এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কিয়ারা আডবানি। সম্প্রতি এই গোলাপি রঙের লেহেঙ্গা চোলিতে মুগ্ধ করেছেন অভিনেত্রী।
2/ 10
এই পোশাকে কিয়ারারে কোনও রূপকথার রাজকন্যার থেকে কম লাগছে না। চোলির সাইডকাটে স্পষ্ট কিয়ারার শরীরী লাস্য। তবে পোশাকের সঙ্গে মেক আপ অতি সামান্য।
3/ 10
কিয়ারা আডবানী অভিনয়ের কেরিয়ার শুরু করেন ২০১৪-য়। প্রথম ছবির নাম ‘ফাগলি’।
4/ 10
কিয়ারার আসল নাম আলিয়া আডবানী। কিন্তু বলিউডে যেহেতু আরও এক অভিনেত্রীর নাম আলিয়া তাই সেই নাম বদলে ফেলেন তিনি।
5/ 10
শোনা যায়, সলমন খানই তাঁকে নতুন নাম রাখতে বলেছিলেন। সলমনের কথা মতোই নিজের নাম কিয়ারা রাখেন এই অভিনেত্রী। তার পরে এই নামেই কাজ শুরু করেন।
6/ 10
কিয়ারা নেটফ্লিক্সের ছবি ‘লাস্ট স্টোরিজ’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন। ওই ছবিতে তাঁর একটি আত্মমৈথুনের দৃশ্য নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছিল।
7/ 10
২০১৬-য় ‘এমএস ধোনি’ ছবিতে সাক্ষীর ভূমিকায় অভিনয় করেন তিনি। সেই ছবিতেই মুগ্ধ করেছিলেন দর্শকদের। এছাড়া কয়েকটি তেলুগু ছবিতেও অভিনয় করেছেন তিনি।
8/ 10
হানি সিংহের একটি মিউজিক ভিডিও-য় শাহিদ কাপুরের সঙ্গে কাজ করেছেন কিয়ারা। সেখানেই শাহিদের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের চোখে পড়ে। এর পরে কবীর সিং ছবিতে শাহিদের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেন। এই ছবি খুবই হিট করে।
9/ 10
এর পরে কলঙ্ক ছবিতে দেখা যায় তাঁকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কিয়ারার ছবি শেরশাহ।
10/ 10
এই ছবিতে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর রসায়ন চোখে পড়ে। শোনা যায়, বাস্তবেও সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে রয়েছেন কিয়ারা।
হানি সিংহের একটি মিউজিক ভিডিও-য় শাহিদ কাপুরের সঙ্গে কাজ করেছেন কিয়ারা। সেখানেই শাহিদের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের চোখে পড়ে। এর পরে কবীর সিং ছবিতে শাহিদের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেন। এই ছবি খুবই হিট করে।