Bollywood: ‘জানি না তোমার গলা সত্যিই ভাল কি না’, গান নিয়ে আলিয়াকে খোঁচা করিনা কাপুরের, ভাইরাল ভিডিও
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Bollywood: সম্প্রতি সামনে এসেছে ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এর প্রোমো। সেখানেই এই নিয়ে আলিয়াকে খোঁচা দিয়েছেন করিনা। আলিয়া বলেন, ছোটবেলা থেকেই তাঁর গায়িকা হওয়ার ইচ্ছা ছিল।
‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে ‘সামঝাওয়ান’ গেয়ে চমকে দিয়েছেন আলিয়া ভাট। প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। অভিনেত্রীর গানের গলাও যে এমন চমৎকার, ভাবতে পারছেন না অনেকেই। তবে একমত নন করিনা কাপুর। আলিয়ার সঙ্গীত প্রতিভা নিয়ে রীতিমতো সন্দিহান তিনি।
সম্প্রতি সামনে এসেছে ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এর প্রোমো। সেখানেই এই নিয়ে আলিয়াকে খোঁচা দিয়েছেন করিনা। আলিয়া বলেন, ছোটবেলা থেকেই তাঁর গায়িকা হওয়ার ইচ্ছা ছিল। প্রোমোর একটা অংশে করিনাকে বলতে শোনা যাচ্ছে, “জানি না তোমার গলা সত্যিই ভাল কি না।“ উত্তরে আলিয়া বলছেন, ‘আমি বাথরুমে নিয়মিত গাই।” এরপরই ক্লিপে দেখা যাচ্ছে শ্রেয়া ঘোষালকে। তিনি বলছেন, “বন্ধ করো এসব।”
advertisement
আরও পড়ুনঃ ঐশ্বর্য-অভিষেকের সম্পর্কে ফাটল! কারণটা কি ‘এই’ বলিউড অভিনেত্রী? ভাইরাল পোস্ট ঘিরে আলোচনা
তবে শুধু সিনেমায় নয়। আলিয়া হায়দরাবাদে ‘জিগ্রা’-এর প্রাক রিলিজ ইভেন্টে ‘পুষ্পা’-এর বিখ্যাত ‘ও ও আন্তাভা’ গেয়ে অবাক করে দিয়েছেন গোটা বলিউডকেই। এখানেই শেষ নয়, করণ জোহর এবং জুনিয়র এনটিআর-এর সামনে ‘দেবরার চুট্টমাল্লে’ গেয়েও চমকে দেন তিনি। আলিয়া গানটির তামিল ভার্সান গেয়েছিলেন। যা শুনে মুগ্ধ হয়ে যান জুনিয়র এনটিআর।
advertisement
advertisement
এদিকে ১১ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আলিয়া অভিনীত ‘জিগরা’। অ্যাকশন প্যাকড এই ছবিতে রয়েছেন বেদাং রায়নাও। ২ ঘণ্টা ৩৫ মিনিটের ছবি ‘জিগরা’। এককথায় দীর্ঘই বলা চলে। তবে মুক্তির দিনক্ষণ ঘোষণার পর থেকেই এই ছবি নিয়ে চর্চা তুঙ্গে।
ইতিমধ্যেই সামনে এসেছে ছবির ট্রেলার। আলিয়া এবং বেদাং ছবিতে ভাইবোনের ভূমিকায় অভিনয় করেছেন। গভীর রাতে আলিয়ার কাছে একটা ফোন আসে। বলা হয়, তাঁর ভাই অঙ্কুর (বেদাং রায়না) গ্রেফতার হয়েছে। এখান থেকে ট্রেলার শুরু হচ্ছে। আলিয়া জিজ্ঞেস করছেন, ভুল কিছু করেছে? রক্ত পরীক্ষার রিপোর্ট ঠিক আছে তো? এরপর দেখা যাচ্ছে, অঙ্কুরকে বিদেশের একটি আদালতে তোলা হয়েছে। সেখানে তিনি কারও কথা বুঝতে পারছেন না।
advertisement
এরপর ভাইকে বাঁচাতে নামেন আলিয়া। ট্রেলারে অ্যাকশন সিকোয়েন্সের ছড়াছড়ি। বেশ কিছু সাহসী স্টান্ট করতেও দেখা গিয়েছে আলিয়া। তবে শেষ পর্যন্ত আলিয়া ভাইকে বাঁচাতে পারবেন কি না সেই গল্পই বলবে ‘জিগর’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2024 5:40 PM IST