Indian Idol 13 Debosmita Roy: Indian Idol-এ বনগাঁর মেয়ে দেবস্মিতা দ্বিতীয়! অরুণিতার পুনরাবৃত্তি? ক্ষোভ বাংলায়

Last Updated:

Indian Idol 13 Debosmita Roy: এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা, ছোট থেকেই গানের সুরে গোটা পাড়াকে মাতিয়ে রাখত দেবস্মিতা। খুবই শান্ত স্বভাবের মেয়ে।

দেবস্মিতা-অরুণিতা
দেবস্মিতা-অরুণিতা
উত্তর ২৪ পরগনা: ‘ইন্ডিয়ান আইডল’-এর ১২ নম্বর সিজনে রানার্সআপ অর্থাৎ দ্বিতীয় হয়েছিলেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। ফের ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৩’-এ রানার্সআপ হয়েই স্বপ্নের দৌড় থামল বনগাঁর মেয়ে দেবস্মিতা রায়ের। তবে তিনি ইতিমধ্যেই তামাম দেশবাসীর মন জয় করে নিয়েছেন সুরের জাদুতে। দেবস্মিতার দ্বিতীয় স্থান অধিকার করা নিয়ে, ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।
''তবে কি কোনওভাবে বাংলাকে ব্রাত্য করা হচ্ছে? সেই কারণেই দেবস্মিতাকে করা হল দ্বিতীয়?'' প্রশ্ন তুলছেন বনগাঁবাসীরা। তবে জেলার মানুষ কিন্তু দেবস্মিতাকেই প্রথম বলে মেনে নিচ্ছেন মনে মনে। প্রতিবেশীরাও জানাচ্ছেন, তাঁদের কাছে সেরা ঘরের মেয়ে দেবস্মিতাই।
advertisement
advertisement
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা, ছোট থেকেই গানের সুরে গোটা পাড়াকে মাতিয়ে রাখত দেবস্মিতা। খুবই শান্ত স্বভাবের মেয়ে। পড়াশোনা আর গান ছাড়া অন্য কোনও দিকে মন দেয়নি কখনও। আর এই গানের সুরই তাকে পৌঁছে দেয় ‘ইন্ডিয়ান আইডল’-এর স্বপ্নের মঞ্চে। ২২ বছরের দেবস্মিতার সুরে মুগ্ধ হয়েছেন বলিউড তারকারাও। একটুর জন্য প্রথম স্থান দখল না করেলেও, বিন্দুমাত্র আফশোস নেই খেতাব জেতা বনগাঁর দেবস্মিতার।
advertisement
বলিউডে প্লেব্যাক গাওয়ার সুযোগও ইতিমধ্যেই এসেছে তাঁর কাছে। বাবা দেবপ্রসাদ রায় একজন পেশাদার গায়ক। বাবার কাছেই গানে হাতেখড়ি দেবস্মিতার। ক্লাসিক্যাল এবং পুরনো দিনের গানই প্রিয় ছিল তাঁর। আর সেই গানেই বারবার বিচারক থেকে দর্শকদের মুগ্ধ করেছেন দেবস্মিতা। রাজ্যের পাশপাশি বনগাঁবাসীরাও খুশি এলাকার মেয়ের সাফল্যে, উচ্ছ্বসিত প্রতিবেশীরাও।
advertisement
অপরদিকে, প্রথমে অরুণিতা এবং এবার দেবস্মিতার ফাইনালে উঠেও সেরার শিরোপা পাওয়া থেকে অল্পের জন্য পিছিয়ে যাওয়ার ঘটনাটিকে কোনও ভাবেই মেনে নিতে পারছেন না কেউ কেউ। অনেকেই এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। পরপর দু’বার বনগাঁর প্রতিভা দেশের মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নেওয়ার দাবিদার হলেও, কেন এভাবে বঞ্চিত করা হচ্ছে তা নিয়েও তুলেছেন প্রশ্ন।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Indian Idol 13 Debosmita Roy: Indian Idol-এ বনগাঁর মেয়ে দেবস্মিতা দ্বিতীয়! অরুণিতার পুনরাবৃত্তি? ক্ষোভ বাংলায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement