KIFF : করোনা আক্রান্ত রাজ, পরমব্রত! মহামারীর আবহে স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব

Last Updated:

KIFF : করোনা আবহে স্থগিত হল ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব।

করোনা আবহে স্থগিত ছিল ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব
করোনা আবহে স্থগিত ছিল ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব
#কলকাতা: করোনা আবহে স্থগিত হল ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF 2022)। বাংলা সহ গোটা দেশে করোনা সংক্রমণের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখেই স্থগিত রাখা হল চলচ্চিত্র উৎসব। আগামী ৭ জানুয়ারি থেকে চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কথা ছিল। তবে আবার কবে চলচ্চিত্র উৎসব শুরু হবে তা এখনও বলা হয়নি।
রাজ্যের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতি মাথায় রেখে এবং সিনেমা প্রেমীদের মধ্যে আবার করোনা ছড়াতে পারার সম্ভাবনা রয়েছে, এবং ইতিমধ্যেই চলচ্চিত্র উৎসব কমিটির বহু ব্যক্তিত্বই এখন করোনা আক্রান্ত হওয়ায় আপাতত ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবকে (KIFF 2022) পিছিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল চলচ্চিত্র উৎসব। আবার কবে চলচ্চিত্র উৎসব হবে, তা জানানো হবে।
advertisement
advertisement
চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল এই খবর প্রকাশ্যে এসেছে। আজ করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ করেছেন অভিনেতা তথা আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্য়ায়। জানা যাচ্ছে, আজ এই করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন পরিচালক রাজ চক্রবর্তী। তার পরেই চলচ্চিত্র উৎসব (KIFF 2022) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
এবছর বিশেষ শ্রদ্ধা জানানোর কথা ছিল পরিচালক সত্যজিৎ রায়কে। শ্রদ্ধা জানানোর কথা ছিল চিত্র সমালোচক ও পরিচালক চিদানন্দ দাশগুপ্ত এবং বিদেশি পরিচালক মিকলোস জ্যাসোঁকে। এই অনুষ্ঠানে এ বছর সত্যজিত রায়ের ছবিতে অভিনয় করেছেন এমন জীবিত শিল্পী এবং কলাকুশলীদের এক মঞ্চে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল। এবছর মোট ৬২ টি বাংলা ছবি দেখানো হবে বলে জানা গিয়েছিল (KIFF 2022)। এছাড়া ফিনল্যান্ডের ৬টি সিনেমা। এছাড়াও অন্য অনেক দেশের ছবিই ছিল। তবে সেই লিস্ট সামনে আসেনি। কিন্তু করনা আবহে স্থগিত হল চলচ্চিত্র উৎসব।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/বিনোদন/
KIFF : করোনা আক্রান্ত রাজ, পরমব্রত! মহামারীর আবহে স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement