Sonakshi Sinha Zaheer Iqbal: সোনাক্ষী-জহির সম্পর্ক কি তবে প্রকাশ্যে? উত্তর রয়েছে তাঁদের আগামী গানের ভিডিওতে
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Sonakshi Sinha Zaheer Iqbal: নতুন স্টাইলে তাঁদের সম্পর্ককে ঘোষণা করার পরিকল্পনা করছেন। সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই গানটি শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
#মুম্বই: সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। কিন্তু অভিনেতারা নিজে মুখ খোলেননি এখনও। 'দাবাং' অভিনেত্রী আগামী মাসে জহিরের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আনতে একদম প্রস্তুত। লাভবার্ডস সম্প্রতি একটি গানের জন্য শ্যুট করেছেন। এবং নতুন স্টাইলে তাঁদের সম্পর্ককে ঘোষণা করার পরিকল্পনা করছেন। সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গানটি শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
গত মাসে সোনাক্ষীর জন্মদিনে, জহির তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে অভিনেত্রীর একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেকানে ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন সোনজজ... আমাকে না মেরে ফেলার জন্য আপনাকে ধন্যবাদ.. আমি তোমাকে ভালবাসি .. ’ এতে প্রতিক্রিয়া জানিয়ে সোনা উত্তর দিয়েছিল, ‘ধন্যবাদ এবং ভালবাসি তোমাকে। এখন আমি তোমাকে মেরে ফেলতে আসছি।’
advertisement
advertisement
আরও পড়ুন: গাঁটছড়ার এপিসোডকে ঘিরে হুলুস্থুল কাণ্ড! একজোট হয়ে লড়ছেন খড়িদ্ধি, বনি-কুনাল, সঙ্গে দ্যুতি-রাহুলও
প্রসঙ্গত, জহিরকে সালমান খানের সঙ্গে আগামী ছবি 'কভি ঈদ কাভি দিওয়ালি'তে দেখা যাবে। ছবিতে শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, পূজা হেগড়ে এবং অন্যান্যরা মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে সোনাক্ষী শীঘ্রই একটি পুলিশের সিরিজ দিয়ে ডিজিটালে প্রথম অভিনয় শুরু করবেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2022 8:09 PM IST