Taamara on KK: ‘তোমার সঙ্গে রান্নাঘরে ঢুকে গোপনে স্ন্যাক্স খাওয়া মিস করছি’, বাবাকে ছাড়া প্রথম পিতৃদিবস কেটে গেল কেকে-কন্যা তামারার

Last Updated:

Taamara on KK: তাঁর বাবা চলে গিয়েছেন এক মাসও হয়নি ৷ পুরনো ছবির সঙ্গে বাবার উদ্দেশে আবেগঘন বার্তাও লিখেছেন তিনি ৷

পুরনো ছবির সঙ্গে বাবার উদ্দেশে আবেগঘন বার্তাও লিখেছেন তিনি
পুরনো ছবির সঙ্গে বাবার উদ্দেশে আবেগঘন বার্তাও লিখেছেন তিনি
মুম্বই : বাবার পিঠে সওয়ার ভাইবোন ৷ মধ্যবিত্ত পরিবারের চিরচেনা সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তামারা ৷ বাবাকে ছাড়া এটাই প্রথম পিতৃদিবস পালন কেকে-এর কন্যার ৷ তাঁর বাবা চলে গিয়েছেন এক মাসও হয়নি ৷ পুরনো ছবির সঙ্গে বাবার উদ্দেশে আবেগঘন বার্তাও লিখেছেন তিনি ৷
রবিবার তামারা যে ছবিগুলি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন সেখানে তিনি আর কেকে ছাড়াও আছেন মা জ্যোতি এবং ভাই নকুল ৷ তামারার শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁরা সকলেই রয়েছেন ঘরোয়া মেজাজে৷ কেকে এবং নকুল ও তামারার পরনে আটপৌরে পোশাক ৷ বাবার পিঠে চেপে দু’ ভাইবোনের চোখেমুখে খুশি আর ধরে না ৷ সন্তানদের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি কেকে-ও৷
advertisement
আর একটা ছবিতে দেখা যাচ্ছে কেকে-এর কোলে বসে তামারা হাত রেখেছেন কিবোর্ডে৷ হয়তো বাবার কাজে সে সময় ব্যাঘাতই ঘটিয়েছিলেন কিঞ্চিৎ৷ কানে হেডফোন দিয়ে তামারার মুখে দুষ্টুমিষ্টি হাসি৷
advertisement
আর একটা ছবিতে বাবা ও মেয়ে দু’জনেই বনভোজনের মেজাজে ৷ কোনও এক নদীর ধারে দাঁড়িয়ে আছেন তাঁরা ৷ কেকে-এর হাতে ধরা পুরনো খবরের কাগজ ও একজোড়া গাজর ৷
advertisement
আরও পড়ুন :  ‘ভিড় সরান, না হলে আমি আমার গাড়ি থেকে নামবই না’, নজরুল মঞ্চের সামনে নাকি বলেছিলেন কেকে
ছবির সঙ্গে তামারা দিয়েছেন মনখারাপ করা এক বার্তা ৷ লিখেছেন, ‘‘তোমাকে হারানোর ব্যথা একশোবার সহ্য করব, কিন্তু আবারও তোমাকেই বাবা হিসেবে পেতে চাই ৷ তোমাকে ছাড়া জীবন অন্ধকার, বাবা৷’’ আরও লিখেছেন, ‘‘তুমি সবথেকে স্নেহময় বাবা ৷ তুমি বাড়িতে ফিরে মুচকি হাসতে ৷ তার পর আমাদের মাঝে শুয়ে স্নেহ ভরে জড়িয়ে ধরতে ৷ আমি তোমাকে মিস করছি ৷ আমি তোমার সঙ্গে খাওয়া মিস করছি ৷ তোমার সঙ্গে হাসি মিস করছি ৷ তোমার সঙ্গে রান্নাঘরে ঢুকে গোপনে স্ন্যাক্স খাওয়াও মিস করছি ৷’’
advertisement
View this post on Instagram

A post shared by Taamara (@taamara.k24)

advertisement
আরও পড়ুন :  লাজুক কেকে সহজ হতে পারতেন না প্রেমপর্বে, স্ত্রী জ্যোতির সঙ্গে আশৈশব সম্পর্ক ভেঙে গেল খর জ্যৈষ্ঠে
কেকে যে কন্যার সঙ্গতীচর্চার দিকেও বিশেষ উৎসাহী ছিলেন, সে কথা স্পষ্ট তামারার পোস্টে৷ গান নিয়ে নিজের ভাবনাচিন্তা বাবাকে দেখাতেন তামারা ৷ পরিবর্তে কেকে-এর যে উত্তর আসত, বাবার কাছ থেকে যে প্রতিক্রিয়া পেতেন, সে সবই মিস করছেন তরুণী তামারা ৷ বাবার নিঃশর্ত ভালবাসাই পথ চলার শক্তি, এ কথা বলেছেন কেকে-তনয়া ৷ জ্যোতি, নকুল ও তামারা প্রতিদিন কাজে যাচ্ছেন যাতে কেকে-এর কর্মশক্তি আরও ছড়িয়ে দিতে পারেন ৷ কেকে-এর মতোই মানসিক ভাবে শক্ত থেকে তাঁরা অন্যদের খেয়াল রাখতে চান ৷ সে কথাও জানাতে ভোলেননি তামারা ৷ পিতৃদিবসে বাবাকে ভালবাসা জানিয়ে তামারার বিশ্বাস, কেকে তাঁদের সঙ্গেই আছেন ৷
advertisement
তামারার পোস্টের প্রেক্ষিতে মন্তব্য করেছেন গায়িকা আকৃতি কক্কর ৷ লিখেছেন, মেয়ের সুরসৃষ্টি নিয়ে গর্বিত ছিলেন কেকে৷ মেয়ের প্রতিভার কথা বার বার বলতেন৷ মেয়ের গান শুনতে বলতেন আকৃতিকে ৷ কেকে চিরকালীন, আরও এক বার তা ফুটে উঠেছে আকৃতির মন্তব্যে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Taamara on KK: ‘তোমার সঙ্গে রান্নাঘরে ঢুকে গোপনে স্ন্যাক্স খাওয়া মিস করছি’, বাবাকে ছাড়া প্রথম পিতৃদিবস কেটে গেল কেকে-কন্যা তামারার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement