Karishma Kapoor : দীপিকার বেশে করিশ্মা, অনুরাগীদের ভাসিয়ে নিয়ে গেলেন নিরমা-নস্টালজিয়া স্রোতে

Last Updated:

এই বিজ্ঞাপন মনে করিয়ে দিচ্ছে আইকনিক নিরমা সাবানের বিজ্ঞাপনকে৷(Karishma Kapoor recreates Nirma advertisement)

Karishma Kapoor
Karishma Kapoor
মুম্বই : নয়ের দশকের অন্যতম জনপ্রিয় বিজ্ঞাপন নতুন করে বানিয়ে অনুরাগীদের নস্টালজিয়া সফরে নিয়ে গেলে করিশ্মা কপূর (Karishma Kapoor)৷ ক্রেডিট কার্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ক্রেডের এই বিজ্ঞাপন মনে করিয়ে দিচ্ছে আইকনিক নিরমা সাবানের বিজ্ঞাপনকে৷(Karishma Kapoor recreates Nirma advertisement)
আরও পড়ুন : বড় মেয়ে তরুণী, ৬৩ বছর বয়সে দ্বিতীয় স্ত্রীর সপ্তম সন্তানের অপেক্ষায় অভিনেতা
পুরনো বিজ্ঞাপনের সেই একই কথা ও সাজে মুগ্ধ করেছেন অনুরাগীদের৷ ভিডিওটি তিনি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে৷ ভিডিওতে দেখা যাচ্ছে করিশ্মা একটি দোকানে ঢুকছেন৷ তাঁকে দেখে হেসে জিনিসপত্র তুলে দিলেন দোকানদার৷ এর পর অভিনেত্রী দোকানদারের পিছনে লুকিয়ে থাকা একটি চার্জার চাইলেন৷ বিস্মিত দোকানি জানতে চান যে এর আগে তো তিনি বরাবর সাধারণ চার্জার নিতেন৷ কিন্তু এখন থেকে আর নেবেন না৷ এর পর তিনি জানাচ্ছেন কেন এই সিদ্ধান্ত পরিবর্তন, যা জড়িয়ে আছে বিজ্ঞাপনদাতা সংস্থার সঙ্গে৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : দীর্ঘ দিন অতিরিক্ত পাউডারের ব্যবহার কি ক্যানসারের আশঙ্কা ডেকে আনে?
নিরমার প্রথম বিজ্ঞাপনটি জনপ্রিয় করেছিলেন অভিনেত্রী দীপিকা চিকলিয়া৷ তাঁর কেরিয়ারের শীর্ষ সময়ে ১৯৮৯ সালে এসেছিল বিজ্ঞাপনটি৷ বিজ্ঞাপনের পাঞ্চলাইন ‘মান গ্যয়ে আপকি পরখি নজর’ খুব জনপ্রিয় হয়েছিল৷ এর আগে নীরজ চোপড়া, রাহুল দ্রাবিড়কে নিয়ে ক্রেডের বিজ্ঞাপন সমাজমাধ্যমে চূড়ান্ত জনপ্রিয় হয়েছিল৷ এখন এটাই দেখার যে করিশ্মার নিরমা-ম্যাজিক কেমন চলে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karishma Kapoor : দীপিকার বেশে করিশ্মা, অনুরাগীদের ভাসিয়ে নিয়ে গেলেন নিরমা-নস্টালজিয়া স্রোতে
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement