Aye Tobe Sohochori : পরমেশ্বরী এ বার সহচরী হয়ে পা রাখছেন দর্শকদের অন্দরমহলে

Last Updated:

আবার অভিনয়ে ফিরেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee )৷ সে দিনের পরমেশ্বরী আজকের সহচরী (Aye Tobe Sohochori )

কলকাতা : চার বছর আগে শেষ যখন অভিনয় করেছিলেন, তখন তিনি অন্তঃসত্ত্বা ৷ এখন তিনি ছোট্ট কিয়ারার মা ৷ আবার অভিনয়ে ফিরেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee )৷ সে দিনের পরমেশ্বরী আজকের সহচরী ৷ সহচরী সেনগুপ্ত হয়েই তিনি দর্শকদের অন্দরমহলে ঢুকবেন ৷ অভিনেত্রী বললেন ফেসবুক লাইভে ৷
সোমবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori) ৷ নাম ভূমিকায় অভিনয় করেন কনীনিকা ৷ মেয়েদের অপূর্ণ সাধ পূর্ণ করার গল্প বলতে তাঁর পাশে থাকবেন বরফি ৷ জীবনের পঙ্কিল পথে তিনিই সহচরীর সহচরী ৷ বয়সের বিস্তর ফারাক সত্ত্বেও তাঁদের বন্ধুত্ব নিখাদ ৷ বরফির চরিত্রে অভিনয় করছেন অরুণিমা হালদার ৷
advertisement
কনীনিকার দাবি, তথাকথিত ধারাবাহিকের থেকে সহচরীর গল্প সম্পূ্র্ণ ভিন্ন মাত্রার ৷ তাঁর আশা দর্শকদের এই ধারাবাহিক ভাল লাগবে ৷ বললেন, তিনি জানেন এবং পড়েন বাংলা ধারাবাহিককে লোকে কতটা তীব্র ভাষায় কটূক্তি করছে ৷ তাঁর কথায়, দর্শক ভাল ধারাবাহিক দেখুক ৷ না হলে টিআরপি বাড়বে না ৷ তবে ‘আয় তবে সহচরী’ দেখে দর্শক যে কটূক্তি করবেন না, সে বিষয়ে নিশ্চিত তিনি ৷ নিজে অভিনয় করছেন বলে নয়, চিত্রনাট্য পড়ে তাঁর এটাই মনে হয়েছে ৷ সাহানা দত্তের ধারাবাহিক ‘আয় তবে সহচরী’-তে অভিনয় করছেন ইন্দ্রজিৎ হালদার, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, নবনীতা দত্ত এবং ছন্দা চট্টোপাধ্যায় ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, রাত ন’টায় জি বাংলায় সম্প্রচারিত হয় ‘সর্বজয়া’৷ যা সম্প্রচারের কিছু দিনের মধ্যেই উঠে এসেছে টিআরপি তালিকার দু’ নম্বরে ৷ ফলে টিআরপি যুদ্ধে দেবশ্রীর মতো অভিনেত্রীর সঙ্গে কার্যত সম্মুখসমরে কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মনে করছেন ধারাবাহিকের অনুরাগীরা ৷ তবে কনীনিকা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁর প্রতিযোগিতা শুধুমাত্র তাঁর সঙ্গেই ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই, অন্য কেউ নন ৷
advertisement
ইতিমধ্যেই ‘আয় তবে সহচরী’-র প্রোমো জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে ৷ প্রোমো দেখে অনেকের ধারণা, শাশুড়ি পুত্রবধূর মধ্যে রেষারেষি নয়, বরং বন্ধুত্বই এই ধারাবাহিকের উপজীব্য ৷ সেই পটভূমিতে ‘এক আকাশের নীচে’-র পাখিকে সহচরীর ভূমিকায় নতুন করে আবিষ্কার করতে উন্মুখ দর্শকরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aye Tobe Sohochori : পরমেশ্বরী এ বার সহচরী হয়ে পা রাখছেন দর্শকদের অন্দরমহলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement