Krishnanagar Basanta Utsav: কৃষ্ণনগরে বসন্ত উৎসব, শিলাজিৎ-অনন্যা ও বাংলাদেশের ব্যান্ডের গানে মাতবেন দর্শক
- Published by:Teesta Barman
- Written by:Manash Basak
Last Updated:
প্রখ্যাত বাউল শিল্পী গোলাম ফকির থেকে শুরু করে ইন্ডিয়ান আইডল কাঁপানো শিল্পী অনন্যা চক্রবর্তী এবং বাংলার অন্যতম জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদার উপস্থিত ছিলেন এবারের বসন্ত উৎসবে।
কৃষ্ণনগর: বসন্ত। রঙের ঋতু, ভালবাসার ঋতু। আর কৃষ্ণনগরে উড়ানের বসন্ত উৎসব রাঙিয়ে দিয়ে যায় গোটা শহর। নদিয়া জেলা জুড়ে বন্ধুত্বের রং, সম্পর্কের রং, সাংস্কৃতিক রং। প্রতি বছরের মতো এ বছর নাচে, গানে, আঁকায়, দোল খেলায় শহরের আকাশ রাঙিয়ে দিয়েছে উড়ান আয়োজিত ‘কৃষ্ণনগর বসন্ত উৎসব’।
প্রখ্যাত বাউল শিল্পী গোলাম ফকির থেকে শুরু করে ইন্ডিয়ান আইডল কাঁপানো শিল্পী অনন্যা চক্রবর্তী এবং বাংলার অন্যতম জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদার উপস্থিত ছিলেন এবারের বসন্ত উৎসবে। তবে এবছরের বিশেষ আকর্ষণ বাংলাদেশের ব্যান্ড ‘বাংলা ফাইভ’।
advertisement
advertisement
এ যেন নবীনে-প্রবীণে মিশে দুই বাংলার ভালবাসার বিনিময়ের এক মুহূর্ত। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে টানা ৫ দিন ব্যাপী ৮ থেকে ১২ মার্চ এই অনুষ্ঠানে কৃষ্ণনগরবাসী সাক্ষী হলেন এক টুকরো শান্তিনিকেতনের।
‘উড়ান’-এর পক্ষ থেকে অনুপ বিশ্বাস বলেন, ‘‘বিগত দুই বছরে কোভিডের কারণে দুই বাংলার বসন্ত উৎসব হয়নি, তবে এবারে আমরা কৃষ্ণনগর বসন্ত উৎসব শুধুই এক টুকরো শান্তিনিকেতনের ছোঁয়া দেবে না, গানে-সুরে দুই বাংলার আবহ তুলে ধরব সমস্ত মানুষের কাছে। এবং সেই জন্যে আমরা আপামর জেলা তথা রাজ্যবাসীর কাছে এই উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 3:27 PM IST