Shehnaaz Gill : আবেগ দিয়ে শেহনাজ গাইছেন 'চুপ হ্যায় রাঞ্জা'! নেটিজেন বলছেন, 'সিদ্ধার্থের জন্যই এই গান'

Last Updated:

Shehnaaz Gill : ধীরে ধীরে ছন্দে ফিরছেন শেহনাজ। এবার কালার্স টিভির 'হুনারবাজ' শোয়ের মঞ্চে গান গাইলেন তিনি বহুদিন পরে।

সিদ্ধার্থের মৃত্যুর পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি এক মাসেরও বেশি সময় ধরে মিডিয়ার আলো থেকে দূরে থেকেছেন। বিগ বস ১৫ গ্র্যান্ড ফিনালেতে আবেগপ্রবণ হয়ে পড়েন শেহনাজ। সলমনও চোখের জল ধরে রাখতে না পেরে শেহনাজকে জড়িয়ে ধরেন।
সিদ্ধার্থের মৃত্যুর পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি এক মাসেরও বেশি সময় ধরে মিডিয়ার আলো থেকে দূরে থেকেছেন। বিগ বস ১৫ গ্র্যান্ড ফিনালেতে আবেগপ্রবণ হয়ে পড়েন শেহনাজ। সলমনও চোখের জল ধরে রাখতে না পেরে শেহনাজকে জড়িয়ে ধরেন।
#মুম্বই: বিগবস ১৩ থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন পঞ্জাবের অভিনেত্রী তথা গায়িকা শেহনাজ গিল (Shehnaaz Gill)। এখনও সেই জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর যে কোনও ছবিই ভাইরাল হয় মুহূর্তে। কিন্তু অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) মৃত্যুর পর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শেহনাজ। সোশ্য়াল মিডিয়া থেকে দূরত্ব বজায় রেখেছিলেন বেশ কিছুদিন। শুধুমাত্র কিছু ব্র্যান্ড এনডোর্সমেন্টের পোস্ট করতে দেখা যেত তাঁকে। ধীরে ধীরে ছন্দে ফিরছেন শেহনাজ। এবার কালার্স টিভির 'হুনারবাজ' শোয়ের মঞ্চে গান গাইলেন তিনি বহুদিন পরে।
শেহনাজের (Shehnaaz Gill) গানের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। 'শেরশাহ' ছবি থেকে 'রাঞ্ঝা' গানটি গাইতে দেখা যায় শেহনাজকে এই প্রোমোতে। গানের শুরুতে শেহনাজ বলছেন, "আমার মধ্যেও প্রতিভা আছে যা আমায় খুব আনন্দ ও শান্তি দেয়।" এর পরে এই রিয়্যালিটি শো কী ভাবে সাধারণ মানুষকে তাঁদের প্রতিভা প্রকাশ করার মঞ্চ দিচ্ছেন, তাও বলেন শেহনাজ।
advertisement
advertisement
তবে শেহনাজের (Shehnaaz Gill) কণ্ঠে এই গান শুনে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। নেটিজেনদের কেউ কেউ আবার দাবি করেন, সিদ্ধার্থের (Sidharth Shukla) স্মৃতি মনে করেই এই গান গাইছেন শেহনাজ। কেউ আবার লিখেছেন, "এই গান গেয়েই ফের কামব্যাক করলেন শেহনাজ।" আর একজন লিখছেন টুইটারে, "শেহনাজ সৌন্দর্য ও লাবণ্যে ভরা। ওঁর কণ্ঠে শান্তি আছে। দেখতেও অসাধারণ। দারুন কম্বিনেশন।" আর একজন লিখছেন, "শেহনাজের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে। কিন্তু সবচেয়ে জরুরি হল ও গান গেয়ে আনন্দ আনতে পারে।"
advertisement
প্রসঙ্গত, বিগবস ১৩-র সময় থেকে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক শেহনাজের। সেই সম্পর্ক থেকে যায় শোয়ের বাইরেও। যদিও প্রকাশ্যে নিজেদের ভালো বন্ধু বলেই তাঁরা পরিচয় দিতেন। বিগবসের ঘর থেকে শেহনাজ ও সিদ্ধার্থকে একসঙ্গে ভক্তরা সিদনাজ বলে ডাকতেন। দুজনের রসায়ন পছন্দ ছিল ভক্তদের। গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla)। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন শেহনাজ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shehnaaz Gill : আবেগ দিয়ে শেহনাজ গাইছেন 'চুপ হ্যায় রাঞ্জা'! নেটিজেন বলছেন, 'সিদ্ধার্থের জন্যই এই গান'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement