Jawan Box Office Day 1: প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে 'জওয়ান'! সর্বকালের বড় বলিউড ওপেনার শাহরুখের ছবি
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Jawan Box Office Collection Day 1: বহু অপেক্ষা পর অবশেষে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ছবি 'জওয়ান'। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান প্রি-টিকিট বুকিং-এ গড়েছিল রেকর্ড।
কলকাতাঃ ‘পাঠান’-এর পর ফের পর্দায় শাহরুখ ম্যাজিক। বহু অপেক্ষা পর অবশেষে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান প্রি-টিকিট বুকিং-এ গড়েছিল রেকর্ড। কিন্তু প্রথমদিনে, সর্বকালের সবচেয়ে বড় বলিউড ওপেনার হয়ে বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দিল কিং খানের ‘জওয়ান’।
আরও পড়ুনঃ শাহরুখের জওয়ান-জ্বরে কাবু দেশ! ইন্টারভালে মহা ধামাকা দেখে ভক্তদের মত, হিন্দি ছবিতে প্রথম!
অগ্রিম টিকিট বুকিং-এ প্রায় ১৪ লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত, ‘জওয়ান’ আজ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। Sacnilk.com-এর একটি প্রতিবেদন অনুসারে, জওয়ান ইতিমধ্যেই ভারতের বক্স অফিসে ৩৫.৬ কোটি টাকা আয় করেছে। জওয়ান প্রায় ১০,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। ভারতীয় চলচ্চিত্রের জন্য সর্বকালের বড় রেকর্ড করল অ্যাকশন ঘরানার ছবি ‘জওয়ান’।
advertisement
advertisement
“হিন্দি: ৬৫ কোটি নেট / ৭৭ কোটি মোট
তামিল: ৪.০০ কোটি নেট / ৪.৭৫ কোটি মোট
তেলুগু: ৪.০০ কোটি নেট / ৪.৭৫ কোটি মোট
সর্বভারতীয়: ৭৩.০০ কোটি নেট / ৮৪.৫০ কোটি মোট”
বিদেশে, ‘জওয়ান’ প্রথম দিনে ৫০ কোটি টাকার বেশি সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে। সুতরাং, ‘জওয়ানের’ সামগ্রিক বিশ্বব্যাপী আয় প্রথম দিনে প্রায় ১৪০ কোটি টাকা।
advertisement
‘জওয়ান’-এ দীপিকা পাড়ুকোনকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। ছবিটির প্রথম শো শুরু হয় সকাল ৬ টায়। ফিল্ম বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ নিউজ ১৮-কে বলেছেন যে, ভারতে সব ভাষা মিলিয়ে ‘জওয়ান’-এর প্রথম দিন বক্স অফিস সংগ্রহ ৮৫ কোটি টাকা হতে পারে। ছবিটি বিশ্বব্যাপী হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 2:27 PM IST