Kiara Advani-Sidharth Malhotra Wedding: ধুধু প্রান্তরে বরযাত্রী, ধোঁয়ায় ভরা পার্টি, কী অবস্থা সিড-কিয়ারার বিয়েবাড়ির

Last Updated:
Kiara Advani-Sidharth Malhotra Wedding: দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে বিয়ের লগ্ন। ওই সময়েই সাতপাক ঘুরবেন তারকা জুটি। এরই মধ্যে শোনা গেল, অতিথি বা কর্মীদের জন্য এক বিশেষ ধরনের ফোনের কভার দেওয়া হয়েছে। যাতে ছবি কেউ তুলতে না পারে।
1/8
সাতপাক শুরু হল বলে। সানাইয়ের সুর শোনা যাচ্ছে জয়সলমীরের সূর্যগড় প্যালেস থেকে। বিয়ের আসরে বসেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। সোমবার থেকে গায়ে হলুদ এবং সঙ্গীতানুষ্ঠানে মেতে উঠেছিলেন দুই পরিবারের সদস্যরা এবং বন্ধুবান্ধব। এবার চূড়ান্ত পর্বের অপেক্ষায় ভক্তরা। কখন বর-কনে হিসেবে দেখা দেবেন সিদ্ধার্থ-কিয়ারা? তারই মাঝে বিয়েবাড়ির অন্দরমহল এবং বাইরের কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে।
সাতপাক শুরু হল বলে। সানাইয়ের সুর শোনা যাচ্ছে জয়সলমীরের সূর্যগড় প্যালেস থেকে। বিয়ের আসরে বসেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। সোমবার থেকে গায়ে হলুদ এবং সঙ্গীতানুষ্ঠানে মেতে উঠেছিলেন দুই পরিবারের সদস্যরা এবং বন্ধুবান্ধব। এবার চূড়ান্ত পর্বের অপেক্ষায় ভক্তরা। কখন বর-কনে হিসেবে দেখা দেবেন সিদ্ধার্থ-কিয়ারা? তারই মাঝে বিয়েবাড়ির অন্দরমহল এবং বাইরের কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে।
advertisement
2/8
ফুলের ছাতা নিয়ে ব্যান্ড পার্টি প্যালেসের ভিতর প্রবেশ করছেন। তার ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে। ছবি দেখেই বোঝা যাচ্ছে, কতটা রাজকীয় ভাবে বিয়ে করতে চলেছেন ‘শেরশাহ’ ছবির নায়ক-নায়িকা।
ফুলের ছাতা নিয়ে ব্যান্ড পার্টি প্যালেসের ভিতর প্রবেশ করছেন। তার ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে। ছবি দেখেই বোঝা যাচ্ছে, কতটা রাজকীয় ভাবে বিয়ে করতে চলেছেন ‘শেরশাহ’ ছবির নায়ক-নায়িকা।
advertisement
3/8
বিয়ের দিন সকালে গান-বাজনার আয়োজন করা হয়েছে বিশাল কলেবরে। মস্ত বড় ডিজে সেটআপ-এর ছবি দেখা যায় প্যালেসের বাইরে। একের পর এক গাড়ি ঢুকছে আড়ম্বরে আরও মাত্রা যোগ করতে।
বিয়ের দিন সকালে গান-বাজনার আয়োজন করা হয়েছে বিশাল কলেবরে। মস্ত বড় ডিজে সেটআপ-এর ছবি দেখা যায় প্যালেসের বাইরে। একের পর এক গাড়ি ঢুকছে আড়ম্বরে আরও মাত্রা যোগ করতে।
advertisement
4/8
সোমবার সকালের গায়ে হলুদের আসর সেজে উঠেছিল হলুদ রঙের কাপড়ে। সাদা রঙের কাপড়ে ঢাকা ছিল চেয়ার-টেবিলে। কোনও মানুষ দেখা না গেলেও এক ঝলকের জন্য গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে এসেছে।
