Irfan Khan: তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগে ফের পর্দায় ইরফান খান, নতুন রূপে চোখে জল আনবেন ভক্তদের

Last Updated:

Irfan Khan: অবশেষে মুক্তি পেল ইরফান খান অভিনীত শেষ ছবি ‘দ্য সং অফ স্করপিয়ন্স’-এর ট্রেলার। এই সপ্তাহে অভিনেতা ইরফান খানের ছবি ‘দ্য সং অফ স্করপিয়ন্স’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে।

তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগে ফের পর্দায় ইরফান খান
তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগে ফের পর্দায় ইরফান খান
অবশেষে মুক্তি পেল ইরফান খান অভিনীত শেষ ছবি ‘দ্য সং অফ স্করপিয়ন্স’-এর ট্রেলার। এই সপ্তাহে অভিনেতা ইরফান খানের ছবি ‘দ্য সং অফ স্করপিয়ন্স’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগামী ২৯ এপ্রিল তার আগের দিন ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
অনুপ সিং পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান এবং গোলশিফতেহ ফারাহানি। এছাড়াও রয়েছেন শশাঙ্ক অরোরা, তিলোত্তমা সোম, সারা অর্জুন, শেফালি ভূষণ ও অন্যান্য। ২০১৭ সালের ৯ অগস্ট ‘দ্য সং অফ স্করপিয়ন্স’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ৭০ তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে, সুইজারল্যান্ডে।
advertisement
advertisement
ছবিটি বিষয়বস্তু রাজস্থানের থর মরুভূমির একটি লোকগাথার। এই সিনেমায় ইরফানকে দেখা যায় একজন উট ব্যবসায়ীর ভূমিকায়। যিনি কিনা নুরান নামে এক আদিবাসী মহিলার প্রেমে পড়ে। নুরানের চরিত্রে অভিনয় করবেন ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহান। নুরানের শুধু একটাই গান জানে, বিছে কামড়ানোর গান যা তিনি জুবেইদারের কাছ থেকে শিখেছেন। জুবেইদারের চরিত্রে দেখা যাবে ওয়াহিদ রেহমানকে। নুরান মরুভূমিতে খালি পায়ে হেঁটে বেড়ান এবং যাঁদের বিছে কামড়ায় তাঁদের জীবন বাঁচাতে এই গান তিনি করেন। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন তারা বিয়ের পরিকল্পনা শুরু করেন।
advertisement
প্যানোরামা স্টুডিওর অফিসিয়াল ট‍্যুইটার অ্যাকাউন্ট ট্রেলারটি শেয়ার করেছে। প্যানোরামা স্পটলাইট এবং ৭০MM টকিজ দ্বারা উপস্থাপিত এবং এ ফেদার লাইট ফিল্মস এবং কেএনএম প্রোডাকশন দ্বারা সমর্থিত এই ছবি। ইরফানের ছেলে, অভিনেতা বাবিলও ইনস্টাগ্রামে ট্রেলারটি শেয়ার করেছেন, লিখেছেন, ‘ভালবাসা, আবেশ এবং বিশ্বাসঘাতকতার একটি হৃদয়বিদারক গল্পকে জীবন্ত করে তুলেছে।’
advertisement
২০২০ সালের মার্চ মাসে মুক্তি পায় ইরফান খানের শেষ ছবি ‘আংরেজি মিডিয়ামে’। যদিও তার অনেক আগেই শেষ হয়  ‘দ্য সং অফ স্করপিয়ন্স’-ওর শুটিং। সেই বছরের এপ্রিলে মাসে, ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Irfan Khan: তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগে ফের পর্দায় ইরফান খান, নতুন রূপে চোখে জল আনবেন ভক্তদের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement