হোম /খবর /বিনোদন /
'তোমাকে হারানোর ব্যথা একশোবার সহ্য করব', বাবাকে ছাড়া প্রথম পিতৃদিবস কেকে-কন্যার

Taamara on KK: ‘তোমার সঙ্গে রান্নাঘরে ঢুকে গোপনে স্ন্যাক্স খাওয়া মিস করছি’, বাবাকে ছাড়া প্রথম পিতৃদিবস কেটে গেল কেকে-কন্যা তামারার

পুরনো ছবির সঙ্গে বাবার উদ্দেশে আবেগঘন বার্তাও লিখেছেন তিনি

পুরনো ছবির সঙ্গে বাবার উদ্দেশে আবেগঘন বার্তাও লিখেছেন তিনি

Taamara on KK: তাঁর বাবা চলে গিয়েছেন এক মাসও হয়নি ৷ পুরনো ছবির সঙ্গে বাবার উদ্দেশে আবেগঘন বার্তাও লিখেছেন তিনি ৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই : বাবার পিঠে সওয়ার ভাইবোন ৷ মধ্যবিত্ত পরিবারের চিরচেনা সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তামারা ৷ বাবাকে ছাড়া এটাই প্রথম পিতৃদিবস পালন কেকে-এর কন্যার ৷ তাঁর বাবা চলে গিয়েছেন এক মাসও হয়নি ৷ পুরনো ছবির সঙ্গে বাবার উদ্দেশে আবেগঘন বার্তাও লিখেছেন তিনি ৷

রবিবার তামারা যে ছবিগুলি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন সেখানে তিনি আর কেকে ছাড়াও আছেন মা জ্যোতি এবং ভাই নকুল ৷ তামারার শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁরা সকলেই রয়েছেন ঘরোয়া মেজাজে৷ কেকে এবং নকুল ও তামারার পরনে আটপৌরে পোশাক ৷ বাবার পিঠে চেপে দু’ ভাইবোনের চোখেমুখে খুশি আর ধরে না ৷ সন্তানদের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি কেকে-ও৷

আর একটা ছবিতে দেখা যাচ্ছে কেকে-এর কোলে বসে তামারা হাত রেখেছেন কিবোর্ডে৷ হয়তো বাবার কাজে সে সময় ব্যাঘাতই ঘটিয়েছিলেন কিঞ্চিৎ৷ কানে হেডফোন দিয়ে তামারার মুখে দুষ্টুমিষ্টি হাসি৷

আর একটা ছবিতে বাবা ও মেয়ে দু’জনেই বনভোজনের মেজাজে ৷ কোনও এক নদীর ধারে দাঁড়িয়ে আছেন তাঁরা ৷ কেকে-এর হাতে ধরা পুরনো খবরের কাগজ ও একজোড়া গাজর ৷

আরও পড়ুন :  ‘ভিড় সরান, না হলে আমি আমার গাড়ি থেকে নামবই না’, নজরুল মঞ্চের সামনে নাকি বলেছিলেন কেকে

ছবির সঙ্গে তামারা দিয়েছেন মনখারাপ করা এক বার্তা ৷ লিখেছেন, ‘‘তোমাকে হারানোর ব্যথা একশোবার সহ্য করব, কিন্তু আবারও তোমাকেই বাবা হিসেবে পেতে চাই ৷ তোমাকে ছাড়া জীবন অন্ধকার, বাবা৷’’ আরও লিখেছেন, ‘‘তুমি সবথেকে স্নেহময় বাবা ৷ তুমি বাড়িতে ফিরে মুচকি হাসতে ৷ তার পর আমাদের মাঝে শুয়ে স্নেহ ভরে জড়িয়ে ধরতে ৷ আমি তোমাকে মিস করছি ৷ আমি তোমার সঙ্গে খাওয়া মিস করছি ৷ তোমার সঙ্গে হাসি মিস করছি ৷ তোমার সঙ্গে রান্নাঘরে ঢুকে গোপনে স্ন্যাক্স খাওয়াও মিস করছি ৷’’

আরও পড়ুন : ‘কাগজ পড়ে দুঃখপ্রকাশ? কে স্ক্রিপ্ট লিখে দিয়েছে? কেকে-বিতর্কে ফের তীব্র নিন্দিত রূপঙ্কর

View this post on Instagram

A post shared by Taamara (@taamara.k24)

আরও পড়ুন :  লাজুক কেকে সহজ হতে পারতেন না প্রেমপর্বে, স্ত্রী জ্যোতির সঙ্গে আশৈশব সম্পর্ক ভেঙে গেল খর জ্যৈষ্ঠে

কেকে যে কন্যার সঙ্গতীচর্চার দিকেও বিশেষ উৎসাহী ছিলেন, সে কথা স্পষ্ট তামারার পোস্টে৷ গান নিয়ে নিজের ভাবনাচিন্তা বাবাকে দেখাতেন তামারা ৷ পরিবর্তে কেকে-এর যে উত্তর আসত, বাবার কাছ থেকে যে প্রতিক্রিয়া পেতেন, সে সবই মিস করছেন তরুণী তামারা ৷ বাবার নিঃশর্ত ভালবাসাই পথ চলার শক্তি, এ কথা বলেছেন কেকে-তনয়া ৷ জ্যোতি, নকুল ও তামারা প্রতিদিন কাজে যাচ্ছেন যাতে কেকে-এর কর্মশক্তি আরও ছড়িয়ে দিতে পারেন ৷ কেকে-এর মতোই মানসিক ভাবে শক্ত থেকে তাঁরা অন্যদের খেয়াল রাখতে চান ৷ সে কথাও জানাতে ভোলেননি তামারা ৷ পিতৃদিবসে বাবাকে ভালবাসা জানিয়ে তামারার বিশ্বাস, কেকে তাঁদের সঙ্গেই আছেন ৷

তামারার পোস্টের প্রেক্ষিতে মন্তব্য করেছেন গায়িকা আকৃতি কক্কর ৷ লিখেছেন, মেয়ের সুরসৃষ্টি নিয়ে গর্বিত ছিলেন কেকে৷ মেয়ের প্রতিভার কথা বার বার বলতেন৷ মেয়ের গান শুনতে বলতেন আকৃতিকে ৷ কেকে চিরকালীন, আরও এক বার তা ফুটে উঠেছে আকৃতির মন্তব্যে৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Fathers day 2022, KK