Thakurpukur Accident: সজ্ঞানেই সব ঘটান? 'চিৎকার করে গাড়ি থামাতে বলেছিলাম!' ঠাকুরপুকুর কাণ্ডে পরিচালক ভিক্টো আরও বিপাকে

Last Updated:

Thakurpukur Accident: লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল ভিক্টোর দুই বান্ধবীকে। যাঁরা ওই দিন গাড়িতে সহযাত্রী হিসাবে উপস্থিত ছিলেন।

News18
News18
কলকাতা: ঠাকুরপুকুরে দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে উপস্থিত দুই বান্ধবীর বয়ানকে হাতিয়ার করেই পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে লালবাজার।
৬ এপ্রিল, রবিবারের কলকাতা। ঠাকুরপুকুর বাজারে মত্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে ঢুকে পড়েছিলেন পরিচালক। অভিযোগ, ভিড় বাজারে একের পর এক দোকান এবং পথচারীকে ধাক্কা দিয়ে এগিয়ে যেতে থাকে তাঁর গাড়ি। এই ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ার সময় বাঁকরাহাটের বাসিন্দা আমিনুর রহমান নামে এক ব‍্যক্তিকে ধাক্কা মারেন ভিক্টো। তারপর প্রায় কয়েকশো মিটার ছিঁচড়ে নিয়ে যান । মৃত‍্যু হয় আমিনুরের। এবার ঘটনায় খুব শীঘ্রই চার্জশিট দিতে চলেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা।
advertisement
সম্প্রতি লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল ভিক্টোর দুই বান্ধবীকে। যাঁরা ওই দিন গাড়িতে সহযাত্রী হিসাবে উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা বলেন, “বেপরোয়াভাবে গাড়ি চালাতে নিষেধ করেছিলাম। চিৎকার করে গাড়ি থামাতে বলেছিলাম। ও শোনেনি”। কলকাতা পুলিশের কাছে দেওয়া এই বয়ানকে হাতিয়ার করেই খুন এবং খুনের চেষ্টা এই দুই ধারাতে পরিচালক ভিক্টোর বিরুদ্ধে চার্জশিট জমা করতে চলেছে পুলিশ।
advertisement
advertisement
কলকাতা পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রীতিমতো সজ্ঞানে দুর্ঘটনা ঘটিয়েছেন। কারণ তাঁর দুই বান্ধবীর দেওয়া বয়ানে রয়েছে, প্রথমবার যখন ধাক্কা মারেন তারপর গাড়ি থামিয়ে দিয়েছিলেন ভিক্টো। তখন দুই বান্ধবী থেমে যেতে বলেছিলেন। কিন্তু তাঁদের কথা উপেক্ষা করেই বেপরোয়া ভাবে ভিড় বাজারে গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন। গতি বাড়িয়ে এগোতে থাকেন।
দুর্ঘটনার আগের রাতে, দক্ষিণ কলকাতার একটি পানশালায় মদ্যপান করার পর বিষ্ণুপুরে এক বন্ধুর বাড়িতে সারা রাত পার্টি করেছিলেন। এই তথ‍্যও বয়ান হিসেবে দিয়েছেন তার দুই বান্ধবী।
advertisement
এছাড়া ঘটনাস্থলে একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ানও থাকছে চার্জশিটে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Thakurpukur Accident: সজ্ঞানেই সব ঘটান? 'চিৎকার করে গাড়ি থামাতে বলেছিলাম!' ঠাকুরপুকুর কাণ্ডে পরিচালক ভিক্টো আরও বিপাকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement