Kaushik Ganguly | Churni Ganguly : 'ভালোবাসা আপনারা দিয়েছেন'! চূর্ণীর সঙ্গে বিবাহবার্ষিকী, বিয়ের ছবি পোস্ট কৌশিক গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

Kaushik Ganguly | Churni Ganguly : একজন টলিপাড়ার খ্যাতনামা পরিচালক। আর একজন জনপ্রিয় অভিনেত্রী। তাঁদেরই বিয়ের ছবি হঠাৎই সোশ্যাল মিডিয়ায়।

'ভালোবাসা আপনারা দিয়েছেন'! চূর্ণীর সঙ্গে বিবাহবার্ষিকী, বিয়ের ছবি পোস্ট কৌশিক গঙ্গোপাধ্যায়ের
'ভালোবাসা আপনারা দিয়েছেন'! চূর্ণীর সঙ্গে বিবাহবার্ষিকী, বিয়ের ছবি পোস্ট কৌশিক গঙ্গোপাধ্যায়ের
#কলকাতা: টলিউডের অন্যতম তারকা দম্পতি তাঁরা। একজন টলিপাড়ার খ্যাতনামা পরিচালক। আর একজন জনপ্রিয় অভিনেত্রী। তাঁদেরই বিয়ের ছবি হঠাৎই সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ভালো করে দেখলেই বোঝা যায়, কে এই তারকা দম্পতি। চূর্ণী গঙ্গোপাধ্য়ায় ও কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly | Churni Ganguly)। দেখেই বোঝা যায়, পুরোনো বিয়ের অ্যালবাম থেকেই ছবি পোস্ট করেছেন পরিচালক। কারণ আজ তাঁদের বিবাহবার্ষিকী।
বিবাহবার্ষিকী উপলক্ষে প্রায় প্রতি বছরই কিছু পোস্ট করেন কৌশিক (Kaushik Ganguly)। এবার নিজেদের এই পুরোনো ছবি শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ছবির ক্যাপশনে লিখলেন, "পারিবারিক আপডেট দেওয়ার চল আমাদের পরিবারে নেই । নিজেরাই নিজেদের মতো করে আনন্দ বা মন খারাপ সামলে আগলে রেখেছি। কিন্তু এমন কিছু দিন আসে যখন মনে হয়, বহু মানুষের আশীর্বাদ নিয়ে আবার নতুন করে পথ চলা শুরু করি। আজ আমাদের বিবাহবার্ষিকী। এতো ভালোবাসা আপনারা দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই।"
advertisement
advertisement
advertisement
কৌশিকের (Kaushik Ganguly) এই পোস্টে তাঁদের অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। ২০২১-এর ১৪ নভেম্বর চূর্ণীর (Churni Ganguly) জন্মদিনেও একটি আবেগঘন পোস্ট করেছিলেন তিনি। "আমার বান্ধবী, আমার প্রেম, আমার জীবন, আমার সংসার, আমার আদর, আমার সৃষ্টি, আমার সবটুকু তুমি। কে বুঝবে এমন ছোট্টো মেয়ের এতো ক্ষমতা ছিল! ডাউহিলের নির্জনতার মেজাজে অজান্তেই এই নারী পরিপূর্ণতা পেল তার জীবনে ও কাজে । আত্মপ্রচারের এই রমরমা দুনিয়ায় জংলা ফুলের মতো চুপ থাকার জন্য আদর ও শ্রদ্ধা। আরো অনেক বলতে ইচ্ছে করছে, তা নয় আজ সামনে বসেই বলবো। অনেক অনেক আদর। শুভ জন্মদিন"
advertisement
advertisement
প্রসঙ্গত, ভালোবেসে পরস্পরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন চূর্ণী (Churni Ganguly) ও কৌশিক। তার পর থেকে একসঙ্গে সুখে সংসার করছেন। একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন দুজনে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kaushik Ganguly | Churni Ganguly : 'ভালোবাসা আপনারা দিয়েছেন'! চূর্ণীর সঙ্গে বিবাহবার্ষিকী, বিয়ের ছবি পোস্ট কৌশিক গঙ্গোপাধ্যায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement