Janhvi Kapoor on Bangladesh Unrest: দীপু দাসকে পিটিয়ে-পুড়িয়ে খুনের তীব্র নিন্দা জাহ্নবীর, 'বর্বরোচিত' আখ্যা দিয়ে মুখ খুললেন বলিউড নায়িকা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Janhvi Kapoor on Bangladesh Unrest: বাংলাদেশে সংখ্যালঘু যুবককে পিটিয়ে-পুড়িয়ে খুনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুখ খুললেন বলিউডের নায়িকা জাহ্নবী কাপুর।
কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘু যুবককে পিটিয়ে-পুড়িয়ে খুনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুখ খুললেন বলিউডের নায়িকা জাহ্নবী কাপুর। জাহ্নবী ময়মনসিংহে ২৭ বছরের সংখ্যালঘু যুবক দীপু দাসকে বেঁধে মেরে, জ্বালিয়ে দেওয়ার ঘটনাকে ‘বর্বরোচিত’ বলে ব্যাখ্যা করেছেন।
এইভাবে খুনকে তিনি পাশবিক হত্যাকাণ্ড বলেছেন। তাঁর কথায়, যে কোনও, যে উদ্দেশ্যেই হোক না কেন, উগ্রবাদ নিপাত যাক। ইনস্টাগ্রামে পোস্ট করে জাহ্নবী লিখেছেন, ‘বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা বর্বর। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এক ধরনের পশুহত্যার শামিল। যদি আপনারা কেউ তাঁকে কীভাবে অমানবিক গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে তা না জানেন, তাহলে পড়ে দেখুন, দেখুন ভিডিও, প্রশ্ন তুলুন এখনই।’
advertisement
আরও পড়ুন: ১২.৭৫ লাখ টাকা করমুক্ত আয়ের সীমা কি ২০২৬ সালের বাজেট নিয়ে প্রত্যাশাকে নতুন রূপ দিচ্ছে? পুরনো করের ভবিষ্যৎ কেমন জানুন
জাহ্নবীর আরও লেখেন, ‘আর তারপরেও যদি আপনার মনে ক্রোধ তৈরি না হয়, তাহলে বুঝতে হবে এই ভন্ডামির জন্য একদিন আমাদেরই অজ্ঞাতে আমাদের ধ্বংস হতে হবে। আমাদের নিজেদের ভাই ও বোনদের যখন পুড়িয়ে মারা হচ্ছে, তখন আমরা দুনিয়া জুড়ে নানান ঘটনার জন্য চোখের জল ভাসাচ্ছি। উগ্রপন্থা তা সে যে কোনও ভাবেই হোক না কেন, তার অবসান প্রয়োজন। মানবিকতা ভুলে যাওয়ার আগে আমাদের সকলের উচিত এর নিন্দা করা।’
advertisement
advertisement
আরও পড়ুন: বড়দের পর এবার গরমের ছুটি কমছে প্রাথমিক স্কুলেও, গ্রীষ্মে মাত্র ৬ দিন ছুটি! ঘোষণা শিক্ষা দফতরের
বাংলাদেশের এই হত্যাকাণ্ড নিয়ে সম্ভবত জাহ্নবীই প্রথম মুখ খুললেন বলিউড থেকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট নিয়ে শোরগোল পড়েছে। অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা চলছে বিশ্বজুড়ে। সেখানে তিনি যে, নির্ভয়ে তাঁর আওয়াজ উঁচুতে তুলেছেন, তাতে অনেকেই খুশি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2025 5:17 PM IST








