একের পর এক বায়োপিক, এবার নটী বিনোদিনী সাজবেন কঙ্গনা রানাওয়াত

Last Updated:

নটী বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। পরিচালনায় থাকছেন প্রদীপ সরকার।

নটী বিনোদিনী সাজবেন কঙ্গনা রানাওয়াত
নটী বিনোদিনী সাজবেন কঙ্গনা রানাওয়াত
#মুম্বই: আজও কতটা প্রাসঙ্গিক নটী বিনোদিনীর জীবন, তা ফের একবার প্রমাণিত হল। বাংলার পর এবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বায়োপিক হতে চলেছে নটী বিনোদিনীর। নটী বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। পরিচালনায় থাকছেন প্রদীপ সরকার।
গত মাসেই 'নটী বিনোদিনী'র বায়োপিকের ঘোষণা সেরেছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। বিনোদিনী দাসীর চরিত্রে রুক্মিণী মৈত্রর ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছিল। এর মাঝেই চমকে দেওয়ার মতো খবর। পতিতাপল্লীতে জন্ম বিনোদিনী দাসীর। মাত্র ১২ বছর বয়সে বাংলা থিয়েটারের জগতে পা দেন বিনোদিনী। সেই সময় রঙ্গমঞ্চে মেয়েদের কাজ করবার চল ছিল না। মাত্র ১১ বছরের কেরিয়ারে বাংলা থিয়েটারের দশা আর দিশা বদলে দিয়েছিলেন নটী বিনোদিনী।
advertisement
আরও পড়ুন: ৩০ হাজার টাকার জন্য পিটিয়ে খুনের অভিযোগ, কৃষ্ণনগরে চাঞ্চল্য
হিন্দিতে 'নটী বিনোদিনী'র বায়োপিক পরিচালনা করতে চলেছেন 'পরিণীতা' 'মর্দানি' পরিচালক প্রদীপ সরকার। কাহিনি লিখেছেন প্রকাশ কাপাডিয়া। আনুষ্ঠানিক বিবৃতিতে কঙ্গনা জানিয়েছেন, 'আমি প্রদীপ সরকার জি-র বড় ভক্ত, এই সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। প্রকাশ কাপাডিয়া জি-র সঙ্গেও প্রথমবার কাজ করতে চলেছি, আমি খুব উত্তেজিত এই অসাধারণ একটা যাত্রার অংশ হতে পেরে'।
advertisement
advertisement
আরও পড়ুন: দুয়ারে সরকার নিয়ে বিরাট ঘোষণা মমতার! উত্তরবঙ্গকে বললেন, 'ভালবাসি'
ঞ্চে প্রমিলা, সীতা,দ্রৌপদী, রাধা, মতিবিবি, কলাপকুণ্ডলার থেকে শ্রীচৈতন্য- একাধিক ঐতিহাসিক কিংবা সাহিত্য ও পুরাণনির্ভর চরিত্রকে তুলে ধরলেন নটী বিনোদিনী। নিজের আত্মজীবনীও লিখে গিয়েছেন তিনি। কঙ্গনার ফিল্মোগ্রাফিতে যুক্ত হল আরও একটি বায়োপিক। এর আগে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ, জয়ললিতার বায়োপিকে অভিনয় করেছেন কঙ্গনা। আপতত 'এমার্জেন্সি' নিয়ে ব্যস্ত অভিনেত্রী। এই ছবিতে ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা, যদিও এটি ইন্দিরার বায়োপিক নয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
একের পর এক বায়োপিক, এবার নটী বিনোদিনী সাজবেন কঙ্গনা রানাওয়াত
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement