স্বাধীনতা দিবসের আগে নৌবাহিনীর সঙ্গে রুটি বানালেন, ভুলভুলাইয়া২-এর গানে পা মেলালেন কার্তিক
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Kartik Aaryan: ছবিতে কার্তিককে ভারতীয় নৌবাহিনীর আধিকারিকদের সঙ্গে পোজ দিতে দেখা যায়। ত্রি-রঙা পতাকা উঁচুতে তুলে ধরেন একসঙ্গে
#মুম্বই: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান একদিনের ছুটি নিয়ে নৌবাহিনীর কর্মীদের সঙ্গে সময় কাটালেন। স্বাধীনতা দিবসের আগে অভিনেতা সেখানে যান। তাঁদের পরিদর্শন করেন, তাঁদের কাজ সম্পর্কে আরও শেখেন এবং তাঁদের সাথে ভিডিও গেমও খেলেন।
advertisement
advertisement
একগুচ্ছ ছবি শেয়ার করে কার্তিক লিখেছেন, “জয় জওয়ান!! ❤️ এক দিন নৌসেনার সঙ্গে...জওয়ানদের সঙ্গে।" ছবিতে কার্তিককে ভারতীয় নৌবাহিনীর আধিকারিকদের সঙ্গে পোজ দিতে দেখা যায়। ত্রি-রঙা পতাকা উঁচুতে তুলে ধরেন একসঙ্গে। তিনি একটি ভিডিওও শেয়ার করেছেন, যেখানে তিনি ভুল ভুলাইয়া ২-এর হুক স্টেপ শেখাচ্ছেন একদল সশস্ত্র জওয়ানকে, নাচছেন তাঁদের সঙ্গে। অভিনেতা ক্যাম্পে রুটি তৈরির মেশিন দিয়ে রুটি তৈরি করতেও শিখেছিলেন।
advertisement
কার্তিক আরিয়ানের শেষ সিনেমা ভুল ভুলাইয়া ২ বক্স অফিসে হিট হয়েছে। চলচ্চিত্রটি ১০০কোটি আয় অতিক্রম করেছে। ভক্ত এবং সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছে। আনিস বাজমি পরিচালিত, ছবিটিতে টাবু এবং কিয়ারা আদভানিও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।
advertisement
প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে পরবর্তীতে কিয়ারা আদভানির সঙ্গে 'সত্যপ্রেম কি কথা'তে দেখা যাবে। আলায় এফ-এর সঙ্গে তাঁর 'ফ্রেডি' এবং কৃতি স্যাননের সঙ্গে 'শেহজাদা' রয়েছে টাইমলাইনে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2022 11:28 PM IST