Krishnanagar Basanta Utsav: কৃষ্ণনগরে বসন্ত উৎসব, শিলাজিৎ-অনন্যা ও বাংলাদেশের ব্যান্ডের গানে মাতবেন দর্শক

Last Updated:

প্রখ্যাত বাউল শিল্পী গোলাম ফকির থেকে শুরু করে ইন্ডিয়ান আইডল কাঁপানো শিল্পী অনন্যা চক্রবর্তী এবং বাংলার অন্যতম জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদার উপস্থিত ছিলেন এবারের বসন্ত উৎসবে।

কৃষ্ণনগরে বসন্ত উৎসব
কৃষ্ণনগরে বসন্ত উৎসব
কৃষ্ণনগর: বসন্ত। রঙের ঋতু, ভালবাসার ঋতু। আর কৃষ্ণনগরে উড়ানের বসন্ত উৎসব রাঙিয়ে দিয়ে যায় গোটা শহর। নদিয়া জেলা জুড়ে বন্ধুত্বের রং, সম্পর্কের রং, সাংস্কৃতিক রং। প্রতি বছরের মতো এ বছর নাচে, গানে, আঁকায়, দোল খেলায় শহরের আকাশ রাঙিয়ে দিয়েছে উড়ান আয়োজিত ‘কৃষ্ণনগর বসন্ত উৎসব’।
প্রখ্যাত বাউল শিল্পী গোলাম ফকির থেকে শুরু করে ইন্ডিয়ান আইডল কাঁপানো শিল্পী অনন্যা চক্রবর্তী এবং বাংলার অন্যতম জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদার উপস্থিত ছিলেন এবারের বসন্ত উৎসবে। তবে এবছরের বিশেষ আকর্ষণ বাংলাদেশের ব্যান্ড ‘বাংলা ফাইভ’।
advertisement
advertisement
এ যেন নবীনে-প্রবীণে মিশে দুই বাংলার ভালবাসার বিনিময়ের এক মুহূর্ত। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে টানা ৫ দিন ব্যাপী ৮ থেকে ১২ মার্চ এই অনুষ্ঠানে কৃষ্ণনগরবাসী সাক্ষী হলেন এক টুকরো শান্তিনিকেতনের।
‘উড়ান’-এর পক্ষ থেকে অনুপ বিশ্বাস বলেন, ‘‘বিগত দুই বছরে কোভিডের কারণে দুই বাংলার বসন্ত উৎসব হয়নি, তবে এবারে আমরা কৃষ্ণনগর বসন্ত উৎসব শুধুই এক টুকরো শান্তিনিকেতনের ছোঁয়া দেবে না, গানে-সুরে দুই বাংলার আবহ তুলে ধরব সমস্ত মানুষের কাছে। এবং সেই জন্যে আমরা আপামর জেলা তথা রাজ্যবাসীর কাছে এই উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Krishnanagar Basanta Utsav: কৃষ্ণনগরে বসন্ত উৎসব, শিলাজিৎ-অনন্যা ও বাংলাদেশের ব্যান্ডের গানে মাতবেন দর্শক
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement