KK Crowd: ‘ভিড় সরান, না হলে আমি আমার গাড়ি থেকে নামবই না’, নজরুল মঞ্চের সামনে নাকি বলেছিলেন কেকে

Last Updated:

KK Crowd: কেকে চিরতরে চলে যাওয়ার আগে তাঁর সঙ্গে শেষ সাক্ষাতের কথা ঘুরপাক খাচ্ছে শুভলক্ষ্মীর মনে

অনুরাগীদের সঙ্গী শুধু কেকে-এর অবিস্মরণীয় গান
অনুরাগীদের সঙ্গী শুধু কেকে-এর অবিস্মরণীয় গান
কলকাতা : ভিড় না সরালে গাড়ি থেকেই নামবেন না বলেছিলেন কেকে৷ বলছেন প্রত্যক্ষদর্শী শুভলক্ষ্মী দে৷ গত ৩১ মে, মঙ্গলবার কেকে-এর ঠিক আগেই নজরুল মঞ্চে পারফর্ম করেছিলেন তিনি৷ বলেছেন, ‘‘ সেদিন বিকেল সাড়ে পাঁচটার সময় এসে পৌঁছন কেকে৷ প্রথমে তিনি বলেছিলেন যে ভিড় যদি সরানো না যায় তাহলে নজরুল মঞ্চের সামনে তিনি গাড়ি থেকে নামবেনই না৷’’
এখানেই শেষ নয়৷ শুভলক্ষ্মীর দাবি, কেকে উদ্যোক্তাদের বলেছিলেন তাঁর অনুষ্ঠান চলাকালীন মঞ্চের আলোগুলি স্তিমিত করতে৷ শুভলক্ষ্মীর কথায়, ‘‘ হল-এ অত্যধিক ভিড় থাকলে আমরা অবশ্যই ঘর্মাক্ত হয়ে পড়ি৷ একবার তিনি মঞ্চের আলোগুলি কমাতে বলেছিলেন৷ কিন্তু যদি তিনি এক বার বলতেন যে তাঁর অস্বস্তি হচ্ছে, আমরা অনুষ্ঠান বন্ধ করে দিতাম৷’’
কেকে চিরতরে চলে যাওয়ার আগে তাঁর সঙ্গে শেষ সাক্ষাতের কথা ঘুরপাক খাচ্ছে শুভলক্ষ্মীর মনে৷ বলেছেন, ‘‘ সে সময় সাজঘরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না৷ তিনি আমার সঙ্গে মিনিট দুয়েক কথা বলেছিলেন৷ তখন সম্পূর্ণ ঠিক ছিলেন তিনি৷ আমি ওঁর সঙ্গে নিজস্বীও তুলেছিলাম৷’’
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
আরও পড়ুন : ‘পাশে থাকা মানে কী, চৈতালি দি’?’ ফেসবুকে কবিতার পর প্রশ্ন রূপঙ্করের স্ত্রীকে
শুভলক্ষ্মীর মতো বিস্ময়ে হতবাক সকলেই৷ চূড়ান্ত প্রাণোচ্ছ্বল অনু্ঠানের পর কেকে-এর লুটিয়ে পড়া কেউ-ই মেনে নিতে পারছেন না৷ নজরুল মঞ্চ থেকে সোজা হোটেলে যান কেকে৷ তখন অস্বস্তি বাড়ছিল তাঁর৷ হোটেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
আরও পড়ুন : ‘কাগজ পড়ে দুঃখপ্রকাশ? কে স্ক্রিপ্ট লিখল? কেকে-বিতর্কে ফের তীব্র নিন্দিত রূপঙ্কর
কেকে-এক আকস্মিক মৃত্যুতে দোষ কার? বার বার অভিযোগের তির উঠেছে উদ্যোক্তা ও ব্যবস্থাপকদের দিকে৷ কিন্তু পাল্লা ভারী হয়েছে অভিযোগেরই ৷ ধোয়াঁশা কেটে আসেনি সদুত্তর৷ অনুরাগীদের সঙ্গী শুধু কেকে-এর অবিস্মরণীয় গান ও মনের মধ্যে জমে থাকা প্রশ্ন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
KK Crowd: ‘ভিড় সরান, না হলে আমি আমার গাড়ি থেকে নামবই না’, নজরুল মঞ্চের সামনে নাকি বলেছিলেন কেকে
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement