Home /News /entertainment /
Koffee With Karan : মনে মনে শাহরুখ-পুত্র আরিয়ানের জন্য প্রেম? ফাঁস হয়ে গেল অনন্যার সিক্রেট

Koffee With Karan : মনে মনে শাহরুখ-পুত্র আরিয়ানের জন্য প্রেম? ফাঁস হয়ে গেল অনন্যার সিক্রেট

মনে মনে শাহরুখ-পুত্র আরিয়ানের জন্য প্রেম? ফাঁস হয়ে গেল অনন্যার সিক্রেট

মনে মনে শাহরুখ-পুত্র আরিয়ানের জন্য প্রেম? ফাঁস হয়ে গেল অনন্যার সিক্রেট

Koffee With Karan : বেশ কিছুদিন ধরেই অভিনেতা আদিত্য রায় কাপুর ও অনন্যাকে নিয়ে জোর জল্পনা চলছে বিটাউনে।

 • Share this:

  #মুম্বই: কফি উইথ করণ মানেই মুম্বইয়ের টিনসেল টাউনের একাধিক অজানা খবর সামনে চলে আসা। সম্প্রতি করণ জোহরের মুখোমুখি হয়েছিলেন অনন্যা পান্ডে ও বিজয় দেবেরাকোন্ডা। লাইগার ছবিতে জুটি বেঁধেছেন দু তারকা। ছবি নিয়ে কথার পাশাপাশি প্রেম, সম্পর্ক নিয়েও অকপট ছিলেন দুজনেই।

  বেশ কিছুদিন ধরেই অভিনেতা আদিত্য রায় কাপুর ও অনন্যাকে নিয়ে জোর জল্পনা চলছে বিটাউনে। এই শোয়ে সেই গুঞ্জন নিয়ে কথা বলেন অনন্যা। তবে পাশাপাশি নিজের ব্যাপারেই আরও একটি তথ্য ফাঁস করেন চাঙ্কি পান্ডের মেয়ে। বলিউডেরই এক স্টারকিডের উপর নাকি তিনি একদা ক্রাশ খেয়েছিলেন।

  সেই স্টারকিড আর কেউ নন। শাহরুখ খান ও গৌরী খানের পুত্র আরিয়ান খানকে নাকি মনে ধরেছিল অনন্যার। অনন্যা ও সুহানা খান পরস্পরের ভাল বন্ধু। দুজনের বড় হয়ে ওঠাও প্রায় একসঙ্গে। আর তাই করণ প্রশ্ন করেন, বন্ধুর দাদার প্রতি কি কখনও ক্রাশ খেয়েছিলেন অনন্যা?

  আরও পড়ুন- বেল্ট হাতে রঞ্জিত মল্লিককে মনে আছে? ৪০ বছর পর পর্দায় ফিরছে 'শত্রু'-র শুভঙ্কর সান্যাল

  ইতিবাচক উত্তর দেন অনন্যা। বড় হয়ে ওঠার সময়েই আরিয়ান নাকি অনন্যার ক্রাশ ছিলেন। কিন্তু বিষয়টা আর এগলো না কেন? জিজ্ঞাসা করায় অনন্যা উত্তর দেন, "ওকে (আরিয়ান) জিজ্ঞাসা করো।" করণ বলেন, অনন্যা ও আরিয়ানকে জুটি হিসেবে দেখতে তিনি বেশ আগ্রহী।

  আরও পড়ুন- ২৩০ থেকে ওজন কমিয়ে ৭৫কেজি! কী ভাবে পারলেন? অবশেষে মুখ খুললেন আদনান সামি

  তবে শুধু অনন্যা নয়। বিজয়ের সম্পর্ক নিয়েও নানা কথা ওঠে এই এপিসোডে। শোনা যায়, অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে সম্পর্কে আছেন। বিজয়ের কথায়, "আমরা দুটো ছবি একসঙ্গে করেছি কেরিয়ারের শুরুর দিকেই। ও খুব প্রিয় আর আমার খুব ভাল লাগে। আমরা সত্যিই খুব ভাল বন্ধু। আমাদের বন্ডিংটা ভাল।" তবে এর থেকে বেশি কিছুই বলেননি বিজয়।

  Published by:Swaralipi Dasgupta
  First published:

  Tags: Ananya Panday, Aryan khan, Karan johar, Koffee with Karan, Vijay Deverakonda

  পরবর্তী খবর