ওটিটি-র পর্দা মাতাবে জিৎ-কোয়েল জুটি, ১৫ অগাস্ট এবার হবে জমজমাট!

Last Updated:

চমক হিসেবে বেছে নেওয়া হয়েছে চলতি বছরের স্বাধীনতা দিবসকে। ১৫-এ ১৪ বছরের ব্লকব্লাস্টারের উদযাপন- এই শিরোনামে জিৎ-কোয়েল জুটিকে ওটিটির পর্দায় পেশ করতে চলেছে KLIKK।

ওটিটি-র পর্দা মাতাবে জিৎ-কোয়েল জুটি, ১৫ অগাস্ট এবার হবে জমজমাট!
ওটিটি-র পর্দা মাতাবে জিৎ-কোয়েল জুটি, ১৫ অগাস্ট এবার হবে জমজমাট!
কলকাতা: সুচিত্রা-উত্তম, প্রসেনজিৎ-ঋতুপর্ণা এই দুই প্রজন্ম তো হল! বাঙালির বড় সাধের সেলুলয়েড জুটি। তার পরে কারা?
নির্দ্বিধায় এই ধাপে এসে নাম করতে হয় জিৎ-কোয়েল জুটির। ২০০৩ সালে পরিচালক হরনাথ চক্রবর্তী এই জুটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাদের নাটের গুরু ছবিতে। সেই ছবির নায়ক-নায়িকার রসায়ন পরে বদলে গেল কিংবদন্তিতে।
আক্ষেপের বিষয়, বহু বছর হয়ে গেল একসঙ্গে ছবি করেননি কোয়েল মল্লিক আর জিৎ। শেষ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তীর শেষ থেকে শুরু ছবিতে, ২০১৯ সালে। সেও আজ থেকে ধরলে ওই বছর চারেক আগের কথা।
advertisement
advertisement
তবে, কিছুটা হলেও ভক্তদের পাওনা এবার মিটতে চলেছে KLIKK-এর হাত ধরে। বাংলা ওটিটির পর্দায় সব সময়েই চমক তৈরি করেছে এই প্ল্যাটফর্ম। এবারেও সেই নিয়মের ব্যতিক্রম হবে না।
advertisement
চমক হিসেবে বেছে নেওয়া হয়েছে চলতি বছরের স্বাধীনতা দিবসকে। ১৫-এ ১৪ বছরের ব্লকব্লাস্টারের উদযাপন- এই শিরোনামে জিৎ-কোয়েল জুটিকে ওটিটির পর্দায় পেশ করতে চলেছে KLIKK।
১৫ মানে যে ১৫ অগাস্ট, সেটা বুঝে নিতে অসুবিধে নেই। কিন্তু ১৪ বছরের ব্লকব্লাস্টারের গল্পটা কী?
এই জায়গায় এসে এবার প্রজেক্টের কথা বলতেই হয়। KLIKK ঠিক করেছে এবার থেকে প্রতি মাসে জনপ্রিয় কোনও বাংলা ছবি দেখাবে তাদের প্ল্যাটফর্মে। যার শুরুটা হচ্ছে জিৎ-কোয়েল জুটির হাত ধরে। বেছে নেওয়া হয়েছে জুটির অন্যতম হিট ছবি নীল আকাশের চাঁদনি। সুজিত গুহর পরিচালনায় ছবি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে, মহাসমারোহে পার করেছে ১৪ বছর, তারই উদযাপন এবার বাংলা ওটিটি-তে। এখনও জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে ছবির গান ফেরে সবার মুখে।
advertisement
এই উপলক্ষ্যে ছবির এক বিশেষ ঘোষণা পোস্টারও উন্মোচন করতে চলেছে KLIKK।
এবারের স্বাধীনতা দিবস ভাললাগার স্মৃতিতে ভরিয়ে তোলার এর চেয়ে ভাল উপহার আর কী বা হতে পারে!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ওটিটি-র পর্দা মাতাবে জিৎ-কোয়েল জুটি, ১৫ অগাস্ট এবার হবে জমজমাট!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement