Kolkata Chalantika : 'গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালবাসি', কলকাতা চলন্তিকার প্রথম গান প্রকাশ্যে

Last Updated:

Kolkata Chalantika : ইতিমধ্যেই পাভেল পরিচালিত 'কলকাতা চলন্তিকা'-র ট্রেলার বেশ সাড়া ফেলেছে। এবার সেই ছবির প্রথম গান 'গীতবিতানের দিব্যি' প্রকাশ্যে।

'গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালবাসি', কলকাতা চলন্তিকার প্রথম গান প্রকাশ্যে
'গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালবাসি', কলকাতা চলন্তিকার প্রথম গান প্রকাশ্যে
#কলকাতা: 'গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালবাসি..'। বাঙালির কাছে গীতবিতান গীতার থেকে কম কিছু নয়। যার বাড়িতে গীতবিতান নেই, সে আবার বাঙালি নাকি! তাই সেই গীতবিতানের দিব্যি খেয়ে ভালবাসা প্রকাশ করলে আর কী চাই! ইতিমধ্যেই পাভেল পরিচালিত 'কলকাতা চলন্তিকা'-র ট্রেলার বেশ সাড়া ফেলেছে। এবার সেই ছবির প্রথম গান 'গীতবিতানের দিব্যি' প্রকাশ্যে।
গানের কথা পাভেলের। সুর করেছেন রণজয় ভট্টাচার্য। সঙ্গীতায়োজনও তাঁর। গানের কথায় বাঙালির যাপন জড়িয়ে আছে। গীতবিতান, বাঙালির যুক্তি, সাঁতরাগাছি থেকে হুমায়ুন আহমেদের হিমু সব উঠে এসেছে গানের কথায়। গানের ভিডিওয় রয়েছে প্রেমের ছোঁয়াও।
তবে ছবির বিষয় নিয়ে এখনও বাঙালির মনে রয়েছে বিভীষিকাময় স্মৃতি। ২০১৬-র ৩১ মার্চ। রোজকার মতোই নিজের চলনে ব্যস্ত শহর কলকাতা। একই ব্যস্ততা শহর এবং শহর সংলগ্ন এলাকার আনাচে কানাচে। অন্যদিনের গতির মতোই গড়াচ্ছে বেলা। এমনই এক সাধারণ দিনেই হঠাৎ আর্তনাদে কেঁপে উঠেছিল গোটা বাংলা। হঠাৎই পোস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল সেদিন। সেই ভয়াবহ মুহূর্ত আজও বাঙালির স্মৃতিতে অক্ষত।
advertisement
advertisement
advertisement
সেই দৃশ্য বড় পর্দায়। সেই বিপর্যয়ের ঠিক আগের মুহূর্ত কেমন ছিল? পরে কী হল? সব উঠে আসবে কলকাতা চলন্তিকা-য়। তিন দিনের শহর কলকাতার গল্প দেখা যাবে ছবিতে। ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে ইশা সাহাকে। এই প্রথম ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। জুটি বাঁধছেন দিতিপ্রিয়া রায় ও কিরণ দত্ত। এছাড়াও অভিনয় করেছেন সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী ও অনামিকা সাহা। পাভেল নিজেও অভিনয় করেছেন। আগামী ২৫ অগাস্ট বড় পর্দায় মুক্তি পাবে 'কলকাতা চলন্তিকা'।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kolkata Chalantika : 'গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালবাসি', কলকাতা চলন্তিকার প্রথম গান প্রকাশ্যে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement