মেকআপ ভ্যানে রণবীরকে ঢুকতে দিলেন না ক্যাটরিনা !

Last Updated:

তাহলে কী ব্যাপারটা সত্যি? একেবারেই গুজব নয় ? রণবীর তো ক্যাটকে একা ছেড়ে ফিরলেন বাবার বাড়িতে ! সম্পর্ক কী শেষ ? ক্যাটরিনাও মুখ খুলছেন না, রণবীর তো তথৈ বচ ৷ তাহলে কেন শ্যুটিং ফ্লোরে রীতিমতো রণবীরকে অপমান করে বসলেন ক্যাটরিনা কাইফ !

#মুম্বই: তাহলে কী ব্যাপারটা সত্যি? একেবারেই গুজব নয় ? রণবীর তো ক্যাটকে একা ছেড়ে ফিরলেন বাবার বাড়িতে ! সম্পর্ক কী শেষ ? ক্যাটরিনাও মুখ খুলছেন না, রণবীর তো তথৈ বচ ৷ তাহলে কেন শ্যুটিং ফ্লোরে রীতিমতো রণবীরকে অপমান করে বসলেন ক্যাটরিনা কাইফ ! নিজেরে মেকআপ ভ্যানের দরজা বন্ধ করে দিলেন রণবীরের মুখে উপর ৷ ক্যাটরিনা চাইছেন কী? ব্রেকআপ ? নাকি অন্য কিছু ৷ ধোঁয়াশায় গোটা মায়ানগরী ৷
ঘটনাটি ঘটেছে অনুরাগ বসু-র নতুন ছবি ‘জগ্গা জাশুস’-এর শ্যুটিং ফ্লোরে ৷ এতদিন একটাই মেকআপ ভ্যানে কাজ সারতেন ক্যাটরিনা-রণবীর ৷ কিন্তু হঠাৎ ঘটল অন্য ঘটনা ৷ রাত তখন ৮টা ৷ ফ্লোরে শট রেডি করছেন পরিচালক অনুরাগ বসু ৷ মেকআপ ভ্যানে মেক নিতে ব্যস্ত ক্যাটরিনা কাইফ ৷ অনুরাগের কথায়, মেকআপ করতে ভ্যানে যেতে চাইলেন রণবীর কাপুর ! ব্যস, ভ্যানের সামনে এসেই বিপত্তি ৷ রণবীরের মুখের উপর দরজা বন্ধ করে ক্যাটরিনা জানালনে, ‘নো এন্ট্রি ! ব্যস্ত আছি ৷’ শুধু ভ্যান কাণ্ডই নয়, শট দিতে এসেও চুপচাপ ছিলেন দু’জনে ৷ ক্যামেরা বন্ধ হওয়ার পর কোনও কথাই বলেননি ক্যাটরিনা-রণবীর ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেকআপ ভ্যানে রণবীরকে ঢুকতে দিলেন না ক্যাটরিনা !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement