শো শেষ হতেই পথে এসে বসতে হয়েছিল, নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাও ঘুরত মাথায়! এই অভিনেত্রীর লড়াইয়ের কাহিনি শুনলে চোখে আসবে জল
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
জনপ্রিয় সিরিয়াল ‘উত্তরণ’-এর হাত ধরে সাফল্যের সিঁড়িতে পৌঁছেছিলেন রেশমি। সেই সময় অন্যতম সেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন তিনি। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, যখন তাঁর টিভি শো শেষ হয়ে গিয়েছিল, তখন তাঁর জীবনটাই যেন থমকে গিয়েছিল।
হিন্দি টেলিভিশনের দুনিয়ায় বহু অভিনেত্রী এসেছেন, তো আবার কেউ কেউ হারিয়েও গিয়েছেন। কিন্তু খুব কম অভিনেত্রীই নিজেদের সৌন্দর্য এবং স্টারডম ধরে রাখতে পেরেছেন। এঁদের মধ্যে অন্যতম হল রেশমি দেশাই। এক সময় টেলিদুনিয়ার সেরা অভিনেত্রী ছিলেন রেশমি। কিন্তু ব্যক্তিগত জীবনের প্রভাব পড়েছে তাঁর কেরিয়ারের উপর। যার জেরে থমকেই গিয়েছে তাঁর পেশাগত জীবন। বর্তমানে হাতে কোনও শো আসে না। বিগ বস তাঁর ভাগ্যের মোড় ঘুরিয়ে দিয়েছে।
advertisement
জনপ্রিয় সিরিয়াল ‘উত্তরণ’-এর হাত ধরে সাফল্যের সিঁড়িতে পৌঁছেছিলেন রেশমি। সেই সময় অন্যতম সেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন তিনি। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, যখন তাঁর টিভি শো শেষ হয়ে গিয়েছিল, তখন তাঁর জীবনটাই যেন থমকে গিয়েছিল। রেশমির কাঁধে চেপেছিল কোটি টাকার ঋণ। জীবনে উঠেছিল ব্যক্তিগত এবং পেশাগত চ্যালেঞ্জের ঝড়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নিজের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ব্যর্থতার মুখ দেখতে হয়েছিল ‘উত্তরণ’ অভিনেত্রীকে। সেই প্রসঙ্গে তিনি বলেন যে, “আমার বিবাহবিচ্ছেদ হল, তখন আমার বন্ধুরা ভাবল যে, আমি মোটেই সহজ প্রকৃতির মানুষ নই। আর পরিবার তো ভাবল যে, আমার সমস্ত সিদ্ধান্তই ভুল।” এর আগে একটি পডকাস্টে রেশমি বলেছিলেন যে, “আমি প্রচুর শো করেছিলাম। ঘুমোতাম না। বাইরে থেকে কাউকেই বুঝতে দিতাম না। এদিকে ভিতরে ভিতরে মানসিক চাপে বিদ্ধ হয়ে যাচ্ছিলাম আমি। একটা সময় ভাবতাম, এটা কী ধরনের জীবন? এর থেকে মরে যাওয়াই বোধহয় ভাল।”