বাড়ির সবার মতো টকটকে ফর্সা রঙ ছিল না কাপুর পরিবারের আদুরে এই কন্যার, তবে সৌন্দর্যে হার মানিয়েছেন করিশ্মা-করিনাকেও, শুনে নিন সেই স্টার-কিডের গল্প
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কাপুর পরিবারের মেয়েদের বিষয়ে আলোচনা হলে সবার আগে মনে আসে করিনা কাপুর এবং করিশ্মা কাপুরের নাম। তবে এই পরিবারের সবথেকে সুন্দরী এবং আদুরে কন্যাটি কে, সেটা কি জানা আছে?
মুম্বই: বি-টাউনের প্রভাবশালী পরিবারগুলির মধ্যে অন্যতম হল কাপুর পরিবার। এই পরিবারের মেয়ে-বৌদের নিয়েও যথেষ্ট চর্চা হয়। আর কাপুর পরিবারের মেয়েদের বিষয়ে আলোচনা হলে সবার আগে মনে আসে করিনা কাপুর এবং করিশ্মা কাপুরের নাম। তবে এই পরিবারের সবথেকে সুন্দরী এবং আদুরে কন্যাটি কে, সেটা কি জানা আছে? আসলে এখানে কথা হচ্ছে, রাজ কাপুর, শাম্মি কাপুর এবং শশী কাপুরের সহোদরা বা বোন তথা পৃথ্বীরাজ কাপুরের কন্যার বিষয়ে।
পৃথ্বীরাজ কাপুর এবং রেশমি মেহরার কন্যাটির নাম হল উর্মিলা সিয়াল কাপুর (Urmila Sial Kapoor)। ১৯৩৩ সালের ৩০ ডিসেম্বর তাঁর জন্ম। রাজ কাপুর এবং শাম্মি কাপুরের থেকে ছোট তিনি। তবে শশী কাপুরের থেকে বয়সে বড়। এক সময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি আরউইন কলেজের ছাত্রী ছিলেন উর্মিলা।
advertisement
advertisement
শোনা যায়, রাজ কাপুর এবং তাঁর ভাইরা একমাত্র বোনের সঙ্গে খুবই খুনসুটি করতেন। তবে কাপুর পরিবারের অন্যান্য সদস্যদের মতো তাঁর গায়ের রঙ একেবারেই টকটকে ফর্সা ছিল না। বরং উর্মিলার গায়ের রঙ ছিল শ্যামলা। আর সেই কারণে তাঁর পিছনে লাগতেন দাদারা।

advertisement
কাপুর পরিবারের ওয়েবসাইট জংলি থেকে জানা যাচ্ছে যে, একবার উর্মিলা বলেছিলেন যে, “আমার গায়ের রঙ একটু শ্যামলা ছিল। তাই আমার দাদারা আর ভাই আমার পিছনে লাগত। বলত যে, আমি ওদের আসল বোন নই। মা-বাবা আমায় দত্তক নিয়েছে। কারণ ওদের কোনও বোন হয়নি। কিন্তু তারপরে আমায় বোঝাত যে, আমি সমস্ত কাপুরদের মধ্যে সেরা।”
advertisement
সেই সময় কাপুর পরিবারের কন্যাদের রুপোলি দুনিয়ায় আসার অনুমতি ছিল না। সেই কারণেই অভিনয় জগতে আসেননি উর্মিলা সিয়াল কাপুর। বরং অল্প বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু কাপুররা অত্যন্ত ধনী পরিবারে নিজেদের কন্যার বিয়ে দিয়েছিল। আর উর্মিলার স্বামীর নাম ছিল চিরঞ্জিত সিয়াল। নাগপুরের কয়লা খনির মালিক ছিল সিয়াল পরিবার। উর্মিলা আর চিরঞ্জিতের কোল আলো করে আসে তিন কন্যা অনুরাধা, প্রীতি, নমিতা এবং এক পুত্র যতীন সিয়াল।
advertisement

Photo: junglee/jatinprithvirajkapoor)
উর্মিলা সিয়াল কাপুরের ৬০-তম জন্মদিনটা বেশ ধুমধাম রপেই পালিত হয়েছিল। কিন্তু তার পরের দিনই জীবনে কোন দুর্যোগ নেমে আসতে চলেছে, সেটা স্বপ্নেও আঁচ করতে পারেননি কেউই। আসলে উর্মিলার জন্মদিনের পরের দিনই অর্থাৎ ১৯৯৩ সালের ৩১ ডিসেম্বর মৃত্যু হয়েছিল তাঁর স্বামীর। এরপর ২০০১ সালের ২৫ জুলাই মাত্র ৬৭ বছর বয়সে প্রয়াত হন উর্মিলা।
advertisement
নিজে অভিনয় না করলেও তাঁর পুত্র যতীন অভিনয় দুনিয়ায় পা রেখেছেন। একাধিক ছবিতে কাজ করেছেন। ঋষি কাপুর পরিচালিত ‘আ অব লওট চলে’ ছবিতে অভিনয় করেছেন যতীন। আবার শাহিদ কাপুরের ‘বিবাহ’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। এর পাশাপাশি একাধিক টিভি শো এবং ওটিটি-তে চুটিয়ে কাজ করেছেন। ‘আহট’, ‘সাঁস’, ‘সঞ্জীবনী’, ‘তশন-এ-ইশক’-এর মতো টেলি-ধারাবাহিকে অভিনয় করেছেন যতীন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2025 4:04 PM IST