Kareena Kapoor Khan in Darjeeling: দার্জিলিংয়ে মন মজেছে করিনার! পথের ধারে যা খেলেন, সক্কলে তো অবাক

Last Updated:

শ্যুটিং চলাকালীন পাহাড়ের রাস্তায় বসে ভাজাভুজি খাওয়ায় ডুব দিয়েছেন ফিটনেস-প্রিয় নায়িকা। (Kareena Kapoor Khan in Darjeeling)

Kareena Kapoor Khan in Darjeeling
Kareena Kapoor Khan in Darjeeling
#কলকাতা: দার্জিলিংয়ে দারুণ উপভোগ করছেন করিনা কাপুর খান। ওটিটি-র দুনিয়ায় এবার অভিষেক করতে চলেছেন নায়িকা। আর সেই শ্যুটিংয়ের কাজেই গত কয়েকদিন ধরে কুইন অফ হিলসে রয়েছেন নায়িকা। ছবির নাম 'দ্য ডিভোশন অফ সাসপেক্স এক্স'। সোমবার করিনা কাপুর খান শেয়ার করেছেন দারুণ এক ভিডিও। সেটি তোলা হয়েছে রবিবারের দুপুরে। শ্যুটিং চলাকালীন পাহাড়ের রাস্তায় বসে ভাজাভুজি খাওয়ায় ডুব দিয়েছেন ফিটনেস-প্রিয় নায়িকা। (Kareena Kapoor Khan in Darjeeling)
করিনা নিজেই এই ভিডিও শেয়ার করেছেন। করিনা ও অভিনেতা বিজয় ভার্মাকে রাস্তার ধারে বসে গরম গরম আলু ভাজা খাচ্ছেন। যাকে বলে ফ্রেঞ্চ ফ্রাইস। করিনা ফ্রেঞ্চ ফ্রাইয়ে কামড় দিয়ে ভিডিওতে লুক দিয়েছেন। পাশেই বিজয় শর্মা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে চায়ে চুমুক দিচ্ছেন দেখা গিয়েছে। করিনা পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'ভেরিফাইড, যখন খুব ঠান্ডা থাকে, জানেন কী করতে হয়। ফ্রেঞ্চ ফ্রাই তাতে চাট মশলা ও লাল লঙ্কা দাও।'
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: পড়ুয়াদের জন্য প্র্যাকটিকাল ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে, হাওড়ায় দারুণ উদ্যোগ
গতকালই দার্জিলিংয়ে স্বামী সইফ আলি খানের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন করিনা। ছবির প্রযোজক জয় শেওয়াক্রামানি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ছবিতে দেখা যায় করিনা কাপুর, স্বামী সইফ আলি খান, গৌরব কে চাওলা ও অন্যদেক। সকলেই দার্জিলিংয়ের কোনও এক শীতের রাতে ওয়াইনের গ্লাস নিয়ে ডিনার ডেটে ব্যস্ত রয়েছেন। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, দার্জিলিং নাইটস প্রিয়দের সঙ্গে।
advertisement
কয়েকদিন আগে সইফ আলি খান ও বড় ছেলে তৈমুরের সঙ্গে করিনার দার্জিলিং বেড়ানোর ছবি ভাইরাল হয়েছিল। সেখানেই তাঁদের সঙ্গে রয়েছে ছোট ছেলে জেহ আলি খানও। ডিভোশন অফ সাসপেক্ট এক্স একটি মার্ডার মিস্ট্রি। যেখানে জাপানি লেখক কিগো হিগাশিনো-র লেখা গল্প নিয়ে সিনেমাটি হচ্ছে। এক মহিলার গল্প। যে মনে করে যে তাঁর তাঁর অত্যাচারী স্বামীর কবল থেকে বেঁচে বেরিয়েছেন। কিন্তু যখনই তিনি যা চান, ঘটনা পরম্পরা সেইভাবে চলে না। কারিনার সঙ্গে জয়দীপ অহলওয়াত ও বিজয় বর্মাও রয়েছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kareena Kapoor Khan in Darjeeling: দার্জিলিংয়ে মন মজেছে করিনার! পথের ধারে যা খেলেন, সক্কলে তো অবাক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement