Kailash Kher: গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা! কী ভাবে প্রাণে বাঁচলেন কৈলাস, জেনে নিন

Last Updated:

Kailash Kher: ব্যবসা নিয়ে অসন্তোষ এবং সহেন্দের উদ্রেক হয় গায়কের মনে। প্রত্যেক ক্ষেত্রেই নিজেকে ব্যর্থ মনে হতে থাকে তাঁর। মানসিক ভাবে ভেঙে পড়েন তরুণ কৈলাস।

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন কৈলাশ
নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন কৈলাশ
মুম্বই: গায়ক হিসেবে তিনি কতটা সফল, সেই খতিয়ান আর নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। বিগত কয়েক দশক ধরে সঙ্গীত জগতে দাপটের সঙ্গে নিজের জায়গা ধরে রেখেছেন কৈলাস খের। কিন্তু এ হেন সফল শিল্পীও ডুবেছিলেন এক সময়ে হতাশার নিকষ অন্ধকারে। চেয়েছিলেন নিজেকে শেষ করে দিতে।
সে বহু বছর আগের কথা। কৈলাসের বয়স তখন ২০ বা ২১। দিল্লিতে নিজের মতো করে জিনিসপত্র রপ্তানির ব্যবসা শুরু করেছিলেন গায়ক। শিল্পীদের হাতে তৈরি নানা জিনিস জার্মানিতে রপ্তানি করতেন তিনি। কিন্তু সেই ব্যবসা নিয়ে অসন্তোষ এবং সহেন্দের উদ্রেক হয় গায়কের মনে। প্রত্যেক ক্ষেত্রেই নিজেকে ব্যর্থ মনে হতে থাকে তাঁর। মানসিক ভাবে ভেঙে পড়েন তরুণ কৈলাশ। হতাশায় ডুবে গিয়ে একদিন গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন তিনি।
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে কৈলাস বলেন, "হঠাৎই আমার ব্যবসাটা একদম পড়ে যায়। ব্যবসায় একাধিক সমস্যার সম্মুখীন হওয়ার পর আমি হৃষিকেশে চলে যাই পুরোহিত হওয়ার জন্য। কিন্তু আমি নিজেকে সেখানে খাপ খাওয়াতে পারছিলাম না। ওখানে সবাই বয়সে আমার চেয়ে ছোট।ওদের মতামতের সঙ্গে আমার ভাবনাচিন্তা মিলছিল না।"
advertisement
advertisement
অন্ধকার দিনের সেই স্মৃতি আজও অমলিন কৈলাসের মনে। তিনি বলেন, "আমি সব কিছুতেই ব্যর্থ হচ্ছিলাম। খুব হতাশ লাগছিল। তাই একদিন গঙ্গায় ঝাঁপ দিয়ে দিই।"
সেই সময়ে ঘাটে বসে থাকা এক ব্যক্তি কৈলাসকে জলে ডুবে যেতে দেখে ফেলেন। তাঁর তৎপরতাতেই প্রাণে বাঁচেন গায়ক।
advertisement
নিজেকে শেষ করে দেওয়ার মুহূর্তেই নতুন করে জীবন ফিরে পেয়েছিলেন কৈলাস। এর পরেই ঘুরে দাঁড়ান তিনি। মুম্বই এসে গানের জগতে নিজের জন্য জায়গা তৈরি করেন। নতুন অধ্যায় শুরুর পর আর পিছন ফিরে তাকাননি গায়ক।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kailash Kher: গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা! কী ভাবে প্রাণে বাঁচলেন কৈলাস, জেনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement