Ishq with Nusrat | Ritabhari Chakraborty : রান্নাঘরে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন! নুসরতের শোয়ে খোলামেলা কথা বললেন ঋতাভরী

Last Updated:

Ishq with Nusrat | Ritabhari Chakraborty : প্রেম, বিয়ে সমস্ত কিছু নিয়েই একেবারে স্পষ্ট জবাব দিয়েছেন ঋতাভরী। যৌনতা নিয়ে কথা বলতে গিয়েও কোনও রাখঢাক করেননি অভিনেত্রী।

রান্নাঘরে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন! নুসরতের শোয়ে খোলামেলা কথা বললেন ঋতাভরী
রান্নাঘরে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন! নুসরতের শোয়ে খোলামেলা কথা বললেন ঋতাভরী
#কলকাতা: টলিপাড়া এখন অভিনেত্রী নুসরত জাহানের চ্যাট শো ইশক উইথ নুসরত (Ishq with Nusrat) নিয়ে সরগরম। শোয়ের মূল বিষয়ই হল, রূপোলি জগতের তারকারা এই শোয়ে এসে তাঁদের ব্যক্তিগত জীবন, প্রেম ভালোবাসা নিয়ে খোলামেলা আলোচনা করবেন। এই শোয়ে ইতিমধ্যেই এসে গিয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), তনুশ্রী চক্রবর্তী, অভিনেতা যশ দাশগুপ্ত এবং বিধায়ক মদন মিত্র ও ইউটিউবার কিরণ দত্ত। এর মধ্যে ঋতাভরীর এপিসোডটির টিজার প্রকাশ্যে এসেছে যা নিয়ে এখন চর্চা তুঙ্গে।
টিজারেই ঋতাভরীকে (Ritabhari Chakraborty) সম্পর্ক, প্রেম ইত্যাদি নিয়ে খোলামেলা কথা বলতে শোনা গিয়েছে (Ishq with Nusrat)। প্রথমেই অভিনেত্রীকে বলতে শোনা যায় যে, একজন পুরুষের একাধিক বান্ধবী থাকলে তাঁকে স্টাড বলা হয়। কিন্তু একজন মহিলার একাধিক পুরুষ বন্ধু থাকলে তাঁকে খারাপ চোখে দেখা হয়।
advertisement
advertisement
এর পরেই ঋতাভরীকে (Ritabhari Chakraborty) তাঁর এক‌টি অভিজ্ঞতার কথা বলতে শোনা যায়। এক পুরুষ বন্ধু সম্পর্কে অভিনেত্রী বলছেন, "আমরা দুজনেই একা ছিলাম। গা দিয়ে জুতোর গন্ধ বেরোচ্ছিল। তার পরে আমি টানা ৬ মাস কারও সঙ্গে ডেট করিনি।" সঞ্চালকের আসনে বসা নুসরতও এই শুনে অবাক হয়ে যান। প্রেম, বিয়ে সমস্ত কিছু নিয়েই একেবারে স্পষ্ট জবাব দিয়েছেন ঋতাভরী। যৌনতা নিয়ে কথা বলতে গিয়েও কোনও রাখঢাক করেননি অভিনেত্রী। নুসরত প্রশ্ন করেন, ঋতাভরী কোনও অদ্ভুত জায়গায় কোনও পুরুষের সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন কিনা? এই প্রশ্নেরও স্পষ্ট জবাব দেন অভিনেত্রী। ঋতাভরী বলেন, রান্নাঘরে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। আর সেই রান্নাঘরটি নাকি অন্য কারোর বাড়ির।
advertisement
View this post on Instagram

A post shared by Ishq (@ishq.fm)

advertisement
প্রসঙ্গত, এই প্রথম সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে নুসরত জাহানকে। ১০৪.৮ ইশক এফ এম-এর শোয়ের (Ishq with Nusrat) জন্য সঞ্চালনা করছেন অভিনেত্রী। ইশক উইথ নুসরত শোয়ের ট্যাগলাইন - ভালোবাসায় বোল্ড। ইউটিউবেও দেখা যাবে এই শোটি। নামেই স্পষ্ট যে, এই শোয়ে সাহসী ভাবে ভালোবাসার কথা তুলে ধরবেন অতিথিরা। শোয়ের টিজার ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ishq with Nusrat | Ritabhari Chakraborty : রান্নাঘরে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন! নুসরতের শোয়ে খোলামেলা কথা বললেন ঋতাভরী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement