিখেছেন, "এ এক দারুণ রাত। আমার গানের সাথী অমর এবং গুণী বর্স এর সঙ্গে।" ভিডিওতে কৃতিকে ডেনিম শর্টস এর সঙ্গে একটি হলুদ টপ পরতে দেখা যাচ্ছে।
advertisement
advertisement
advertisement
অমর কৌশিক পরিচালিত 'ভেড়িয়া ছবিতে অভিনয় করছেন কৃতী (Kriti Sanon)। কৃতী র বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। ছবির পোস্টার ইতিমধ্যেই প্রকাশ্যে। ২০২২ এর নভেম্বরে এই ছবি মুক্তি পাবে। ছবির নিয়ে এখন ব্যস্ত পরিচালক থেকে অভিনেতারা।
advertisement
প্রসঙ্গত, কৃতী (Kriti Sanon) অভিনয়ে আসার আগে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী ছিলেন। পড়ুয় হিসেবেও বেশ মেধাবী ছিলেন কৃতী। আর এবার তাঁর আরোও এক গান প্রকাশ্যে এলো। গানটা মন্দ করেন না তিনি। আজ কাল ছবি তে অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক গান ও করছেন তারকারা। আলিয়া ভাট, সলমন খান থেকে পরিণীতি চোপড়া ইতিমধ্যেই প্লেব্যাক করেছেন। সুরের সামান্য ঘাটতি হলে প্রযুক্তিই ঠিক করে দিচ্ছে। এই ভিডিও দেখে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি এবার কৃতীকে প্লেব্যাক গাইতে দেখা যাবে?
advertisement
উল্লেখ্য, ২০২২ এ বেশ কিছু ছবি আছে কৃতীর হাতে। অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে বচ্চন পান্ডে ছবিতে। রামায়ণ মহাকাব্যের উপর তৈরি ছবি আদিপুরুষ এ অভিনয় করছেন কৃতী। সীতার চরিত্রে দেখা যাবে তাঁকে। অগাস্ট মাসে ছবিটি মুক্তি পাবে। এছাড়া ডিসেম্বরে মুক্তি পাবে বিকাশ বেহেল পরিচালিত গণপথ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2022 1:08 PM IST