June Aunty : শ্রীময়ী আগেই শেষ! কিন্তু নতুন বছরে নতুন রূপে ফিরে এল জুন আন্টি, দেখুন ভিডিও

Last Updated:

June Aunty: ২০২১ এর ডিসেম্বরে এই শ্রীময়ী-র সমাপ্তি হলেও, জুন আন্টি-কে এখনও ভুলতে পারেনি ধারাবাহিক প্রেমী দর্শক।

শ্রীময়ী আগেই শেষ! কিন্তু নতুন বছরে নতুন রূপে ফিরে এল জুন আন্টি, দেখুন ভিডিও
শ্রীময়ী আগেই শেষ! কিন্তু নতুন বছরে নতুন রূপে ফিরে এল জুন আন্টি, দেখুন ভিডিও
#কলকাতা: স্টার জলসার ধারাবাহিক শ্রীময়ী শেষ হয়েছে গত বছরেই। এই ধারাবাহিক দর্শকদের মাঝে কতটা সাড়া ফেলেছিল তা বলার অবকাশ রাখে না। বিশেষ করে ধারাবাহিকে খলনায়িকার চরিত্র অর্থাৎ জুন আন্টি খুবই জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। ২০২১ এর ডিসেম্বরে এই শ্রীময়ী-র সমাপ্তি হলেও, জুন আন্টি-কে এখনও ভুলতে পারেনি ধারাবাহিক প্রেমী দর্শক।
শ্রীময়ী ধারাবাহিক নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রবল হইচই হয়েছে। এমনকি জুন আন্টিকে নিয়ে নানা রকমের মজার মিমও তৈরি হয়েছে। তবে ধারাবাহিক শেষ হলেও জুন আন্টির ঘোর থেকে বেরোতে পারেনি দর্শক। আর তাই আবার ফিরে এল উষসী চক্রবর্তী অভিনীত সেই খলনায়িকার চরিত্রটি।
advertisement
advertisement
উষসী নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তিনি আবার জুন আন্টিকে নিয়ে এসেছেন। কারণ দর্শকের অনেকেই তাঁকে জানিয়েছিলেন যে তাঁরা জুন আন্টিকে মিস করছেন। তাই দর্শকদের অনুরোধে ফের হাজির জুন আন্টি। সেই স্লিভলেস ব্লাউজের সঙ্গে শাড়ি আর কপালে টিপ। আর সেই চেনা মুখের অভিব্যক্তি। এমনই একটি ভিডিও শেয়ার করেছেন উষসী।
advertisement
ভিডিওটি শেয়ার করে উষসী লিখছেন, "শেষ হয়েও জুন আন্টি র গল্প যেন শেষ হতেই চায় না। অনেকেই জানিয়েছেন খুব নাকি জুন আন্টিকে মিস করছেন তারা। তাই on public demand নতুন বছরে নতুন ফর্মে জুন আন্টিকে হাজির করলাম। দেখ তো চিনতে পার কি না !"
ভিডিওতে শ্রীময়ী ধারাবাহিক থেকেও এক টুকরো ক্লিপ রয়েছে। ভিডিওটিতে ফের জুন আন্টিকে দেখতে পেয়ে হাসির রোল ওঠে নেট দুনিয়ায়। উষসীর অনুরাগীরাও ভিডিওটি পছন্দ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময়ও লাগেনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
June Aunty : শ্রীময়ী আগেই শেষ! কিন্তু নতুন বছরে নতুন রূপে ফিরে এল জুন আন্টি, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement