Why Boys Attracted towards Short Girls: তুলনায় হাইট কম মেয়েদের কেন পছন্দ করেন পুরুষরা? এর পিছনে কি কোনও বিজ্ঞান রয়েছে? সামনে এল চমকে দেওয়া তথ্য

Last Updated:
Why Boys Attracted Towards Short Height Girl: অমিতাভ বচ্চনের সেই গানটার কথা নিশ্চয়ই মনে আছে! পুরনো সেই গান অবশ্য আজও জনপ্রিয়তার শিখরে রয়েছে। যে গানের কথায় বলা হয়েছিল, ‘জিসকি বিবি ছোটি, উসকা ভি বড়া নাম হ্যায়…’। যদিও গানের এই কথা কিন্তু শুধুমাত্র গানেই সীমাবদ্ধ, তেমনটা একেবারেই নয়।
1/9
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের সেই গানটার কথা নিশ্চয়ই মনে আছে! পুরনো সেই গান অবশ্য আজও জনপ্রিয়তার শিখরে রয়েছে। যে গানের কথায় বলা হয়েছিল, ‘জিসকি বিবি ছোটি, উসকা ভি বড়া নাম হ্যায়…’। যদিও গানের এই কথা কিন্তু শুধুমাত্র গানেই সীমাবদ্ধ, তেমনটা একেবারেই নয়। কারণ বাস্তব জীবনেও এই গানের কথাগুলি একেবারেই সত্য! Representative Image
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের সেই গানটার কথা নিশ্চয়ই মনে আছে! পুরনো সেই গান অবশ্য আজও জনপ্রিয়তার শিখরে রয়েছে। যে গানের কথায় বলা হয়েছিল, ‘জিসকি বিবি ছোটি, উসকা ভি বড়া নাম হ্যায়…’। যদিও গানের এই কথা কিন্তু শুধুমাত্র গানেই সীমাবদ্ধ, তেমনটা একেবারেই নয়। কারণ বাস্তব জীবনেও এই গানের কথাগুলি একেবারেই সত্য! Representative Image
advertisement
2/9
এদিকে বাড়ির মেয়ে উচ্চতায় খাটো হলে চিন্তার শেষ থাকে না মা-বাবার। কী করে বিয়ে দেবেন, সে নিয়ে রীতিমতো রাতের ঘুম উড়ে যায় তাঁদের। অথচ পুরুষরা কিন্তু এর উল্টোটাই ভাবেন। কারণ তাঁরা বেঁটে মেয়েদের প্রতিই বেশি আকৃষ্ট হন। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। কিন্তু এমনটা কেন ঘটে? আজ সেটাই জেনে নেওয়া যাক। Representative Image
এদিকে বাড়ির মেয়ে উচ্চতায় খাটো হলে চিন্তার শেষ থাকে না মা-বাবার। কী করে বিয়ে দেবেন, সে নিয়ে রীতিমতো রাতের ঘুম উড়ে যায় তাঁদের। অথচ পুরুষরা কিন্তু এর উল্টোটাই ভাবেন। কারণ তাঁরা বেঁটে মেয়েদের প্রতিই বেশি আকৃষ্ট হন। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। কিন্তু এমনটা কেন ঘটে? আজ সেটাই জেনে নেওয়া যাক। Representative Image
advertisement
3/9
গবেষণা থেকে কী কী জানা গিয়েছে?- একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে, আসলে নিজেদের প্রত্যাশা অনুযায়ী শারীরিক গঠনবিশিষ্ট মহিলাদের প্রতিই আকৃষ্ট হন ছেলেরা। যদিও সংস্কৃতি, ব্যক্তিগত কারণ এবং সমাজের প্রচলিত ধারণার উপর ভিত্তি করে এই আকর্ষণ বদলে যেতে পারে। এ-ও বিশ্বাস করা হয় যে, তুলনায় বেঁটে মহিলাদের প্রতি আবেগগত ভাবে জড়িয়ে পড়েন পুরুষরা। Representative Image
গবেষণা থেকে কী কী জানা গিয়েছে?- একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে, আসলে নিজেদের প্রত্যাশা অনুযায়ী শারীরিক গঠনবিশিষ্ট মহিলাদের প্রতিই আকৃষ্ট হন ছেলেরা। যদিও সংস্কৃতি, ব্যক্তিগত কারণ এবং সমাজের প্রচলিত ধারণার উপর ভিত্তি করে এই আকর্ষণ বদলে যেতে পারে। এ-ও বিশ্বাস করা হয় যে, তুলনায় বেঁটে মহিলাদের প্রতি আবেগগত ভাবে জড়িয়ে পড়েন পুরুষরা। Representative Image
advertisement
4/9
১. একাধিক গবেষণায় পাওয়া গিয়েছে যে, পুরুষরা নিজেদের উচ্চতার তুলনায় কম উচ্চতার মহিলাদের প্রতি সাধারণত বেশি আকৃষ্ট হন। এটা আসলে জৈবিক ভাবে এক প্রাকৃতিক গঠন, যা থেকে প্রতিপন্ন হয় যে, মেয়েদের সহায়ক এবং রক্ষাকারী হলেন পুরুষরা। সেই কারণে কম উচ্চতার মেয়েদের আকর্ষণীয় এবং নম্র হিসেবে গণ্য করা হয়। Representative Image
১. একাধিক গবেষণায় পাওয়া গিয়েছে যে, পুরুষরা নিজেদের উচ্চতার তুলনায় কম উচ্চতার মহিলাদের প্রতি সাধারণত বেশি আকৃষ্ট হন। এটা আসলে জৈবিক ভাবে এক প্রাকৃতিক গঠন, যা থেকে প্রতিপন্ন হয় যে, মেয়েদের সহায়ক এবং রক্ষাকারী হলেন পুরুষরা। সেই কারণে কম উচ্চতার মেয়েদের আকর্ষণীয় এবং নম্র হিসেবে গণ্য করা হয়। Representative Image
advertisement
5/9
২. ইতিহাস এবং সমাজে মহিলাদের তুলনায় পুরুষদের বেশি শক্তিশালী এবং লম্বা হিসেবে দেখা হয়ে থাকে। আর মহিলাদের স্থান নম্র-কমনীয়। সেই সঙ্গে মেয়েদের মায়ের স্থান দেওয়া হয়। আর যার ফলে সামাজিক কাঠামোর দিক থেকেও বেঁটে মহিলারা আকর্ষণীয় হয়ে থাকেন। Representative Image
২. ইতিহাস এবং সমাজে মহিলাদের তুলনায় পুরুষদের বেশি শক্তিশালী এবং লম্বা হিসেবে দেখা হয়ে থাকে। আর মহিলাদের স্থান নম্র-কমনীয়। সেই সঙ্গে মেয়েদের মায়ের স্থান দেওয়া হয়। আর যার ফলে সামাজিক কাঠামোর দিক থেকেও বেঁটে মহিলারা আকর্ষণীয় হয়ে থাকেন। Representative Image
advertisement
6/9
৩. বেঁটে মেয়েদের উচ্চতা সাধারণত পুরুষদের বুকের সমান হয়। এই পরিস্থিতিতে নিজের সঙ্গীকে জড়িয়ে ধরতে সুবিধা হয় পুরুষদের। কিছু পুরুষ তো বেঁটে মহিলাদের সঙ্গে নিরাপত্তা এবং যত্নের বোধ অনুভব করেন। কারণ বেঁটে মেয়েদের মিষ্টি বলে গণ্য করা হয়। Representative Image
৩. বেঁটে মেয়েদের উচ্চতা সাধারণত পুরুষদের বুকের সমান হয়। এই পরিস্থিতিতে নিজের সঙ্গীকে জড়িয়ে ধরতে সুবিধা হয় পুরুষদের। কিছু পুরুষ তো বেঁটে মহিলাদের সঙ্গে নিরাপত্তা এবং যত্নের বোধ অনুভব করেন। কারণ বেঁটে মেয়েদের মিষ্টি বলে গণ্য করা হয়। Representative Image
advertisement
7/9
৪. একজন পুরুষ এবং মহিলার মধ্যে শারীরিক গঠনের ফারাক থাকলে তা তাঁদের সম্পর্কের ক্ষেত্রেও ভারসাম্যের অনুভূতি তৈরি করে। Representative Image
৪. একজন পুরুষ এবং মহিলার মধ্যে শারীরিক গঠনের ফারাক থাকলে তা তাঁদের সম্পর্কের ক্ষেত্রেও ভারসাম্যের অনুভূতি তৈরি করে। Representative Image
advertisement
8/9
৫. বেঁটে মহিলারা সাধারণত আকর্ষণীয় দেখতে হয়। যা পুরুষদের আকর্ষণ করে। এর পাশাপাশি পুরুষদের পছন্দ অনুযায়ী হয় বেঁটে মহিলাদের শারীরিক গঠন। যার ফলে তাঁদের প্রতিই আকৃষ্ট হন পুরুষরা। Representative Image
৫. বেঁটে মহিলারা সাধারণত আকর্ষণীয় দেখতে হয়। যা পুরুষদের আকর্ষণ করে। এর পাশাপাশি পুরুষদের পছন্দ অনুযায়ী হয় বেঁটে মহিলাদের শারীরিক গঠন। যার ফলে তাঁদের প্রতিই আকৃষ্ট হন পুরুষরা। Representative Image
advertisement
9/9
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement