হোম /খবর /বিনোদন /
নতুন সংসার শুরুর তোড়জোড়! সিড-কিয়ারার নয়া বাড়ির দাম কত হতে পারে জানেন

Sidharth Malhotra-Kiara Advani New Home: নতুন সংসার শুরুর তোড়জোড়! সিড-কিয়ারার নয়া বাড়ির দাম কত হতে পারে জানেন

sidharth malhotra kiara advani home

sidharth malhotra kiara advani home

বিয়ের পর সিদ্ধার্থ তাঁর কিয়ারার সঙ্গে থাকবেন তাঁর পালি হিলের বাংলো। স্বপ্নের বাড়ি খুঁজে পেলেই সেখানে চলে যাবেন তাঁরা।

  • Share this:

মুম্বই: জীবনের নতুন অধ্যায় শুরু করছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। নতুন ঠিকানায় নতুন সংসার পাতবেন তাঁরা। তার যাবতীয় বন্দোবস্তও ইতিমধ্যেই সারা হচ্ছে।

জানা গিয়েছে, জুহুতে সমুদ্রের সামনে একটি অ্যাপার্টমেন্ট কিনতে পারেন সিদ্ধার্থ-কিয়ারা। তিন হাজার ৫০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত হবে তাঁদের নতুন ঠিকানা। সেটির দাম ৭০ কোটি টাকা। তবে এখনই কথা পাকা হয়নি। আরও বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট দেখে তবেই সিদ্ধান্ত নেবেন নবদম্পতি।

বিয়ের পর সিদ্ধার্থ তাঁর কিয়ারার সঙ্গে থাকবেন তাঁর পালি হিলের বাংলো। স্বপ্নের বাড়ি খুঁজে পেলেই সেখানে চলে যাবেন তাঁরা। সাজাবেন নতুন সংসার।

আরও পড়ুন: সঙ্গীতের রাতে হঠাৎ অসুস্থ সিদ্ধার্থের বাবা, তাও হুল্লোড় চলে রাত ২:৩০ পর্যন্ত!

আরও পড়ুন:  ধুধু প্রান্তরে বরযাত্রী, ধোঁয়ায় ভরা পার্টি, কী অবস্থা সিড-কিয়ারার বিয়েবাড়ির

ইতিমধ্যেই রাজস্থানের জয়সালমীর প্যালেসে সাতপাক ঘুরে ফেলেছেন সিদ্ধার্থ-কিয়ারা। কাছের মানুষদের উপস্থিতিতে সব নিয়মরীতি মেনে চার হাত এক হয়েছে তাঁদের।

 

'শেরশাহ' ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে সিদ্ধার্থ-কিয়ারার আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব।বন্ধুত্ব থেকে প্রেম। অবশ্য মাঝখানে তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল হয়েছিল টলিপাড়া। তবে সে সব জল্পনা উড়িয়ে এ বার সংসার শুরুর পালা।

Published by:Sanchari Kar
First published:

Tags: Kiara Sidharth Wedding