সোমবার সকালের গায়ে হলুদের আসর সেজে উঠেছিল হলুদ রঙের কাপড়ে। সাদা রঙের কাপড়ে ঢাকা ছিল চেয়ার-টেবিলে। কোনও মানুষ দেখা না গেলেও এক ঝলকের জন্য গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে এসেছে।
advertisement
5/8
তা ছাড়া গতকাল রাতের সঙ্গীতানুষ্ঠানে নাকি রাত পর্যন্ত পার্টি করেছেন বর-কনে। নাচ করেছেন প্রযোজক-পরিচালক করণ জোহর, অভিনেতা শাহিদ কাপুর। করণ এবং শাহিদ নাকি ‘কালা চশমা’ গানে নাচ করেছেন। সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত ছবির বিভিন্ন জনপ্রিয় গান চলেছে সারা রাত।
তা ছাড়া গতকাল রাতের সঙ্গীতানুষ্ঠানে নাকি রাত পর্যন্ত পার্টি করেছেন বর-কনে। নাচ করেছেন প্রযোজক-পরিচালক করণ জোহর, অভিনেতা শাহিদ কাপুর। করণ এবং শাহিদ নাকি ‘কালা চশমা’ গানে নাচ করেছেন। সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত ছবির বিভিন্ন জনপ্রিয় গান চলেছে সারা রাত।
advertisement
6/8
লাইভ মিউজিকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে। যেখানে আলোর খেলা দেখ হতবাক নেটিজেনরা। শুধু তা-ই নয়, স্মোক দিয়ে আরও মায়াময় করে তোলা হয় ভেন্যু। ভর্তি ধোঁয়ার উপর দিয়ে ছিটকে পড়ে আলো।
লাইভ মিউজিকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে। যেখানে আলোর খেলা দেখ হতবাক নেটিজেনরা। শুধু তা-ই নয়, স্মোক দিয়ে আরও মায়াময় করে তোলা হয় ভেন্যু। ভর্তি ধোঁয়ার উপর দিয়ে ছিটকে পড়ে আলো।
advertisement
7/8
আজ সকালে হঠাৎ দেখা গেল ধু ধু প্রান্তরে বসে সিদ্ধার্থের বরযাত্রী। কী অবস্থা! পরের ভিডিও দেখে জানা গেল, প্রাসাদে ঢোকার আগে বরযাত্রীর ব্যান্ড পার্টি নিজেরা প্রস্তুতি নিচ্ছিলেন। সাজগোজ সেরে ছাতা গুছিয়ে নিচ্ছিলেন। এখন তাঁরা ব্যান্ড পার্টি নিয়ে বিয়ের আসরে।
আজ সকালে হঠাৎ দেখা গেল ধু ধু প্রান্তরে বসে সিদ্ধার্থের বরযাত্রী। কী অবস্থা! পরের ভিডিও দেখে জানা গেল, প্রাসাদে ঢোকার আগে বরযাত্রীর ব্যান্ড পার্টি নিজেরা প্রস্তুতি নিচ্ছিলেন। সাজগোজ সেরে ছাতা গুছিয়ে নিচ্ছিলেন। এখন তাঁরা ব্যান্ড পার্টি নিয়ে বিয়ের আসরে।
advertisement
8/8
দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে বিয়ের লগ্ন। ওই সময়েই সাতপাক ঘুরবেন তারকা জুটি। এরই মধ্যে শোনা গেল, অতিথি বা কর্মীদের জন্য এক বিশেষ ধরনের ফোনের কভার দেওয়া হয়েছে। যাতে ছবি কেউ তুলতে না পারে। আর যাতে তা বাইরে না বেরোয়। ভিকি কৌশল, ক্যাটরিনার মতোই বেশ গোপনীয়তা বজায় রেখে বিয়ে হচ্ছে সূর্যগড় প্যালেসে।
দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে বিয়ের লগ্ন। ওই সময়েই সাতপাক ঘুরবেন তারকা জুটি। এরই মধ্যে শোনা গেল, অতিথি বা কর্মীদের জন্য এক বিশেষ ধরনের ফোনের কভার দেওয়া হয়েছে। যাতে ছবি কেউ তুলতে না পারে। আর যাতে তা বাইরে না বেরোয়। ভিকি কৌশল, ক্যাটরিনার মতোই বেশ গোপনীয়তা বজায় রেখে বিয়ে হচ্ছে সূর্যগড় প্যালেসে।
advertisement
advertisement
advertisement