কলকাতা : চার বছর আগে শেষ যখন অভিনয় করেছিলেন, তখন তিনি অন্তঃসত্ত্বা ৷ এখন তিনি ছোট্ট কিয়ারার মা ৷ আবার অভিনয়ে ফিরেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee )৷ সে দিনের পরমেশ্বরী আজকের সহচরী ৷ সহচরী সেনগুপ্ত হয়েই তিনি দর্শকদের অন্দরমহলে ঢুকবেন ৷ অভিনেত্রী বললেন ফেসবুক লাইভে ৷
সোমবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori) ৷ নাম ভূমিকায় অভিনয় করেন কনীনিকা ৷ মেয়েদের অপূর্ণ সাধ পূর্ণ করার গল্প বলতে তাঁর পাশে থাকবেন বরফি ৷ জীবনের পঙ্কিল পথে তিনিই সহচরীর সহচরী ৷ বয়সের বিস্তর ফারাক সত্ত্বেও তাঁদের বন্ধুত্ব নিখাদ ৷ বরফির চরিত্রে অভিনয় করছেন অরুণিমা হালদার ৷
কনীনিকার দাবি, তথাকথিত ধারাবাহিকের থেকে সহচরীর গল্প সম্পূ্র্ণ ভিন্ন মাত্রার ৷ তাঁর আশা দর্শকদের এই ধারাবাহিক ভাল লাগবে ৷ বললেন, তিনি জানেন এবং পড়েন বাংলা ধারাবাহিককে লোকে কতটা তীব্র ভাষায় কটূক্তি করছে ৷ তাঁর কথায়, দর্শক ভাল ধারাবাহিক দেখুক ৷ না হলে টিআরপি বাড়বে না ৷ তবে ‘আয় তবে সহচরী’ দেখে দর্শক যে কটূক্তি করবেন না, সে বিষয়ে নিশ্চিত তিনি ৷ নিজে অভিনয় করছেন বলে নয়, চিত্রনাট্য পড়ে তাঁর এটাই মনে হয়েছে ৷ সাহানা দত্তের ধারাবাহিক ‘আয় তবে সহচরী’-তে অভিনয় করছেন ইন্দ্রজিৎ হালদার, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, নবনীতা দত্ত এবং ছন্দা চট্টোপাধ্যায় ৷
প্রসঙ্গত, রাত ন’টায় জি বাংলায় সম্প্রচারিত হয় ‘সর্বজয়া’৷ যা সম্প্রচারের কিছু দিনের মধ্যেই উঠে এসেছে টিআরপি তালিকার দু’ নম্বরে ৷ ফলে টিআরপি যুদ্ধে দেবশ্রীর মতো অভিনেত্রীর সঙ্গে কার্যত সম্মুখসমরে কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মনে করছেন ধারাবাহিকের অনুরাগীরা ৷ তবে কনীনিকা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁর প্রতিযোগিতা শুধুমাত্র তাঁর সঙ্গেই ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই, অন্য কেউ নন ৷
ইতিমধ্যেই ‘আয় তবে সহচরী’-র প্রোমো জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে ৷ প্রোমো দেখে অনেকের ধারণা, শাশুড়ি পুত্রবধূর মধ্যে রেষারেষি নয়, বরং বন্ধুত্বই এই ধারাবাহিকের উপজীব্য ৷ সেই পটভূমিতে ‘এক আকাশের নীচে’-র পাখিকে সহচরীর ভূমিকায় নতুন করে আবিষ্কার করতে উন্মুখ দর্শকরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।