টাকা দিলে ব্রক্ষ্মাস্ত্রর মতো সিনেমাও হিট হয়, বিস্ফোরক দাবি কঙ্গনার

Last Updated:

Kangana Ranaut to Brahmastra : বক্স অফিসের পরিসংখ্যানকে অত্যন্ত কারচুপি বলে দাবি জানিয়েছেন কঙ্গনা রানাউত

#মুম্বই: কঙ্গনা রানাউত 'ব্রহ্মাস্ত্র' নিয়ে মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই নেটদুনিয়া উত্তাল। বক্স অফিসের পরিসংখ্যানকে অত্যন্ত কারচুপি বলে দাবি জানিয়েছেন তিনি। রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি এমন মন্তব্য করেছেন। সহ-প্রযোজক করণ জোহর শনিবার বলেছিলেন ব্রহ্মাস্ত্র বিশ্বব্যাপী সিনেবাজারে ৭৫ কোটির মোট ব্যবসা করে নিয়েছে।
কঙ্গনা ব্রহ্মাস্ত্রের 'ব্যবসা পরিসংখ্যান' সম্পর্কে চলচ্চিত্র নির্মাতা-লেখক ইরে মৃদুলা ক্যাথারের টুইট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “সুতরাং কিছু বাণিজ্য বিশ্লেষক #ব্রহ্মাস্ত্র পরিসংখ্যান দিচ্ছেন না, কারণ সেগুলি সম্পূর্ণভাবে কারসাজি করা হয়েছে। যাঁরা নকল পরিসংখ্যান নিয়ে গার্জাচ্ছেন তাঁদের মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে। এই হেরফের সম্ভবত এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় ৬০-৭০ শতাংশের বেশি জাল পরিসংখ্যান।” তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এটির প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা লিখেছেন, "বাহ! এটি একটি নতুন আইন… ৭০ শতাংশ।"
advertisement
advertisement
ব্রহ্মাস্ত্র হল পরিচালক অয়ন মুখার্জির দীর্ঘ প্রতীক্ষিত একটা প্রডেক্ট, যা শুক্রবার সিনেমা হলে মুক্তি পেয়েছে। এতে রণবীর কাপুর এবং আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন রয়েছে অভিনয়ে। শাহরুখ খান এবং বলিউডের আরও কয়েকজন বড় নাম ক্যামিও করেছেন সিনেমায়।
advertisement
বক্সঅফিস.কম-এর মতে ব্রহ্মাস্ত্র ভারতে ৩৭কোটির ব্যবসা করেছে। দুই দিনের মধ্যে ঘরোয়া বক্স অফিসে মোট ৭৬কোটি আয় করে। এটি সপ্তাহান্তে প্রায় ৯-১০মিলিয়ন আয়ের পূর্বাভাস দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টাকা দিলে ব্রক্ষ্মাস্ত্রর মতো সিনেমাও হিট হয়, বিস্ফোরক দাবি কঙ্গনার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement