Indian Idol 13: Indian Idol জিতে ঋষির হাতে ২৫ লক্ষ টাকা ও গাড়ি! দ্বিতীয় স্থানে দেবস্মিতা

Last Updated:

Indian Idol 13: দেবস্মিতা বনগাঁর মেয়ে। তিনি ছাড়া বাকি দুই মহিলাও এই বাংলারই। দেবস্মিতা দর্শকদের সবথেকে পছন্দের ছিলেন শো-এর শুরু থেকেই।

দেবস্মিতা এবং ঋষি
দেবস্মিতা এবং ঋষি
মুম্বই: ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩ নম্বর সিজনের ফলাফল প্রকাশ পেল রবিবার রাতে। প্রথম স্থানে উত্তরপ্রদেশের ঋষি সিং। কিন্তু বাংলার জয়জয়কার রিয়্যালিটি শো-এর এবারের সিজনে। মহিলা প্রতিযোগীদের মধ্যে বেশিরভাগই বাংলা থেকে যোগ দিয়েছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাঁদেরই মধ্যে একজন। দেবস্মিতা রায়। তৃতীয় হয়েছেন জম্মুর চিরাগ কোতওয়াল।
উত্তরপ্রদেশের অযোধ্যার ছেলে ঋষির। রিয়্যালিটি শো জেতার পর কেবল ট্রফি নয়, একটি গাড়ি এবং ২৫ লক্ষ নগদ নিয়ে বাড়ি ফিরলেন জয়ী। মঞ্চে তাঁর নামোচ্চারণ করার পরেই আনন্দে ঋষির চোখে জল চলে আসে। এতদিন ধরে একটানা দর্শক এবং বিচারকদের  মনজয় করে এসেছেন।
advertisement
‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩ নম্বর সিজনের চূড়ান্ত পর্বে এই তিন জন ছাড়াও ছিলেন বিদীপ্তা চক্রবর্তী, সোনাক্ষী কর এবং শিবম সিং। দেবস্মিতা বনগাঁর মেয়ে। তিনি ছাড়া বাকি দুই মহিলাও এই বাংলারই। দেবস্মিতা দর্শকদের সবথেকে পছন্দের ছিলেন শো-এর শুরু থেকেই। দেবস্মিতা এবং চিরাগ ৫ লক্ষ টাকা করে পুরস্কার পেয়েছেন। বিদীপ্তা এবং শিবমের হাতে তুলে দেওয়া হয়েছে ৩ লক্ষ টাকা।
advertisement
বঙ্গতনয়ার কথায়, ‘‘আমি বিশ্বাস করতে পারছি না এই মঞ্চে দাঁড়িয়ে গান গেয়েছি। নামী বিচারকদের সামনে গান গাওয়ার সুযোগ পাব কোনও দিন ভাবিইনি। আর এই কারণে বাবা-মায়ের চোখে গর্ব, আনন্দ দেখতে পাওয়াটাই আমার পাওনা। ফাইনালিস্টের তালিকায় আমার নাম উল্লেখ করার পরেই মনে হয়েছিল, ট্রফি জিতে গিয়েছি।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Indian Idol 13: Indian Idol জিতে ঋষির হাতে ২৫ লক্ষ টাকা ও গাড়ি! দ্বিতীয় স্থানে দেবস্মিতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement