Karan Johar-Tota Roy Chowdhury: নৃত্যশিল্পীর ভূমিকায় কামাল টোটার! এই চরিত্রের সঙ্গে আত্মিক যোগ রয়েছে খোদ পরিচালকের; কেন এমন বললেন করণ?

Last Updated:

‘রানি’ অর্থাৎ নায়িকা আলিয়া ভাটের বাবার চরিত্রে দেখা গিয়েছে টোটা রায়চৌধুরীকে। যেখানে তিনি একজন নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। আর এই চরিত্রটি করণ জোহরের মনের খুবই কাছের, এমনটাই জানিয়েছেন খোদ পরিচালক।

নৃত্যশিল্পীর ভূমিকায় কামাল টোটার! এই চরিত্রের সঙ্গে আত্মিক যোগ রয়েছে খোদ পরিচালকের; কেন এমন বললেন করণ?
নৃত্যশিল্পীর ভূমিকায় কামাল টোটার! এই চরিত্রের সঙ্গে আত্মিক যোগ রয়েছে খোদ পরিচালকের; কেন এমন বললেন করণ?
কলকাতা: প্রায় ৭ বছরের বিরতি। আর সেই বিরতি কাটিয়ে ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ ছবির হাত ধরে আবারও পরিচালনায় ফিরেছেন করণ জোহর। আর ফিরেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। ছবি মুক্তির পরে রণবীর সিং ও আলিয়া ভাটের পাশাপাশি প্রশংসিত হচ্ছে বাঙালি অভিনেতা-অভিনেত্রী টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের অভিনয়ও। বিশেষ করে টোটা রায়চৌধুরী অভিনীত চরিত্রটি নিয়ে বেশ সাড়া পড়ে গিয়েছে। ‘রানি’ অর্থাৎ নায়িকার বাবার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। যেখানে তিনি একজন নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। আর এই চরিত্রটি করণ জোহরের মনের খুবই কাছের, এমনটাই জানিয়েছেন খোদ পরিচালক।
এক সংবাদমাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে টোটা রায়চৌধুরী অভিনীত চরিত্রটির প্রসঙ্গে উত্থাপন করেন করণ। জানান, “সবথেকে বেশি ভালবাসা পেয়েছে এই চরিত্রটি। আর আমার ছোটবেলার অভিজ্ঞতা থেকে ‘ধার’ করেই এই চরিত্রটিকে তিলে তিলে তৈরি করেছি আমি।” শৈশবের রঙিন দিনগুলির কথা মনে করে পরিচালক বলে চলেন, “ছেলেবেলায় জনপ্রিয় বলিউডের গানে নাচতে ভালবাসতাম আমি। আর সেই সময় আমি প্রচণ্ড রকম নারীসুলভ ছিলাম। ফলে আমি নিজের ঘরে ওই সব হিন্দি গানের সঙ্গে নাচতাম। আমার বাবা সেই নাচ দেখতেন এবং হাততালি দিয়ে উৎসাহও দিতেন। এমনকী প্রতিবার তাঁর বন্ধুরা এলেও বাবা আমায় বলতেন করণ ওই নাচটা করে দেখাও তো!”
advertisement
advertisement
করণ আরও বলেন যে, “কিন্তু এতে কোনও ভুল আছে সেটা তো আমায় কেউ কখনওই বলেননি। তাই আমিও এটাকে স্বাভাবিক মেনেই বেড়ে উঠেছি। কিন্তু পরে কলেজে গিয়ে আমি দেখেছি যে এই নাচ দেখে লোকে তাকাচ্ছে আর হাসছে। এর জন্য নানা ভাবে সম্বোধনও করা হত। এমন এমন শব্দ ব্যবহার করা হত, যা এখনও আমার মনে রয়ে গিয়েছে। আমার আচরণ হাস্যকর, এই অনুভূতি নিয়েই আমি বড় হয়েছি। এই কারণেই বললাম যে, টোটার চরিত্রটি আমার ছোটবেলা থেকে ‘ধার করা’। আবার টোটার চরিত্রটিকে পর্দায় বলতে শোনা যায় যে, ‘প্রতিভার কোনও লিঙ্গ হয় না’। আমিও এটাই বিশ্বাস করি।”
advertisement
প্রসঙ্গত, টোটা রায়চৌধুরীর কত্থক নাচের দৃশ্যের ছোট ছোট ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁর সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে ছবির ‘রকি’ অর্থাৎ রণবীর সিংকেও। এই দৃশ্য প্রসঙ্গে নেটিজেনদের বক্তব্য, ‘পুরুষতন্ত্র নিপাত যাক’।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Johar-Tota Roy Chowdhury: নৃত্যশিল্পীর ভূমিকায় কামাল টোটার! এই চরিত্রের সঙ্গে আত্মিক যোগ রয়েছে খোদ পরিচালকের; কেন এমন বললেন করণ?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement