King Khan is back:মাথায় বাঁধা খোঁপা, কালো টি- শার্ট...'পাঠান'-এর শ্যুটিংয়ে ফিরলেন শাহরুখ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মুম্বইয়ের রাস্তায় দেখা যায় শাহরুখ-কে (King Khan is back)! মাথায় এলো করে বাঁধা খোঁপা, কালো টি- শার্টে বাদশার অ্যাটিট্যুইড-ই আলাদা!
#মুম্বই: ২০১৮-য় তাঁকে শেষ দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে! ছবিটা বক্স-অফিসে মুখ থুবড়ে পড়েছিল! শোনা গিয়েছিল, 'জিরো'র ভরাডুবি নাকি মেনে নিতে পারেননি কিং খান! মানসিক অবসাদেও নাকি ভুগছিলেন! এরপর লম্বা শীতঘুম! আর ছবি করছিলেন না বলিটাউনের বাদশ! নানারকম চিত্রনাট্য নিয়ে চলছিল রিসার্চ! অবশেষে মনে ধরে 'পাঠন'-এর চিত্রনাট্য। শুরু হয় শ্যুটিং (King Khan is back)! কিন্তু আবারও ছন্দপতন! নিষিদ্ধ মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখ পুত্র আরিয়ান! লম্বা সময় তিনি জেল হেফাজতে ছিলেন! সেই সময় 'পাঠান'-এর কাজ বন্ধ রাখেন শাহরুখ। শেষ পর্যন্ত জেল থেকে জামিনে ছাড়া পান আরিয়ান! ছন্দে ফিরতে থাকে বাদশার জীবন! সব বাঁধা পেরিয়ে আবার তিনি ফিরলেন 'পাঠান'-এর শ্যুটিংয়ে। মুম্বইয়ের রাস্তায় দেখা যায় শাহরুখ-কে (King Khan is back)! মাথায় এলো করে বাঁধা খোঁপা, কালো টি- শার্টে বাদশার অ্যাটিট্যুইড-ই আলাদা!
এই মুহূর্তে বলিউড ও শাহরুখ ফ্যানেরা মুখোয়ে রয়েছেন 'পাঠান'-এর জন্য। চমকে চমকে ভরপুর 'পাঠান'! দীর্ঘ শত্রুতা কাটিয়ে ফের একবার এক হচ্চেন সলমন খান ও শাহরুখ! দুই তারকাকেই দেখা যাবে পাঠান সিনেমার একটি অ্যাকশন সিনে, যেখানে তাঁরা রাশিয়ান মাফিয়াদের সঙ্গে লড়াই করবেন, সলমন সেখানে থাকবেন ‘টাইগার’ হিসাবে। এটাও দেখা যাবে রাশিয়ান গান মাফিয়াদের হাত থেকে বন্ধু শাহরুখ খানকে বাঁচাতে আসবেন ‘টাইগার’ সলমন। আদিত্য চোপড়া (Aditya Chopra) এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Sidhdarth Anand) একটা বিশেষ সিন শ্যুট করেছেন সলমনকে নিয়ে যেখানে হাওয়ার মধ্যে হেলিকপ্টারের মধ্যে ঝুলে থাকবেন ভাইজান, পিছনে চলবে টাইগারের থিম মিউজিক। এটা একটি গ্র্যান্ড এন্ট্রি সিন, যা ২০ মিনিট ধরে চলবে এবং ফাঁদে পড়ে যাওয়া শাহরুখের সঙ্গে মিলে ভিলেনদের পরাজিত করবেন ভাইজানও।
advertisement
advertisement
শাহরুখ ও সলমনের পুনর্মিলন ছাড়াও পাঠান সিনেমার আরও অনেক হাইলাইট রয়েছে, যেমন দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও জন আব্রাহামের (John Abraham) সঙ্গে বুর্জ খালিফার একদম শীর্ষে শ্যুটিং করা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2021 2:13 PM IST