Kayahiner Kahini: শীতের রাতে ভূতের গল্প! আসছে ‘কায়াহীনের কাহিনি’, ২৮ ডিসেম্বর থেকে সম্প্রচারিত হবে প্রতি শনিবার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
২৮ ডিসেম্বর থেকে ইউটিউব চ্যানেলে ভূতের গল্প শোনাবে ‘বাকশ্রুতি’। এমন অনুষ্ঠান বাচিক শিল্পী-দম্পতি দেবাশিস পাল এবং স্বাগতা পালের মস্তিষ্কপ্রসূত।
কলকাতা: শীতের রাত। ঘরে মৃদু আলো জ্বলছে। চাদর-কম্বল জড়িয়ে সব গোল হয়ে বসে। মাঝখানে মুড়ি-চানাচুরের বাটি আর গরম গরম চা। সঙ্গে ভূতের গল্প। ওহ, এর থেকে রোমাঞ্চকর আর কী হতে পারে! এমনই আসর জমাতে এবার আসছে ‘কায়াহীনের কাহিনি’।
২৮ ডিসেম্বর থেকে ইউটিউব চ্যানেলে ভূতের গল্প শোনাবে ‘বাকশ্রুতি’। এমন অনুষ্ঠান বাচিক শিল্পী-দম্পতি দেবাশিস পাল এবং স্বাগতা পালের মস্তিষ্কপ্রসূত। তাঁদের হাত ধরেই ফিরে আসবে ছেলেবেলা। রোমাঞ্চকর গা ছমছমে ভৌতিক গল্পের নাট্যরূপ দিচ্ছেন তাঁরা।

advertisement
advertisement
‘কায়াহীনের কাহিনি’ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর, সুদীপ মুখোপাধ্যায়, জীবেশ ভট্টাচার্য, হীরালাল শীল, শান্তনু পাল, বলাকা চন্দ্র, শাশ্বতী গঙ্গোপাধ্যায়ের মতো নামজাদা বাচিক শিল্পীরা। এঁদের গলাতেই প্রাণ পাবে শব্দরা।
একঝাঁক নতুন শিল্পীও রয়েছেন। সুস্মিতা চক্রবর্তী, তিয়াস মজুমদার, কাজল লতা দে এবং শিশুশিল্পী সম্পূর্ণা দাস। গল্পের বিভিন্ন চরিত্র ফুটে উঠবে তাঁদের মধ্যে দিয়ে। সন্দীপ দে-এর পরিচালনায় স্টুডিও ‘আবহ’-তে বসবে ভুতের গল্পের আসর। গ্রাফিক্সের দায়িত্ব সামলাচ্ছেন প্রসূন চট্টোপাধ্যায়।
advertisement

ভূতের গল্প মানে এক অন্যরকমের অনুভূতি। গায়ে কাঁটা দেওয়া ব্যাপার। গল্প যত জমে ভয়ও পাল্লা দিয়ে তত বাড়ে। আর সময়টা রাত হলে তো কথাই নেই। বাইরে বেরতেও তখন দু’জনকেও দরকার হয়। ছোট-বড় সবার একই ব্যাপার।
advertisement

অবশ্য ভূতেরা শুধুই ভয়ঙ্কর হয় এমনটা মানতে নারাজ ‘কায়াহীনের কাহিনি’-এর নাট্যকার, পরিচালক এবং অভিনেতা দেবাশিস পাল। তিনি বলছেন, “আমার ভাবনায় কায়াহীন বা অশরীরীরা শুধু ভয় নয়, সহানুভূতিরও পাত্র।”

advertisement
ভূতেরা সহানুভূতির পাত্র? এ কেমন কথা! এর ব্যাখ্যাও দিয়েছেন দেবাশিস। তাঁর কথায়, “মৃত্যুর পর নশ্বর দেহ হারিয়েও তারা ইহজীবনের আকর্ষণ পরিত্যাগ করতে পারে না। মায়া, মমতা, প্রেম, ক্রোধ, প্রতিহিংসা – বুকে নিয়ে তারা বারবার ফিরে আসে।”
advertisement

মায়া, মমতা এসব মানবিক অনুভূতি। মৃত্যুর পরেও বোধহয় এ সব অনুভূতি থেকে যায় ভূতেদের। ‘কায়াহীনের কাহিনী’-তে সে সবই জানতে পারবেন শ্রোতারা। দেবাশিসের কথায়, “এই সব মানবিক অনুভূতিকেই মর্মস্পর্শীভাবে নাটকীয় সংঘাতের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছি।”

advertisement
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় ইন্দুমতী সভাগৃহে ‘কায়াহীনের কাহিনি’ ইউটিউব চ্যানেলের উদ্বোধন হয়। ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে ভৌতিক নাটকের অনুষ্ঠান। শোনা যাবে প্রতি শনিবার। এখন শুধু প্রথম সম্প্রচারের অপেক্ষা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 5:54 PM IST