Jeetu-Nabanita: "নোংরা আমি, বজ্জাত আমি..." নবনীতার সঙ্গে আইনি ডিভোর্সের পরেই লিখলেন জিতু! এ কীসের ইঙ্গিত

Last Updated:

Jeetu-Nabanita: একসময়ের বহু চর্চিত জুটি নবনীতা দাস ও জিতু কমল। গত বছরের জুন মাসে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিলেন। বয়সে ১০ বছরের ছোট স্ত্রী নবনীতা। তাঁর ও জিতুর ছিল পাঁচ বছরের সংসার। সেই দাম্পত্যে ইতি টেনেছেন এই জুটি, পেরিয়ে গিয়েছে বেশ কয়েক মাস। কিন্তু তারমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জিতুর পোস্ট ঘিরে চাঞ্চল্য।

নবনীতা দাস ও জিতু কমল
নবনীতা দাস ও জিতু কমল
কলকাতা: একসময়ের বহু চর্চিত জুটি নবনীতা দাস ও জিতু কমল। গত বছরের জুন মাসে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিলেন। বয়সে ১০ বছরের ছোট স্ত্রী নবনীতা। তাঁর ও জিতুর ছিল পাঁচ বছরের সংসার। সেই দাম্পত্যে ইতি টেনেছেন এই জুটি, পেরিয়ে গিয়েছে বেশ কয়েক মাস। কিন্তু তারমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জিতুর পোস্ট ঘিরে চাঞ্চল্য।
গত জুনে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা। এই কথা প্রথম প্রকাশ্যে আনেন নবনীতা। তারপর সোশ্যাল মিডিয়া ভরে ওঠে তাঁদের নানা পোস্টে। প্রথমে দেখে মান-অভিমান মনে হলেও সময় যত এগোতে থাকে তত বোঝা যায় যে বিচ্ছেদের সম্ভাবনা প্রবল। জানান ভাল থাকার জন্যই আলাদা হয়েছিলেন তাঁরা, এমনটাই জানান জিতু-নবনীতা। সময় না দেওয়ার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে।
advertisement
advertisement
তবে বিচ্ছেদের পর কয়েক মাস অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার পোস্ট করে জানান তিনি প্রাক্তনকে মিস করছেন। সেসব দেখে অনেক অনুরাগী ভেবেছিলেন তাঁরা আবার এক হবেন। কিন্তু তা আর হয় না, গত বছরের ১৭ নভেম্বর খাতায় কলমে বিচ্ছেদ হয়ে যায় জিতু-নবনীতার। ডিভোর্স পাওয়ার পরও অবশ্য মাঝে মাঝে নবনীতা জিতুর সঙ্গে কাটানো পুরানো নানা মুহূর্তের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে বর্তমানে তাঁরা দুজনেই তাঁদের কাজ নিয়ে ব্যস্ত।
advertisement
ইতিমধ্যেই বহু ছবিতে কাজ করে ফেলেছেন জিতু। তাঁর অভিনও যথেষ্ঠ প্রশংসা কুড়িয়েছে। সদ্যই তাঁর ছবি ‘সেদিন কুয়াশা ছিল’ মুক্তি পেয়েছে। তবে সব কিছুর মাঝেই এক অদ্ভুত পোস্ট করলেন জিতু। সোশ্যাল কয়েক লাইন লেখেন। কিন্তু আচমকাই এমন কথা কেন লিখলেন তিনি সামাজিক মাধ্যমে তা অবশ্য এখনও ধোঁয়াশা। তবে এমন নানা লেখা তিনি মাঝে মধ্যেই লিখে থাকেন। এটা কি সেরকমই একটি লেখা, নাকি তাঁর ব্যক্তিগত জীবনের কোনও ইঙ্গিত তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে অভিনেতার বহু অনুরাগী তাঁর এই লেখা পড়ে মুগ্ধ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu-Nabanita: "নোংরা আমি, বজ্জাত আমি..." নবনীতার সঙ্গে আইনি ডিভোর্সের পরেই লিখলেন জিতু! এ কীসের ইঙ্গিত
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement