Katrina Kaif Pregnancy Rumor: ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা! ঢিলেঢালা পোশাকে অভিনেত্রীকে দেখে নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Katrina Kaif Pregnancy Rumor: নেটিজেনদের মধ্যে একজন জিজ্ঞাসা করে, ‘‘ক্যাটরিনা কি গর্ভবতী?’’ তাতে অন্য একজন মন্তব্য করেছেন, "মনে হচ্ছে ও গর্ভবতী। ঢিলেঢালা পোশাকের মাধ্যমে সম্ভবত ক্যাটরিনা ওঁর বেবি বাম্প লুকোতে চেষ্টা করছেন।"
মুম্বই: বিমানবন্দরে ক্যাটরিনা কাইফের ছবি ভাইরাল হয়৷ সেখানে অভিনেত্রীকে ঢিলে ঢালা পোশাকে দেখা যায়৷ এই পোশাকে অভিনেত্রীকে দেখে অনেকেই তাঁকে অন্তঃসত্ত্বা বলে অনুমান করেছেন৷ ক্যাটরিনার এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷
বৃহস্পতিবার ভোরে মুম্বইয়ের বিমানবন্দরে ক্যাটরিনা কাইফকে দেখা যায়। দীর্ঘদিন দেশে না থাকার পর অবশেষে মুম্বইতে ফিরে আসেন তিনি। শোনা যায় অভিনেত্রী এতদিন ধরে জার্মানিতে ছিলেন৷ মুম্বই বিমানবন্দরে বেরোনোর সময় তাঁর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়৷
advertisement
advertisement
advertisement
সেখানে তিনি পরেছিলেন বড় আকারের সাদা শার্ট, একটা কালো রঙের জ্যাকেট, হালকা নীল রঙের জগার৷ ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের একাংশের মধ্যে তাঁর তাঁর অন্তঃ সত্ত্বা হওয়া নিয়ে আবার জল্পনা শুরু হয়। অনেকে মনে করেন এই জন্যই তিনি ঢালা ঢোলা পোশাক পরেছেন৷
advertisement
নেটিজেনদের মধ্যে একজন জিজ্ঞাসা করে, ‘‘ক্যাটরিনা কি গর্ভবতী?’’ তাতে অন্য একজন মন্তব্য করেছেন, “মনে হচ্ছে ও গর্ভবতী। ঢিলেঢালা পোশাকের মাধ্যমে সম্ভবত ক্যাটরিনা ওঁর বেবি বাম্প লুকোতে চেষ্টা করছেন।” আরও একজন ইনস্টাগ্রামে কমেন্ট সেকশনে লেখেন,‘‘তিনি তাঁর গর্ভাবস্থা লুকানোর জন্য বড় আকারের পোশাক ব্যবহার করছেন, অবশ্যই কোনও সুসংবাদ আসছে। ক্যাটকে অভিনন্দন’’।
গত সপ্তাহে ‘ব্যাড নিউজ ট্রেলার লঞ্চ’ ইভেন্টের সময়, ভিকি কৌশলকে ক্যাটরিনার প্রেগনেন্সি সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান, ‘‘যখনই কোনও ভাল খবর আসবে, আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব।”
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2024 3:32 PM IST