সাতপাক শুরু হল বলে। সানাইয়ের সুর শোনা যাচ্ছে জয়সলমীরের সূর্যগড় প্যালেস থেকে। বিয়ের আসরে বসেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। সোমবার থেকে গায়ে হলুদ এবং সঙ্গীতানুষ্ঠানে মেতে উঠেছিলেন দুই পরিবারের সদস্যরা এবং বন্ধুবান্ধব। এবার চূড়ান্ত পর্বের অপেক্ষায় ভক্তরা। কখন বর-কনে হিসেবে দেখা দেবেন সিদ্ধার্থ-কিয়ারা? তারই মাঝে বিয়েবাড়ির অন্দরমহল এবং বাইরের কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে।
দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে বিয়ের লগ্ন। ওই সময়েই সাতপাক ঘুরবেন তারকা জুটি। এরই মধ্যে শোনা গেল, অতিথি বা কর্মীদের জন্য এক বিশেষ ধরনের ফোনের কভার দেওয়া হয়েছে। যাতে ছবি কেউ তুলতে না পারে। আর যাতে তা বাইরে না বেরোয়। ভিকি কৌশল, ক্যাটরিনার মতোই বেশ গোপনীয়তা বজায় রেখে বিয়ে হচ্ছে সূর্যগড় প্যালেসে।