#মুম্বই: বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারায় বিয়ের পিঁড়িতে বসছেন তারকা জুটি (Katrina Kaif Vicky Kaushal wedding)। বলিউডে পাওয়ার কাপল-দের তালিকায় নতুন নাম ক্যাটরিনা ও ভিকি। দুজনেই অভিনয় জগতে নিজেদের শক্ত জায়গা তৈরি করেছেন। দুজনেই সফল কেরিয়ারে। তবে অভিনয়ের পাশাপাশিও নিজেদের ছাপ রেখেছেন দুই তারকাই।
২০১৯-এ ফোর্বস তালিকায় বার্ষিক আয় ও খ্যাতির ভিত্তিতে নাম ছিল ক্যাটরিনা ও ভিকি দুজনেরই (Katrina Kaif Vicky Kaushal)। ফোর্বসে বিশ্বের প্রথম ১০০জনের মধ্যে নাম ছিল তাঁদের। ফোর্বস ২০১৯ অনুযায়ী, সেই বছর ক্যাটরিনার আয় ছিল ২৩.৬৩ কোটি টাকা এবং ভিকির বার্ষিক আয় ছিল ১০.৪২ কোটি টাকা। ২০১৮ সালে ক্যাটরিনার বার্ষিক আয় ছিল ৩৩.৬৭ টাকা। কিছুটা আয় কমায় অভিনয়ের পাশাপাশি ট্রপিকানা, নাইকা, ওপ্পো, রিবর, শাওমি-র মতো ব্র্যান্ডের সঙ্গে টাই আপ করেছিলেন ক্যাটরিনা। এছাড়া ক্যাটরিনার নিজস্ব প্রসাধনী ব্র্যান্ড কে-বিউটি এখন বেশ জনপ্রিয়।
আরও পড়ুন - বয়সে ছোট পুরুষকে বিয়ে করছেন ক্যাটরিনা! প্রশংসায় পঞ্চমুখ হলেন কঙ্গনা
অন্যদিকে ২০১৯ এ গুগল রিপোর্ট অনুযায়ী সবচেয়ে সার্চড ভারতীয় সেলেব্রিটি ছিলেন ভিকি কৌশল। ভিকির ছবি 'উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবিটি বক্স অফিসে ৩৫০ কোটি টাকা আয় করেছিল। এছাড়া ওপ্পো, রিলায়েন্স ট্রেন্ডস, হাভেলস এর মতো ব্র্যান্ডের হয়ে এনডোর্স করেন ভিকি।
আগামীতে কাজের দিক থেকে ক্যাটরিনার হাতে রয়েছে বেশ কিছু ছবি। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি হল সূর্যবংশী। এর পরে তাঁকে দেখা যাবে ফোন ভূত নামে একটি ছবিতে যেখানে অভিনয় করছেন ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদী। এর পরে সলমন খানের সঙ্গে টাইগার ৩-এর শ্যুটিং বাকি রয়েছে।
আরও পড়ুন - গোলাপি লেহেঙ্গায় যেন রূপকথার সুন্দরী কিয়ারা আডবানী! সোশ্যালে পারদ চড়ল মুহূর্তে
ভিকির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি হল সর্দার উধাম। এরপরে স্যাম মানেকশয়ের বায়োপিকে দেখা যাবে ভিকিকে। প্রসঙ্গত, জানা যায়, দীপাবলিতেই আংটি বদল করেছিলেন ভিকি ও ক্যাটরিনা। সেখানে উপস্থিত ছিলেন শুধু দুজনের পরিবার। আগামিকাল সাতপাকে বাঁধা পড়ছেন দুজনে (Katrina Kaif Vicky Kaushal wedding)। বিয়ের অনুষ্ঠানে পাপারাজ্জিদের এড়াতে রয়েছে একাধিক বিধিনিষেধ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Katrina kaif, Katrina Kaif Vicky Kaushal wedding, Vicky Kaushal, Vicky Kaushal and Katrina Kaif Wedding