Pilkunj: হিংস্র বাঘের ঠান্ডা চাউনিতে এক গা-শিরশিরে অনুভূতি; প্রকাশ পেল ‘পিলকুঞ্জ’-এর প্রথম পোস্টার

Last Updated:

সত্য ঘটনার উপর ভিত্তি করেই ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় এবং রিং এ বেল-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। চলতি মাসেই তা মুক্তি পেতে চলেছে KLiKK ওটিটি প্ল্যাটফর্মে। আর সবথেকে বড় চমক হল, ‘পিলকুঞ্জ’ ওয়েব সিরিজে জুটি বাঁধতে চলেছেন টেলি-পর্দার জনপ্রিয় তারকা শন বন্দ্যোপাধ্যায় এবং তৃণা সাহা।

হিংস্র বাঘের ঠান্ডা চাউনিতে এক গা-শিরশিরে অনুভূতি; প্রকাশ পেল ‘পিলকুঞ্জ’-এর প্রথম পোস্টার
হিংস্র বাঘের ঠান্ডা চাউনিতে এক গা-শিরশিরে অনুভূতি; প্রকাশ পেল ‘পিলকুঞ্জ’-এর প্রথম পোস্টার
কলকাতা: এক সপ্তাহ আগেই মুক্তি পেয়েছিল ফার্স্ট লুক। এবার মুক্তি পেল অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ওয়েব সিরিজ ‘পিলকুঞ্জ’-এর প্রথম পোস্টার। আর দুর্ধর্ষ এই পোস্টারে হিংস্র শ্বাপদের থাবার আঁচড়ের পিছনেই যেন তার নিষ্পলক শীতল চাউনি! যার দরুন শিরদাঁড়া বেয়ে হিমস্রোত নামতে বাধ্য!
সত্য ঘটনার উপর ভিত্তি করেই ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় এবং রিং এ বেল-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। চলতি মাসেই তা মুক্তি পেতে চলেছে KLiKK ওটিটি প্ল্যাটফর্মে। আর সবথেকে বড় চমক হল, ‘পিলকুঞ্জ’ ওয়েব সিরিজে জুটি বাঁধতে চলেছেন টেলি-পর্দার জনপ্রিয় তারকা শন বন্দ্যোপাধ্যায় এবং তৃণা সাহা। এর পাশাপাশি অভিনয় করবেন শঙ্কর দেবনাথ, জয়ী দেবরায়, দেবতনু, বৃষ্টি রায়, সোহম গুহ পত্তাদার, প্রতীক রায়, সৌরভ সাহা, পালওয়াল চক্রবর্তী, গৌতম মৃধা প্রমুখ। পরিচালনার সঙ্গে এই সিরিজের চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বও রয়েছে অর্ণবের উপরে। এছাড়া সাউন্ড ডিজাইন ও শব্দ বিন্যাসের দায়িত্বে রয়েছেন তীর্থঙ্কর মজুমদার। আর ভিস্যুয়াল এফএক্স-এর দায়িত্বে রয়েছেন রজত দলুই।
advertisement
advertisement
উত্তর প্রদেশের ব্র্যাঘ্র সংরক্ষণ এলাকার পাশের একটি গ্রামকেই ঘিরেই তৈরি হয়েছে এই গল্পের পটভূমি। যেখানে হামেশাই হানা দিত নরখাদক। আর প্রাণ হারাতেন নিরীহ গ্রামবাসীরা। কিন্তু এরই মাঝে অবশ্য লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। যা হিংস্র নরখাদক বাঘের থেকেও বেশি ভয়ানক। ২০১৭ সালে উত্তর ভারতে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই সিরিজ। এখানে থাকছে দুষ্কৃতীদের ভয়াবহতা এবং জঙ্গলের গা-ছমছমে রহস্যময় পরিবেশ। যেখানে পদে পদে রয়েছে মৃত্যুর হাতছানি!
advertisement
জঙ্গলের রহস্যভেদ এবং সত্যের অনুসন্ধান করতে ছদ্মবেশে গ্রামে পৌঁছন সাংবাদিক সিদ্ধার্থ। এই সত্য অনুসন্ধানের সফরে তাঁর সঙ্গী হন স্থানীয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বিদিতা। গ্রাম ও জঙ্গলে গিয়ে সিদ্ধার্থর সন্দেহই ঠিক বলে প্রমাণিত হয়। সেখানে দুষ্কৃতীদের ফাঁদে পড়েন তিনি। সেই রহস্যভেদ করে দুষ্কৃতীদের জাল কেটে বেরিয়ে গ্রামের মানুষদের কি রক্ষা করতে পারবেন সিদ্ধার্থ-বিদিতা? এর উত্তর পেতে গেলে দেখতেই হবে ‘পিলকুঞ্জ’!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pilkunj: হিংস্র বাঘের ঠান্ডা চাউনিতে এক গা-শিরশিরে অনুভূতি; প্রকাশ পেল ‘পিলকুঞ্জ’-এর প্রথম পোস্টার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement