Parambrata Covid Positive: মুম্বই থেকে ফিরেই করোনায় আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায় !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Parambrata Chatterjee tested covid positive: ট্যুইট করে নিজেই জানিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷
কলকাতা: করোনা আক্রান্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷ ট্যুইট করে নিজেই জানিয়েছেন এ কথা ৷ তিনি লেখেন, ‘‘২৭ ডিসেম্বর মুম্বইয়ে থাকাকালীন কিছু মৃদু উপসর্গ ছিল। কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এর পর ৩০ ডিসেম্বর কলকাতায় ফিরি। ২ জানুয়ারির মধ্যে আর কোনও উপসর্গ ছিল না। কিন্তু একটা রুটিন টেস্ট করিয়েছিলাম। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আগামী ৩ দিনের মধ্যে আবার টেস্ট করাবো (Parambrata Chatterjee tested covid positive) ৷’’
Had mild symptoms in Mumbai on the 27th, but had tested negative. Returned to kolkata on the 30th. Became completely symptom-free by 2nd, but got a routine test done anyway day before, results came now and it’s positive. Will test again in three days.
— parambrata (@paramspeak) January 5, 2022
advertisement
advertisement
মঙ্গলবারই ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন অভিনেতা, পরিচালক এবং প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় । ফিল্ম ফেস্টিভালের যাবতীয় তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ৷ তবে তিনি উপসর্গহীন ৷
advertisement
বলিউড থেকে শুরু করে টলিউড ৷ একঝাঁক তারকারা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন ৷ অধিকাংশরাই ডাবল ভ্যাকসিনেটেড হলেও যেভাবে কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, তা যথেষ্ট চিন্তার কারণ ৷ ইতিমধ্যেই শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, শতরূপা সান্যাল, চিত্রাঙ্গদা চক্রবর্তীর মতো অনেক তারকাদেরই কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছে, তিনি নিভৃতবাসেই রয়েছেন ৷ আগামী ৩ দিনের মধ্যে ফের একবার করোনা পরীক্ষা তিনি করাবেন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2022 4:13 PM IST