Kapil Sharma Show: কপিল শর্মার শোয়ে ফিরছেন নভজ্যোত সিং সিধু? অর্চনা পূরণ সিং কি তাহলে বাদ গেলেন! হলটা কী?

Last Updated:

Kapil Sharma Show: প্রশ্নটা উঠেছে সম্প্রতি কপিল শর্মার শোয়ের নতুন এপিসোডের প্রোমোতে বিচারকের আসনে ফের নভজ্যোত সিং সিধুকে দেখতে পাওয়ায়।

কপিল শর্মা শো
কপিল শর্মা শো
মুম্বই: ২০১৯ সালের ঘটনা। সে বার কপিল শর্মার শোয়ের বিচারকের আসন থেকে বাদ পড়েছিলেন নভজ্যোত সিং সিধু। তাঁর জায়গায় এসেছিলেন অর্চনা পূরণ সিং। আর এবার ২০২৪ সালে ফের বিচারকের আসনে দেখা যাচ্ছে নভজ্যোত সিং সিধুকে। অর্চনা পূরণ সিং কি তাহলে এবার বাদ পড়লেন?
সত্যি বলতে কী কপিল শর্মা শো না হয়ে নামটা কপিল শর্মা কনট্রোভার্সিয়াল শো হলেই যেন ভাল হত! শুরু থেকেই এই সম্প্রতি একের পর এক বিতর্কে জড়িয়েছে দেশের অন্যতম জনপ্রিয় এই কমেডি শো। কখনও শহিদ জওয়ান, কখনও বা রবীন্দ্রনাথ ঠাকুর- বিতর্কের কেন্দ্র শুধু বদলে গিয়েছে। এবার কি সেই রকম ভাবেই বিচারকে বদল?
advertisement
প্রশ্নটা উঠেছে সম্প্রতি কপিল শর্মার শোয়ের নতুন এপিসোডের প্রোমোতে বিচারকের আসনে ফের নভজ্যোত সিং সিধুকে দেখতে পাওয়ায়। সঙ্গে সঙ্গে তা নিয়ে দেশ তোলপাড়! তবে আদতে কী ঘটছে, তা জানার জন্য প্রোমোতে চোখ রাখাই উচিত হবে।
advertisement
আরও পড়ুন: ডিসেম্বর থেকে পিল পিল করে দিঘায় ছুটবেন পর্যটক, ২-৩ দিনে ঘুরে আসা আর হবে না! কেন জানেন?
সেখানে কপিল শর্মা এমন ভাব করছেন যেন অর্চনা পূরণ সিংয়ের চেহারায় কিছু বদল এসেছে এবং এখন তাঁকে নভজ্যোত সিং সিধুর মতো দেখতে হয়ে গিয়েছে। শোনা মাত্রই নভজ্যোত সিং সিধু সঙ্গে সঙ্গে ঘোষণা করেছেন যে এটা আদতেই তিনি, অন্য কেউ নন।
advertisement
অর্চনা পূরণ সিংও চুপ করে বসে থাকেননি। প্রোমোতে দেখা যাচ্ছে যে তিনি সোজা মঞ্চে গিয়ে উঠেছেন এবং কপিল শর্মার কথা মাঝপথে থামিয়ে তাঁকে বলেছেন, কপিল, সর্দার সাবকে আমার চেয়ার ছেড়ে দিতে বলো! উনি আমার জায়গা দখল করে রেখেছেন!
আরও পড়ুন: ‘বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে!’ এবার ‘নাম’ বলে দিলেন সঞ্জয়! আরজি কর বিচারপর্বের শুরুতেই ‘বিস্ফোরণ’
এর পরেই চমক! দেখা গিয়েছে প্রোমোতে ক্রিকেট তারকা হরভজন সিংকে, তিনি স্পষ্ট পক্ষ নিয়ে বলছেন যে নভজ্যোত সিং সিধুর চেয়ে ভাল বিচারক আর কেউ হতেই পারেন না, সে যতই কেউ তাঁর জায়গা নিন না কেন!
advertisement
বিতর্ক আরও বাড়ার আগেই এর পর নির্মাতাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সবটাই সাজানো! আসলে নভজ্যোত সিং সিধু বিচারক হয়ে নয়, ওই বিশেষ এপিসোডে এসেছেন অতিথি হয়ে। যেখানে অতিথি হিসেবে স্ত্রী গীতা বসরার সঙ্গে উপস্থিত থাকছেন হরভজন সিংও।
বলে রাখা ভাল, ২০১৯ সালে পুলওয়ামা ঘটনা নিয়ে মন্তব্যের জেরে কপিল শর্মা শো থেকে নির্মাতারা নভজ্যোত সিং সিধুকে সরিয়ে দেন। নভজ্যোত সিং সিধু নিজে অবশ্য এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন অন্য কথা। জানিয়েছিলেন বিধান সভা সেশনের জন্য তিনি শোয়ের শ্যুটিংয়ে হাজিরা দিতে পারছেন না!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kapil Sharma Show: কপিল শর্মার শোয়ে ফিরছেন নভজ্যোত সিং সিধু? অর্চনা পূরণ সিং কি তাহলে বাদ গেলেন! হলটা কী?
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement