২০০ কোটি টাকা তছরুপের মামলায় জ্যাকলিনকে ৮ ঘন্টা জেরা ইডির
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Jacqueline Fernandez : যাঁরা ফার্নান্দেজকে চন্দ্রশেখরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তাঁদের আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে
#নয়াদিল্লি: ২০০ কোটি টাকা আর্থিক তছরুপে বুধবার জিজ্ঞাসাবাদ জ্যাকলিন ফার্নান্দেজকে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ নাম জড়িয়েছিল আগেই। এই প্রতারণা মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক বার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তিনি সকাল ১১.৩০ নাগাদ তদন্ত সংস্থার মন্দির মার্গ অফিসে পৌঁছে যান। এবারও তাঁকে ৮ ঘণ্টার জন্য আবার জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।
পুলিশের বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব বলেছেন যে কনম্যান চন্দ্রশেখরের সঙ্গে যুক্ত বহু কোটি টাকার মানি লন্ডারিং মামলায় তাঁর অভিযুক্ত ভূমিকা এবং অন্যান্য বিষয়গুলির মধ্যে তাঁর কাছ থেকে যে উপহারগুলি নিয়েছিলেন সে সম্পর্কে ফার্নান্দেজকে জিজ্ঞাসা করা হয়েছিল।
আরও পড়ুন : মহিষাসুরমর্দিনী শুভশ্রী! মহালয়ার ভোরে 'মিঠাই', 'তুবড়ি', 'রঞ্জা'রা কে কোন রূপে আসছেন? দেখে নিন এক ঝলকে
advertisement
advertisement
অভিনেত্রী নোরা ফতেহি এবং পিঙ্কি ইরানি, যাঁরা ফার্নান্দেজকে চন্দ্রশেখরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তাঁদের আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
ইডি কনম্যানের বিরুদ্ধে ২০০ কোটি টাকার তছরুপের মামলার তদন্ত করছে। গত মাসে তাঁর চার্জশিটে জ্যাকলিন ফার্নান্দেজকে অভিযুক্ত করেছে। চন্দ্রশেখর বর্তমানে জেলে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ফোর্টিস হেলথ কেয়ারের প্রাক্তন প্রবর্তক শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিং-এর মতো উচ্চ-প্রোফাইল ব্যক্তি সহ বিভিন্ন লোককে প্রতারণা করার অভিযোগ রয়েছে৷
advertisement
তদন্ত সংস্থা দাবি করেছে যে মিসেস ফার্নান্দেজ ফৌজদারি মামলায় সুকেশের সম্পৃক্ততার বিষয়ে জানতেন এবং তিনি বিবাহিত, কিন্তু তিনি ঘটনাগুলি উপেক্ষা করতে বেছে নিয়েছিলেন এবং তার সাথে আর্থিক লেনদেনে জড়িত ছিলেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, জ্যাকলিন ফার্নান্দেজ কনম্যানের কাছ থেকে উপহার হিসেবে ৫টি ঘড়ি, ২০টা গয়না, ৬৫জোড়া জুতা, ৪৭টি পোশাক, ৩২টি ব্যাগ, ৪টি হার্মিস ব্যাগ, ৯টি পেইন্টিং এবং একটি ভার্সেস ক্রোকারিজ গ্রহণ করার কথা স্বীকার করেছেন।
Location :
First Published :
September 15, 2022 4:55 PM IST