Janhvi Kapoor: ‘পাপা, খুশি আর...’ ভুল করে প্রেমিকের নাম নিয়ে ফেললেন জাহ্নবী? কার প্রেমে মজে শ্রীদেবী কন্যা? জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
প্রেমের কথাও এক রকম স্বীকার করে নিলেন অভিনেত্রী।
‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এলেন জাহ্নবী কাপুর। পরিচালক করণ জোহরের সঙ্গে আড্ডা জমালেন দুই বোন। দুই বলি অভিনেত্রীর জীবনে নানা গোপণ কথাই উঠে এল করণের শোতে। প্রেমের কথাও এক রকম স্বীকার করে নিলেন অভিনেত্রী।
দুই বোনের সঙ্গে আড্ডা জমালেন করণ জোহর। জাহ্নবী ইতিমধ্যেই বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রীদের তালিকায়। ‘দ্য আর্চিজ’ দিয়ে বলিউডে ডেবিউ করেছেন খুশি কাপুর।
আরও পড়ুন: কেরিয়ারের মধ্য গগনেই অভিনয়কে বিদায়! কেন চাকরি খুঁজছেন ‘তামাশা’, ‘লভ আজ কাল’ খ্যাত অভিনেত্রী?
advertisement
এপিসোডের প্রোমোতে দেখা গিয়েছে, করণ জাহ্নবীকে জিজ্ঞেস করেন তাঁর ফোনের স্পিড ডায়ালে কাদের নাম থাকে? উত্তর দিতে গিয়ে খানিকটা ভুল করেই কার নাম নিলেন জাহ্নবী?
advertisement
advertisement
করণের প্রশ্নে জাহ্নবীর উত্তর, ‘‘পাপা, খুশু আর শিখু’’। শিখুর নাম নিয়েই খানিকটা নিজেই অপ্রস্তুত হয়ে পড়েন জাহ্নবী। হেসে লুটি়য়ে পড়েন করণ এবং খুশি৷ শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন। তবে দু’জনের কেউই এ সম্পর্কে মুখ খোলেননি৷ যদিও শেখর পাহাড়িয়াকে বহুবার শ্রীদেবী তনয়ার সঙ্গে দেখা গিয়েছে৷
advertisement
জাহ্নবীর চর্চিত প্রেমিক শেখর অবশ্য সিনেমা জগতের সঙ্গে কোনও ভাবে যুক্ত নন৷ তিনি একজন বিজনেসম্যান৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2024 4:47 PM IST